Thursday, 23 July 2020

অনু নাটক সংখ্যা ।


দৈনিক শব্দের মেঠোপথ
অনু নাটক সংখ্যা
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
Vol -78. Dt -24.7.2020
¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢
=================================
সূচিপত্র ,:
বেঁচে থাকা দায় :  বিষ্ণুপদ জানা
            মাত্র ১০ টাকা : গোবিন্দ মোদক
       নো রেড সিগন্যাল : সমরেশ সুবোধ পড়িয়া
           বেস্ট হোম সার্ভিস : গৌর চাঁদ পাত্র
          করোনা তত্ত্ব : অঞ্জন কুমার দাস
             ভুল পথে : ডি.এন. প্রধান
################################
বেঁচে থাকা দায়
বিষ্ণুপদ জানা
স্থান :  বাড়ির উঠোন ।
সময় : অপরাহ্ন বেলা ।
চরিত্র  : রসিক দাদু (৬২)ও নাতি গদাই (১২)

গদাই : ও দাদু,  দাদু , এমন সেজেগুজে কোথায় যাচ্ছো গো ?  মাক্স টা হাতে নিয়েছো মুখে পারোনি এখনো । 

দাদু : দাদুভাই , তুমি  ভাইয়ের সঙ্গে খেলা করে , বাইরে যেও না । আমি ঠিক পরে নেব, ভাই।

 গদাই : না দাদু, আমি তোমার সঙ্গে যাবো !অনেকদিন কোথাও ...... আমায় নিয়ে চল না ..

দাদু  : না না , তোমাদের এখন বাড়ির বাইরে বেরতে মানা । আমি অনেক দূরে যাবো। সেই মাইতি পাড়ায় , ওনাদের বাড়ির পুজো. ছেলে মেয়েরা কি নাটক করবে- মেকাপ ও সাজসজ্জা নিয়ে কথা বলবে ......তাই যাচ্ছি .

গদাই : মাইতি পাড়া ! আমার বন্ধু আছে,  আমি যাব। 
দাদু : আরে না না ভাই....অনেকদিন হলো  আয় উপায় নেই . কোথাও কোনো  নাটক যাত্রা মঙ্গলগান সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুই তো হচ্ছে না। এমন একটি সময় এলো ......চার মাস বাড়িতে বসে !সংসার চালাবো কি করে ?

গদাই:  দাদু , তোমার মনে আছে , সে বার পাড়ায় 12 ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনে আমাকে বিবেকানন্দ সাজিয়েছিলে.... ফার্স্ট হয়ে পুরস্কার জিতেছি... কি আনন্দ পেয়েছি !

দাদু : জীবনে এমন কত ই মেকআপ করেছি .. ...মুখোশ পরিয়েছি মনীষীদের।  আসল নকল ,নকল আসল। এখন তো দেখি মুখ ও মুখোশ সব এক..... নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত । লোকশিল্পীর কার্ড টাও পেলাম না।  এত বড় সংসার .....বেঁচে থাকা দায় !



@@@@@@@@@@@@@@@@@@@@@
                    মাত্র 10 টাকা
                  গোবিন্দ মোদক

স্থান : রেলওয়ে প্ল্যাটফর্ম , 
চরিত্র : আকাশ ও রবি (পরস্পরের বাল্যবন্ধু)
রবি - আরে আকাশ না ! বলো, কেমন আছো ?কবে এসেছ?
আকাশ - রবি যে,  ভালো আছিস? আজি এসেছি রে সকালের ট্রেনে. এখন ফিরছি ।
রবি- ও, তা এখন থাকো কোথায় ?
আকাশ - রাজারহাট নিউটাউনে। 80 লাখের একটা ফ্ল্যাট নিয়েছে ওখানে ।একটা গাড়ি ও ....তা তোর কি খবর বল ?
রবি - ইয়ে,  আমাদের আবার খবর,  খবর তো তোমাদের।
আকাশ - যা বলেছিস।বাই দা বাই ।তোর সেই লেখালেখির বই টা এখন আছে,  নাকি...
রবি - আছে, ওটা আর ছাড়তে পারলাম কই, বরং ঝোঁকটা আরো বেড়েছে। একটা পত্রিকা বের করি কষ্টেসৃষ্টে ।
আকাশ- আরে , পত্রিকাও বের করিস নাকি? তা বেশ তো!  কি নাম পত্রিকার?
রবি - চাবুক। তা নাও না , এক কপি । মাত্র 10 টাকা।
 আকাশ - ইয়ে, আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে আজ চলি। ভালো থাকিস !
(আকাশ ওভার ব্রিজের দিকে চলে যায়. রবি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে ওর গমন পথের দিকে .....)
=================================
                     নো রেড সিগন্যাল
সমরেশ সুবোধ পড়িয়া

স্থান : মর্ত্যধাম। সময় : সন্ধ্যাকাল
চরিত্র : ভোম্বলদা ও মর্ত্যবাসী
( মর্তধামে কেমন প্রেম ও বিবাহ চলছে সেই বিষয়ে এনকোয়ারি )
ভোম্বলদা : তোমরা কি?  এখন বিয়েতে যৌতুক নাও না। উত্তর ও পশ্চিম ভারতে তো খুব বেশি চল আছে।
মর্তবাসী : নো,  আমরা নিই না। কারণ প্রেম করি. বাপের একটাই মেয়ে দেখে. ইনভেস্টমেন্ট যা করি একটার উপর. এই দু'বছরের স্রেফ 6000 টাকা। ব্যাস...
ভোম্বলদা : মানে বুঝলাম না। ইনভেস্টের কথা তো বলিনি ।তোমরা তো ইনভেস্টমেন্টের ব্যাপারে কচি খোকা। বারবার ঠকো। আর বারবার ওই চিট ফাঁদে  টাকা ঢালো। যতসব কাজ ফাঁকিবাজ । আর বল সব সরকারের দোষ।
মর্তবাসী - হ্যাঁ,  সব তো সরকারের দোষ। কোনো কাজ দেবে না  চিট ফ্যান্ডের  ব্যবসা করব, না তো -কি করব?  এমনি এমনি খালি হাতে তো প্রেম হয় না। একটা ফস্কালে  আরেকটা আছে। এখন চিট গেলেও আমি ফিট । একটা লাইনে নিয়ে এসেছি। বাপটা টপকে গেলে 1 কোটি টাকা। একলাই ওয়ারিশ। নো রেড সিগন্যাল। একদম ওয়ান ওয়ে বস।
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
বেস্ট হোম সার্ভিস
গৌরচাঁদ পাত্র

