Sunday, 6 December 2020

দৈনিক শব্দের মেঠোপথ

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
             জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য
              মণিশঙ্কর মুখোপাধ্যায় (শঙ্কর)
                    নেয়াম চমস্কি
==============||||||===============
      Doinik sabder methopath
       Vol - 214. Dt - 07.12.2020
        ২১ অগ্রহায়ণ,১৪২৭. সোমবার
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷||||||÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
নিজের লেখা সম্পর্কে যিনি ঘোষণা করেছেন-
"তাঁর যে কোনও সৃষ্টি তাঁর কাছে সন্তানের মতো। কন্যাকে কোথাও দান করলে গোত্রনাশ হওয়ার যে আশঙ্কা থাকে, সেটা এক্ষেত্রে তিনি অনুভব করেননি।"
শংকর ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর যশোরের বনগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগেই চলে যান কলকাতার ওপারে হাওড়ায়। সেখানেই শংকরের বেড়ে ওঠা, পড়াশোনা ও সাহিত্য সাধনার শুরু। জীবনের শুরুতে কখনো ফেরিওয়ালা, টাইপরাইটার ক্লিনার, কখনো প্রাইভেট টিউশনি, কখনো শিক্ষকতা অথবা জুট ব্রোকারের কনিষ্ঠ কেরানিগিরি করেছেন। এক ইংরেজের অনুপ্রেরণায় শুরু করেন লেখালেখি।

সাহিত্য জীবন 
শংকরের প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে।অল্প বয়সে কত অজানারে বইটি লিখে জনপ্রিয়তা লাভ করেন।[৩] বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় তার সীমাবদ্ধ এবং জন অরণ্য উপন্যাসের কাহিনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার চৌরঙ্গী উপন্যাস অবলম্বনেও চলচ্চিত্র নির্মিত হয়েছে। এতে মুখ্য চরিত্র স্যাটা বোসের ভূমিকায় অভিনয় করেছেন উত্তম কুমার। সেই প্রসঙ্গে শংকর বললেন, "সত্যজিৎই আমাকে সকলের কাছে পৌঁছে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে।"২০১২ সাল পর্যন্ত চৌরঙ্গী উপন্যাসের ১১১তম সংস্করণ প্রকাশিত হয়েছে।বোধোদয় উপন্যাস প্রকাশের পর শংকরকে উৎসাহ-বাণী পাঠান শরদিন্দু বন্দ্যোপাধ্যায়: "ব্রাইট বোল্ড বেপরোয়া"। ভাবনা বা প্রকাশভঙ্গিতে এ-উপন্যাস নিজের অন্য লেখালেখি থেকে অনেকটাই অন্য রকম হওয়ায় তখন তা পড়তে দিয়েছিলেন মুম্বইবাসী শরদিন্দুকে, পড়ে তিনি বলেছিলেন "তোমার এই লেখায় জননী-জন্মভূমিকেই আমি সারাক্ষণ উপলব্ধি করলাম।" এই বই সম্পর্কে শংকর বলেন, "পাঠকমহলের নিন্দা ও প্রশংসার ডালি নিয়ে আমি নিজেও একসময় বোধোদয়-কে ভালবাসতে শুরু করেছি।" সত্তর দশকের অশান্ত কলকাতা নিয়ে তার ‘স্থানীয় সংবাদ’ উপন্যাসটি এবং ‘সুবর্ণ সুযোগ’— এই তিনটি উপন্যাস মিলিয়ে আগে প্রকাশিত হয়েছিল যে উপন্যাস-সংগ্রহ জন্মভূমি, সম্প্রতি[কখন?] প্রকাশিত হল তার ১০২তম সংস্করণ।

