∆∆∆∆∆∆∆ সাহেবের বড়দিন ∆∆∆∆∆∆∆∆
Happy Christmas Day
***2020***
বিশেষ কবিতা সংখ্যা
" পিকনিক"
বনভোজন =====বনভোজন=====বনভোজন
Doinik Sabder Methopath
Vol -232. Dt -25.12.2020
৯ পৌষ,১৪২৭. শুক্রবার
চড়ুইভাতি ÷÷÷÷÷÷ চড়ুইভাতি ÷÷÷÷÷চড়ুইভাতি
১.
পিকনিক
দেবাংশু শেখর পড়িয়া
পিকনিক হয়নিতো বহুদিন
তাই মন আজ ভাবনাহীন
ঘরে বসে হাড় ভাঙে কড়মড়
রেডিওটা করে যেন ঘড় ঘড়
এখন কি যে করি
মন থেকে আনন্দটাই গিয়েছে চুরি
পিকনিকে গিয়েছিলাম আসাম
খেয়েছি গরম চা হ্যান্ডসাম
ঠান্ডায় গরম হয়েছিল গা
শীতে সবার কাঁপছিল পা
সেইসব দিন কেটেছে অন্যভাবে
এইসব দিনের সামনে মনমাতে
কিন্তু ভাবি আজ এলো সেইদিন
কেমন করে চলে গেল !
এমন সব দিন।
----------------------------------
২.
পিকনিক স্পটফটিক চৌধুরী
ধান কাটা হয়ে গেছে সারা
টুকরো ধানের শিষ কুড়িয়ে
নিয়ে গেছে কেউ কেউ
শূন্য ধানক্ষেতে উঁকি মারছে
বিষন্ন নাড়াগুলো
সমগ্র আলগুলি ক্ষত বিক্ষত
করেছে ইঁদুরের খোঁজে কেউ,
হেমন্তকে বিদায় জানায় শীত।
পাশে একটি শীর্ণ নদী বয়ে গেছে
তারই পাশে আমাদের বনভোজন
পৌষের মিষ্টি রোদ্দুর মেখে।
ছোটবেলার এইসব মধুর স্মৃতিই
আমাদের পিকনিক স্পট।
-----------------------------------------
৩.
পিকনিক
নন্দিনী সরকার
ঝিক ঝিক ঝিক ঝিক
ঝিক ঝিক ঝিক ঝিক
চলছে রেলের গাড়ী।
থামবে গিয়ে সেই সে মুলুক
যেথায় বাগান বাড়ি ।
রানী দিপু দেবু তপু
নীতা গীতা সীতা,
আরো কতো সাথী আছে
নানান দেশের মিতা।
চাঁদা তুলে ছাতা মেলে
টেবিল চেয়ার পেতে ,
ঠাকুর মশায় রান্না করেন
যোগায় সবাই হাতে।
শুক্তো ডালের পরেই আছে
ঝিরি আলু ভাজা,
কাতলা দিয়ে কালিয়া আর
চিলি চিকেন তাজা।
চাটনি পাঁপড় পান মিষ্টি
এরাও লিস্টে আছেন,
বড়দিনে ফুর্তি ভারি
চলুন সবাই পাবেন।
আপনারা সব যাবেন।
আপনারা সব যাবেন।।।।।
----------------------------------------
৪.
বনভোজন
অমিত কাশ্যপ
ঝমঝম করে রবিবার নেমে পড়ল রাস্তায়
শাল-সোয়েটারের ওপর শীতের আমেজ
বর্ণশোভার শহর, শহরে আজ কার্নিভ্যাল
বনভোজনের গাড়ি ছুটছে শহর কাঁপিয়ে
এখন বন কোথায়, সাজানো গাছপালা আর বাংলোবাড়ি
ভোজনের সেই উন্মাদনা নেই
কাঠের আগুন আর শালপাতার গন্ধ
হারিয়ে যাচ্ছে সেই সোনালি দিন
শীত মানেই পিকনিক, পিকনিক মানেই বড়দিন.
------------------------------------
৫.