স্থান :  অফিসের অনুসন্ধান বিভাগ
চরিত্র:  রবি ও অনু। সময় : সকাল এগারোট।
রবি : অনু,  আজ আমাকে পারতেই হবে। বাড়ির সবাই আমার দিকে তাকিয়ে আছে।
 অনু : আর একজনের কথা বললে না ? 
রবি : জানি,  তুমি  কিন্তু- 
 অফিস স্টাফ : রবীন্দ্রনাথ পাত্র। ভেতরে যান ।রবি  :  যাই,  অনু ।
(অফিস সজ্জর পরিবর্তন)
 এম.ডি : এসে বসুন . কেবলমাত্র হোম সার্ভিসের কাজ। মাসিক 15 হাজার টাকা বেতন ।বলুন,  রাজি কিনা? 
 রবি :  হোম সার্ভিস বলতে- 
 এম.ডি:  শুনুন,  কেউ করোনা সংক্রান্ত সন্দেহ হলে তাঁর হাসপাতালে ব্যবস্থা। মারা গেলে ভালোভাবে সৎকার। এইসব আর কি?
 রবি : এতে যদি আমি - 
এম.ডি:  সেই জন্যেই তো,  বেস্ট হোম সার্ভিস !
রবি : (জনান্তিকে) এইভাবে তিলে তিলে মরার থেকে- 
 এম.ডি:  কি রাজী? 
রবি :  রাজী !
       (রবি টলতে টলতে বেরিয়ে গেল)
*****************************************
করোনা তত্ত্ব
অঞ্জন কুমার দাস
স্থান : বাস স্ট্যান্ড । সময়:  বিকেল বেলা ।
চরিত্র:  বিমল ও অমল
বিমল:  লকডাউনের বাজারে কেমন আছেন ?
অমল : কি আর বলি?  মধ্যপ্রদেশ বেড়েছে ।বিমল : সে কি ?  আমিতো জানি , ওটা মহারাষ্ট্রে বেড়েছে।
 অমল : ঠিক তাই,  ওটা মহা রাষ্ট্র বেড়েছে , নইলে টিভিতে যতটা শুনি ,  রাস্তায় ততটা দেখি না । সবাই তো বেশ ফুর্তিতে আছে। 
++++++++++++++++++++++++++++++++++
ভুল পথে
 ডি.এন. প্রধান 

চরিত্র : পুলিশ, পরিযায়ী শ্রমিকের ব‌উ, সিপাই ড্রাইভার। 
স্থান: নদীর ঘাট। সময়: বিকেল বেলা.

পুলিশ : লকডাউন। এসময়ে আপনারা 
এদিকে ?
পরিযায়ী শ্রমিকের বউ :  না,  মানে ওরা আসছে  ! 
পুলিশ : ও বুঝেছি, 
 বউ  : আজ্ঞে, হ্যাঁ ।
সিপাই : স্যার , ওদের অনেকদিন পরে মনের মানুষ ঘরের বাইরে তো । আর ধৈর্য ধরে থাকতে পারছে না।
 পুলিশ :  ওরা নদীপথে আসছে না,  ট্রেনে আসবে। চলুন আমাদের সঙ্গে , চলুন ..
বউ : আপনাদের সঙ্গে মানে ! 
পুলিশ : সিপাই
 সিপাই : আজ্ঞে স্যার ..
পুলিশ : ওদের মুখে মাক্স পরিয়ে দে , জোর করে গাড়িতে তোলো।
 সিপাই :  করছি স্যার,  এই যে আপনারা মাক্স নিন ,পড়ুন। গাড়িতে উঠুন।
 বউ :  না , আমরা গাড়িতেে উঠবো না।
 সিপাই :  উঠবো না মানে, বাব উঠবে ।জোর করে গাড়িতে তোলে।
বউ  : কে ,কোথায় আছো আমাদের বাঁচাও ?পুলিশ : ড্রাইভার,  গাড়ি স্টার্ট দাও
 ড্রইভার :  গাড়ি স্টার্ট দেয়। হনন করে বেরিয়ে যায়।
&--------&-----------&----------&---------&

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। অশোকবিজয় রাহা । একজন ভারতীয় বাঙালি কবি, প্রাবন্ধিক এবং সমালোচক। তিনি রবীন্দ্র অধ্যাপক হিসেবে দীর্ঘদিন বিশ্বভারতীতে দায়িত্ব পালন করেন। Dt -14.11.2024. Vol -1052. Thrusday. The blogger post in literary e magazine.

অশোকবিজয় রাহা  (১৪ নভেম্বর ১৯১০ – ১৯ অক্টোবর ১৯৯০)  সময়টা ছিল আঠারোশো উননব্বইয়ের অক্টোবর। গঁগ্যার সাথে বন্ধুত্বে তখন কেবল চাপ চাপ শূন্যতা আ...