গ্রন্থ তালিকা 
রসবতী,বঙ্গ বসুন্ধরা
চরণ ছুঁয়ে যাই
শ্রী শ্রী রামকৃষ্ণ রহস্যামৃত
মনজঙ্গল
রূপতাপস
মরুভূমি
আশা-আকাঙ্ক্ষা
তীরন্দাজ
পটভূমি
কামনা বাসনা
অনেক দূর
সুখ সাগর
সীমন্ত সংবাদ
চৌরঙ্গী
একদিন হঠাৎ
মুক্তির স্বাদ
কাজ
নবীনা
এবিসিডি
যেখানে যেমন
বাংলার মেয়ে
এক ব্যাগ শংকর
ঘরের মধ্যে ঘর
সোনার সংসার
মাথার উপর ছাদ
মানবসাগর তীরে
সুবর্ণ সুযোগ
সীমাবদ্ধ
স্থানীয় সংবাদ
এপার বাংলা ওপার বাংলা
নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি
বোধোদয়
এক দুই তিন
সার্থক জনম
মানচিত্র
যোগ বিয়োগ গুন ভাগ
পাত্র-পাত্রী
পদ্মপাতায় জল
যা বলো তাই বলো
কত অজানারে
বিত্তবাসনা
সম্রাট ও সুন্দরী
মান সম্মান
হনিমুন
নগরনন্দিনী
জন অরণ্য
এক যে ছিল দেশ
লক্ষ্মীর সন্ধানে
সপ্তসাগর পারে
অবসরিকা
স্বর্গ মর্ত পাতাল
তনয়া
চিরকালের উপকথা
সহসা
সম্মাননা

২০১৬ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট সম্মান।
২০১৯ সালে তাকে ১ বছরের জন্য কলকাতার শেরিফ পদে মনোনয়ন দেওয়া হয়।
২০১৯ সালে সাহিত্য একাডেমী পুরস্কার পান।


কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার নোয়েল ফ্রেডরিক বারওয়েলের অধীনেও কাজ করেছেন শংকর। ১৯৫৩–তে বারওয়েলের মৃত্যুর পরেই লেখালিখিতে পাকাপাকি ভাবে চলে আসেন তিনি। ‘চৌরঙ্গী’, ‘জনঅরণ্য’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’, ‘সীমাবদ্ধ’ ‘কত অজানারে’ সমেত অসংখ্য জনপ্রিয় বইয়ের প্রণেতাও শংকর।
----------------------_-------------------------
নেয়াম চমস্কি

চম্‌স্কি মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এক মধ্যবিত্ত আশকেনাজি ইহুদী অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তিনি ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতোকত্তর পর্যায়ে পড়াশোনা করেন। সেখান থেকে তিনি পরবর্তীতে ১৯৫৫ সালে ভাষাবিজ্ঞানে ডক্টরেট সনদ লাভ করেন। তার উপদেষ্টা ছিলেন মার্কিন ভাষাবিজ্ঞানী জেলিগ হ্যারিস। স্নাতোকত্তর পর্যায়ে পড়াশোনা করার সময় চম্‌স্কি ১৯৫১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত হার্ভার্ড ইউনিভার্সিটি নামক মার্কিন বিশ্ববিদ্যালয়ে কনিষ্ঠ গবেষণাকর্মী (Junior research fellow) হিসেবে কাজ করেন। ১৯৫৫ সালে তিনি ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি নামক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফরাসি ও জার্মান ভাষার প্রশিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৭৬ সালে তিনি সেখানকার ভাষাবিজ্ঞানের ইন্সটিটিউট অধ্যাপক পদ লাভ করেন।

বিগত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে ভাষাবিজ্ঞান শাস্ত্রে চম্‌স্কির কাজ গভীর প্রভাব বিস্তার করে আসছে। তিনি ১৯৫৭ সালে তার সিন্ট্যাকটিক স্ট্রাকচার্স গ্রন্থে "রূপান্তরমূলক উৎপাদনশীল ব্যাকরণ" নামক তত্ত্বটির অবতারণা করেন, যা অনেকের মতে আধুনিক ভাষাবিজ্ঞানে এক "বিপ্লবের" সূচনা করে। চম্‌স্কি ভাষাবিজ্ঞানকে মানবমন-সংক্রান্ত গবেষণার কেন্দ্রে স্থাপন করেন। চম্‌স্কির আবির্ভাবের আগে বিংশ শতাব্দীর প্রথমার্ধে ভাষাবিজ্ঞানীরা বিভিন্ন ভাষার বহিঃস্থ কাঠামোর সাদৃশ্য-বৈসাদৃশ্য নিয়ে বেশি গবেষণা করতেন। তিনি ভাষা ও মানবমনের গবেষণাতে এই অভিজ্ঞতাবাদী ধারার সমালোচনা করেন এবং যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির সমর্থনে যুক্তি দেন। তার মতে প্রতিটি মানব শিশু জন্মের সময়েই যেকোনও ভাষা অর্জন করার ক্ষমতার মূল উৎপাদনশীল নিয়মগুলি নিয়ে জন্মগ্রহণ করে। এই বিশ্বজনীন নিয়মগুলি মানুষের অবচেতন মনে অবস্থান করে এবং ভাষাবিজ্ঞানীদের কাজ হল স্বজ্ঞা ও যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে এই নিয়মগুলির প্রকৃতি উদ্ঘাটন করা। কেবল ভাষাবিজ্ঞান নয়, চম্‌স্কি বোধন বিজ্ঞান এবং মন ও ভাষার দর্শন শাস্ত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার এই তাত্ত্বিক অবদানগুলি বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে "বোধনবৈজ্ঞানিক বিপ্লবের" সূচনা করে ও এর ক্রমবিকাশে শক্তিশালী ভূমিকা রাখে।