পিকনিক
নীতী সরকার
শীতের শিশিরভেজা সকালে
কিচির মিচির করেচলি পিকনিকে
কুয়াশার সকালেও চোখ ঢাকি সানগ্লাসে
গায়ে পড়ি পশমের কার্ডিগান।
নৌকা বিহারে আমরা চলি
বনভোজনের উদ্দেশে বন অনুসন্ধানে
বনের কাঠ দিয়ে উনুন জ্বালিয়ে চলো
ভুড়িভোজনের আয়োজন।
প্রথম ভোজনে থাকে লুচি, তরকারি, মিষ্টি
তারপর থাকে শীতের রঙিন লেবু
লেবুর রসে তৃষ্ণা মিটিয়ে
চলে, গল্প, আড্ডা, খেলাধূলা।
রান্নার মাঝে মাঝে থাকে
চা, কফি, পকোড়া
শীতের রৌদুরে পিঠে তাপ দিয়ে
বন্ধুদের সাথে মজা করা
একটা আলাদা আনন্দ খুঁজে পাওয়া
শেষে পাঠার মাংস আর পোলাও খেয়ে
সারাদিনের আনন্দের অনুভূতি আর মুক্তবাতাস
হ্নদয়ে বহন করে বাড়ী ফিরি।
----------------------------------
৬.
পবিত্র দিন
পার্থ সারথি চক্রবর্তী
আমার তোমার সবার দিন, যেন আজ-
এক মিলনের দিন, প্রভু যীশুর জন্মদিন।
নিজগুণে সত্যিই যেন সবার প্রিয় বড়দিন,
রঙবেরঙের সাজে বেরোনো কত মানুষ,
আর বেলুনের ভীড়, যেন রঙীন প্রজাপতি-
উড়ে বেড়ায় চোখের সামনে,আনন্দে মেতে।
যীশুর ন্যায় ও কল্যাণের আদর্শ ও নীতিবোধে,
বিশ্ব যেন এক শান্তি পায়, স্বস্তি ফিরে আসে
সবার মনে, সবার প্রাণে, জীবনে ও যাপনে-
বেঁচে থাকার মূল্যবোধ আর সমাজের কল্যাণে।
ধনী গরিব সবাই ভাসে আনন্দের জোয়ারে,
গির্জায় গির্জায় প্রার্থনা, বনভোজনের তালে।
--------------------------------
৭.
বনভোজন
গোবিন্দ মোদক
শীত পড়েছে চলো এবার বনভোজনে যাই,
সামনেই বড়দিনের ছুটি, তাই চিন্তা কিছু নাই !
যাওয়া যেতে পারে দূরে, বকখালি বা দীঘায়,
কাছে-পিঠে সবুজ-দ্বীপ কিংবা বিশ-বিঘায় !
সেইখানেতেই সবাই মিলে হবে চড়ুইভাতি,
শীতের বাতাস আম্রকুঞ্জে করবে মাতামাতি !
বাগানেতে থাকবে ফুটে মরশুমি ফুল কতো,
কিচিরমিচির ডাকবে এসে পাখিরা সব যতো !
আমরা সবাই টিফিন খাবো লুচি আলুর দম,
ডিম-সিদ্ধ, কমলালেবু আর কেক নানারকম !
রান্না-বান্না হতে থাকবে মাইকে বাজবে গান,
সবাই মিলে নাচা-গাওয়া, খেজুরের রস পান !
দুপুর হতেই মাছের কালিয়া, মাংস কষা দিয়ে,
ফ্রাইড-রাইস সবাই মিলে খাবো খুব জমিয়ে !
খাওয়ার শেষে বোটিং করা কিংবা একটু খেলা,
ঢলবে সূর্য পশ্চিমেতে .... , ফুরিয়ে যাবে বেলা !
কফি-পকৌড়া খেয়ে তখন ফিরে আসার পালা,
থাকবে মনে বনভোজনের হাজার স্মৃতির মালা !!
--------------------------------
৭.
পিকনিক
চন্দন মাইতি
ব্যাস্ততার রথে চড়ে
সবাই যখন এদিক ওদিক,
তখনই তাদের মিলিয়ে দেয়
ছোট্ট একটা পিকনিক।
জড়ো হয় কোনো ফাঁকা মাঠে
কিংবা নদীর ধারে,
আনন্দেতে লেগে পড়ে
যে যা কাজ পারে।
গল্প-গাথা গান বাজনা
চলতে থাকে সবই,
কবিতা পাঠ বাদ যায় না
থাকেন যদি কবি।
মিলনের আনন্দেতে
জমে যায় বেশ ভোজ,
কাঁচা হাতে তৈরি পদেও
মেলে স্বাদের খোঁজ।
হইহুল্লোড় করে যখন
চড়ুইভাতি শেষ,
হাত-পা গুলো ক্লান্ত হলেও
মেজাজ টা খুশ বেশ।
-----------------বনভোজন ------------------
No comments:
Post a Comment