Friday, 18 December 2020

দৈনিক শব্দের মেঠোপথ। ছড়া

*****************************************
              বিশেষ ছড়া সংখ্যা কত
                      পর্ব -০৬

           মন ভরালো পৌষের সকাল
          মরশুমি ফুলের সুগন্ধি বাহার
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
              Doinik Sabder Methopath
              Vol -226. Dt -19.12.2020
              ৪ঠা পৌষ,১৪২৭. শনিবার
################################
১.
ফুলের মেলা
নন্দিনী সরকার



শীতের ভোরে বাগানে গিয়ে
দাঁড়িয়ে যখন থাকি,
ডালিয়া শুধোয় কেমন আছো?
মুখটা তোমার দেখি-
মল্লিকা দল করে খল খল,
নানা রঙে ফুটে হাসে,
গোলাপ মনে প্রেমের বাসর
সাজিয়েই ভালোবাসে।
সকল কাজে গাঁদার মালা
গায়ে হলুদ মাখা,
বিদেশিনীরাও হাজির হলো
প্যানজি মেলে পাখা।
পিটুনিয়া, গ্ল্যাডিওলাস
মনে মনে ভাবে,
এবার লড়াই সমান তালে
ফুলের মেলায় হবে।
সেরার সেরা শিরোপাটা 
কার গলাতে ঝোলে?
অহঙ্কারী ব্ল্যাক প্রিন্সই
সোনার মেডেল পেলে। ।

--------------------/------
২.
ফুল
ফটিক চৌধুরী


স্বপ্ন দেখছি নাকি
করছি কিছু ভুল
বাড়ির বাগানে ফোটে
মরসুমি কত ফুল ?

চন্দ্রমল্লিকা
ডালিয়া আর গাঁদা
রজনীগন্ধা 
দেখে লাগে বেশ ধাঁধা।

টবের ফুল যেন
ফ্ল্যাটের থাকে বন্দি
মনের মেটে না আশ
যত কর সন্ধি।

তাইতো বাগানে এত
ফুলেদের ডালি
স্বপ্ন নয় এটা
লাগিয়েছে মালি।

মনটা ফুলের মতো
ফুটে থাকে সারাক্ষণ
হাসি আছে রাশি রাশি
খুশি হয় প্রাণমন।

-------------------/----
৩.
ফুলের জলসা
  তপনকুমার গোস্বামী 


              দেবু আমায় বলেছিল, 
              স্টেশন বালিঘাটে। 
              ফুলের মেলা বসবে এবার, 
              বকুলতলার মাঠে। 

              নামটি মেলার ভারি সুন্দর, 
              ফুলের জলসা। 
              উদ্বোধনে আসবে এবার, 
              বিনয়ভূষণ সা।  
              
              জিনিয়া, ডালিয়া আর কসমস, 
              বড়ই শোভা তার ! 
              দেখলে পরেই ভরে যায় মন, 
              রূপের কী বাহার ! 

              ফুলের মেলায় গিয়ে আমি, 
              অবাক হয়ে যাই। 
              চন্দ্রমল্লিকার নানান রূপ , 
              তুলনা তার নাই। 

-----------------------/--
৪.
শীতের বাগান
    চন্দন মাইতি



শীত ঋতু এলো রে,
বাজারেতে চলো রে।
সাজবে বাগান খানা,
ফুলগাছ হবে কেনা।
কিনতে হবেই গাঁদা গোলাপ,
নইলে হবে কথার খেলাপ।
সূয‍্যিমামা বলবে সে কী!
লাগাওনি কি সূর্য‍মুখী?
তাই দেখে চাঁদ বলবে একা,
লাগিও কিন্তু চন্দ্রমল্লিকা।
বাড়বে শোভা বাগান খানার,
ফুটবে যখন পিটুনিয়া,জিনিয়া,ডালিয়া ও চেস্টার।
রঙিন রঙিন প্রজাপ্রতি করবে কত খেলা,
পুঁততে হবে শালভিয়া,কসমস আর ক‍্যালেন্ডুলা।
এমন ফুলে ভরা বাগান খানা দেখে,
হৃদয় সবার আনন্দেতে উঠবে নেচে নেচে।

-------------------/------
৫.
অপরূপের মুকুট
শ্রাবণী বসু



কে ব'লে যায় লালগাঁদাকে 
শীত এসেছে , চোখ খোলো,
ছোটো পাতার হাজার ভাঁজে
 ফুলের কুঁড়ি মুখ তোলো।।

চাঁদবদনী মল্লিকা গো
ঊর্ধ্বধাবক ফুলকুমারী
শিশির-স্নাত পাপড়ি মেলো
বলে অলি - সয়না দেরী।।

সূর্যমুখী তোমায় দেখে
নেমে এলো আকাশখানা,
আসন পেতে বসতে দিও
অহংকারে 'না 'বোলোনা ।।

