Saturday, 19 December 2020

দৈনিক শব্দের মেঠোপথ

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
                 জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য

         কবি ও সম্পাদক নমিতা চৌধুরী
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
           Doinik Sabder Methopath
          Vol -227. Dt -20 .12.2020
           ৫ পৌষ, ১৪২৭. রবিবার
=================================
"দুইটি বালিশ
আজীবন নির্বিবাদী
মাথার খাটের পাশে বাজুতে ধ্বনিহীন উপস্থিতি
যথার্থই অনুমোদিত উড়োজাহাজের কালো বাক্সের ছক
সমস্ত জলিতা কর্কশতাগুম খুন এবং প্রেমের পাশাপাশি শুয়ে
 দুইটি বালিশ নির্ঘুম রাতের কিছু কথা
 তুলোর মধ্যে গুঁজে রাখে বেশ"
                        (বিষয় বালিশ)
  বিশ শতকের সাতের দশকে নির্বিবাদী ধ্বনিহীন উপস্থিতিতে যে কবিকে আমরা অনুমোদিত করি সরল বিশ্বাস ও নির্ভরতার প্রতীক হিসেবে, তিনি কবি ও সম্পাদক নমিতা চৌধুরী।


জন্ম : ২০-১২-১৯৪৯
তিনি জন্মগ্রহণ করেছেন কলকাতায়। পড়াশোনা কলকাতার বিভিন্ন স্কুল ও কলেজে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে এম.এ পাশ করেন। উত্তর আধুনিক বাংলা কাব্য কবিতার ধারায় সত্তরের দশকে তাঁর প্রথম প্রকাশিত কবিতা ও কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য মৌলিকতার অবদান রেখেছে।

পেশা : অবসর প্রাপ্ত প্রধান শিক্ষিকা।

কাব্যগ্রন্থ : ১৬টি।
দুর্ভিক্ষের জ্যোৎস্নায় , উটের শহর, সবুজ ঘাসের রোদ্দুরে প্রভৃতি।

সম্পাদিত গ্রন্থ : ৬টি। 

সম্পাদক : 
নান্দীমুখ পত্রিকা ।

২০১৩ সালে তাঁর সহ সম্পাদনায় প্রকাশিত হয় মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন "দামিনী" .

সম্মান প্রাপক :
১) ছন্দনীড় আবৃত্তি সংস্থা।
২) বৈশাখী উদ্যম পরিশীলন, 
৩)কবিতাপাক্ষিক,
৪) আমি সাহিত্য পত্র, 
৫)শিল্পীন্দ্র সাহিত্য পত্র, 
৬)বিভূতিষণ-স্মারক সম্মান, 
৭)শতক একুশ, 
৮)পারনি, 
৯)রূপশালী ইত্যাদি।

বিদেশ ভ্রমণ : 
বাংলাদেশ, পাকিস্তান, লন্ডন, প্যারিস, জার্মানী, কানাডা, পোল্যান্ড, ইটালী, অস্ট্রেলিয়া, চীন, ইস্তামবুল, আমস্টারডাম, ফিনল্যান্ড।

শান্তি সংস্কৃতি ও নারী সমস্যা সম্পর্কিত বিভিন্ন সংস্থার সঙ্গে আজীবন যুক্ত আছেন।

সদস্যঃ 
পাকিস্তান ইন্ডিয়া পিপলস্ ফোরাম ফর পিস এ্যান্ড ডেমোক্রেসি (ভাইস প্রেসিডেন্ট)
কলকাতা আন্তর্জাতিক শিল্প ও সাহিত্য কেন্দ্র।
বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মরণ কমিটির যুগ্ম সম্পাদক।
আন্তর্জাতিক কবিতা উৎসব কমিটির সদস্য।


উল্লেখযোগ্য কবিতা :
১.
নীল শাড়িটির বিষয়ে

এই ঘননীল তাঁতের শাড়িটির মধ্যে
যে দূরবর্তী তাঁতি টির স্পর্শ লেগে আছে
কে জানে হয়ত তার সলজ্জ স্ত্রীর চাহনিতে
 এই রং ধরা পড়েছিল
মনে মনে তাঁত বুনের সেই নারী পড়েছিল 
এই নীল আঁচলের ছায়া
       (সংক্ষিপ্ত)

২.
একটি গল্পের বিকেল

বৃষ্টিতে সুপারি গাছ গুলি খিলখিল করে হাসছে
কাঁঠাল ও নিমগাছটিও বেশ উল্লসিত
আজ বিকেলের এই রোদ বৃষ্টির ভুলভুলাইয়া থেকে
বেরিয়ে এল একটি সবুজ টিয়া
ও এখন পেয়ারা গাছটির মাথায় বসবে
এই যে হা হা করে এসে বৃষ্টি বাতাস একটা গল্প বানাল
এর জন্য কি আমরা সকাল থেকেই তৈরি ছিলাম
কেউ কেউ হয়তো মনে মনে ভেবেছিলাম
হোক এভাবেই বিকেলটা অন্য রকমের কিছু
গল্প নয়তো কবিতার বিন্দুবিন্দু ঘামে ছবি আঁকা হোক স্বতন্ত্র কোন‌ও বিকেলের
খুব কিছুতো গল্প নেই তবু একটি লাল রং
মিলে কালোর মধ্যে একটা লম্বা লম্বা দাগ হয়ে
 হিরনের ছবির মতো মিশে যাক....


   সদাহাস্যময় অত্যন্ত মিশুকে  নম্র ভদ্র যে কবির মন অতলান্ত শান্তি কামনায় সদাচারী,  অভাবনীয় শব্দচয়নে মাধুর্য্যময় কবিতার শরীরের এঁকে দেন সভ্যতার ছাপ, মনের প্রতিচ্ছবি। মধুর আলাপ চারিতায় গড়ে তোলেন উষ্ণ বন্ধুত্বের সম্পর্ক আজীবন কবিতার কাছে ঋণী অন্যতম শক্তিমান মহিলা কবি । আজ শুভ জন্মদিনে তাঁকে স্মরণ করতে পেরে আমরা গর্বিত আনন্দিত। 
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆



No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...