শীতবাগানে রঙের মেলা
রংবাহারী হাজার সাজ,
ফুলের মাথায় কে পরালো
অপরূপের মুকুট আজ।।

--------------------/------
৬.
শীত বিলাসী
পুষ্প সাঁতরা 
                                                    
ঘোমটা ঢাকা ফুলের মুখটি 
রোদ পোহাবে গাঁদা, 
চোখ টিপে হেসে ওঠে 
ফোটা মল্লি দাদা ।
পিটুনিয়ার রঙের বাহার 
চোখে ধাঁ ধা লাগে 
দল বেঁধে থাকি সবাই 
ফুটি সবার আগে। 
ডালিয়ার পিসতুতো বোন 
সালভিয়া সুন্দরী 
বাগান আমার সাজিয়েছি 
সব্বাই যে রঙপরী। 
চৌহদ্দিতে করম রানী 
সীমানা ঘিরে রাখে 
কসমস তো ঢ্যাংগা দিদি 
ঝাঁকের ভিতর থাকে। 
বুড়ো দাদাভাই এসটার 
খায় বেশী সার জল 
খোলতাই হয় শরীর খানা 
হেসে ওঠে খলবল 
মরসুমী ফুল শীত বিলাসী 
রঙবাহারী মন 
বাগান আমার ভালবাসা 
শীতের নিবেদন .

------------------/-------
৭.
মরশুমি ফুলের মেলা !
           গোবিন্দ মোদক
 
শীত আসলেই বাগান জুড়ে 
বসে ফুলের মেলা, 
রামধনু রঙ ছড়িয়ে যেন
প্রজাপতির খেলা !

হরেক রঙের গাঁদা ফুটে
বাগানটা যে আলো,
কত প্রজাতির গোলাপ ফুল
দেখতে লাগে ভালো !

চন্দ্রমল্লিকা হেসে হেসে 
সূর্যটাকে ডাকে, 
লজ্জা পেয়ে ডালিয়া তাই 
দূরে চেয়ে থাকে !

বাগান জুড়ে আলো ছড়ায় 
মরশুমি সব ফুল,
খোকা-খুকু হাততালি দেয় 
খুশিতে মশগুল !!

-----------------/-------
৮.
জয়ী
কোয়েলী বসু


উত্তুরে হাওয়া বয়,
ঝরা পাতা নেচে যায়,
জবুথবু গাছগুলি
হাসিখুশী ফুলগুলি।
কুয়াশা চাদরে ঢাকা
সারি সারি মল্লিকা।
কমলা, হলুদে গাঁদা,
"এবার সর না দাদা। "
মিঠে রোদ উঁকি মারে,
বাগানের পুবধারে ।
চোখ মেলে ডালিয়া 
অবাক পিটুনিয়া ।
গোলাপের সুবাসে
শীত বুড়ি কাঁপে হাসে।
মালিদাদা ডাকে সবে 
"ওঠো ওঠো ওঠো" রবে।
আজ সেই উত্সব
প্রদর্শনী ,কলরব।
এতো খুশী চারিদিকে,
তবু মনে ব্যথা জাগে।
জনহীন উত্সব 
অতিমারি ভয়ানক।
জেগে আছে বিশ্বাস,
ভালো রাখার আশ্বাস।
কেটে যাক দুর্যোগ
আমাদের জয় হোক।

----------------//-------------

৯.
ফুলের কথা 
মধুমিতা নস্কর 


শীতের ফুল দেখতে সেদিন 
গেলাম পুষ্পমেলায়।
ফুলের দল আদর করে 
ডাকল সন্ধ্যেবেলায় !  


 হাসিমুখে যেই না আমি 
মোড় ফিরেছি বাঁয়। 
কসমস আর প্যান্সি দেখি
পিটপিটিয়ে চায়।

বলল তারা এগিয়ে দেখো
আছে আরও কারা।
তোমার মন ভোলাতে পারে
ডালিয়া নজরকাড়া। 

জিনিয়া গোলাপ কৃষ্ণকলি
ওদের কথা কী আর বলি।
চন্দ্রমল্লিকা পিটুনিয়াও 
ছড়িয়ে আছে অলিগলি। 

---------------//------
১০.
ফুলের হাসি ফুলের কথা
                    সুব্রত ভট্টাচার্য 


হিমেল হাওয়া বইছে, দেখি 
এল শীতের বেলা । 
এখান ওখান সেখানে হচ্ছে 
রঙিন ফুলের মেলা ! 

ফুলের মেলায় হারিয়ে গিয়ে 
দেখি ফুলের হাসি । 
হাসির সাথে কথা উপহার 
পাই যে পাশাপাশি ! 

হলুদ গাঁদা বলে, ছিল
আফ্রিকাতে বাস । 
আমেরিকায় রক্ত গাঁদার 
আদি নিবাস । 

জিনিয়া, ডালিয়া, কসমসেরা 
বলল আমায় ডেকে ----
মেক্সিকো থেকে আমরা এসেছি 
চন্দ্রমল্লিকা চিন থেকে ! 

-------------------//------------------//-------------------






 

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...