চম্‌স্কি রাজনৈতিক ভিন্নমতাবলম্বী হিসেবে মার্কিন আভ্যন্তরীণ রাজনীতি, বৈদেশিক নীতি ও বুদ্ধিজীবী সংস্কৃতির উপর তথাকথিত মার্কিন "অর্থনৈতিক অভিজাতদের" ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ করেন, যার সুবাদে বিশ্বব্যাপী অসংখ্য ভক্ত ও অনুরাগী অর্জন করেন। তিনি কিশোর বয়সেই স্থানীয় সংবাদপত্রে রাজনীতির উপর লিখতেন। কিন্তু রাজনীতি নিয়ে বেশি করে লেখালেখি শুরু করেন ১৯৬০-এর দশক থেকে। সেসময় দক্ষিণ-পূর্ব এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ছিল তার আলোচনার বিষয়। এরপর মার্কিন পররাষ্ট্র নীতির ব্যাপারে সাধারণ মার্কিন জনগণের ঐকমত্য "উৎপাদন" করার ব্যাপারে বিভিন্ন গণমাধ্যম ও শিক্ষায়তনিক সম্প্রদায়গুলির ভূমিকার তীক্ষ্ণ সমালোচনা করে অনেকগুলি গ্রন্থ রচনা করেন। চম্‌স্কি মার্কিন পররাষ্ট্রনীতির ধ্বংসাত্মক ফলাফলগুলি নিয়ে আলোচনা করেন এবং বলেন যে মার্কিন বুদ্ধিজীবীদের দায়িত্ব হল মার্কিন সরকারের অনৈতিক নীতিগুলির যৌক্তিক সমালোচনা করা এবং এই নীতিগুলিকে পরাস্ত করার লক্ষ্যে ব্যবহারিক রাজনৈতিক কৌশল অনুসন্ধান করা। রাজনৈতিকভাবে চম্‌স্কি ব্যক্তিস্বাতন্ত্র্যভিত্তিক সমাজতন্ত্র ও নৈরাজ্যমূলক শ্রমিকসংঘবাদের অনুসারী।

জীবনী 
চম্‌স্কির জন্ম পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া শহরে। তার বাবা উইলিয়াম চম্‌স্কি ছিলেন এক হিব্রু পণ্ডিতের সন্তান ও ইউক্রেনের এক শহর থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন; অন্যদিকে তার মা এলজি চম্‌স্কি (পূর্বনাম সিমনফস্কি) বেলারুস অঞ্চল থেকে আসলেও যুক্তরাষ্ট্রেই বেড়ে ওঠেন এবং তিনি সাধারণ "নিউ ইয়র্ক উপভাষা"-তেই কথা বলতেন।

গ্রন্থতালিকা 
ভাষাবিজ্ঞান 
চম্‌স্কির সম্পূর্ণ গ্রন্থতালিকা দেখুন তাঁর এমআইটি-র পাতায়।

চম্‌স্কি (১৯৫১)। Morphophonemics of Modern Hebrew। স্নাতকোত্তর সন্দর্ভ, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া।
চম্‌স্কি (১৯৫৫)। Logical Structure of Linguistic Theory। এমআইটি মানববিদ্যা লাইব্রেরি। মাইক্রোফিল্ম।
চম্‌স্কি (১৯৫৫)। Transformational Analysis. পিএইচডি অধিসন্দর্ভ , ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া।
চম্‌স্কি, নোম, মরিস হালে ও ফ্রেড লুকফ (১৯৫৬)। "On accent and juncture in English"। For Roman Jakobson-এ। দ্য হেগ: মুতঁ।
চম্‌স্কি (১৯৫৭)। Syntactic Structures. The Hague: Mouton. Reprint. Berlin and New York (1985).
চম্‌স্কি (১৯৬৪)। Current Issues in Linguistic Theory.
চম্‌স্কি (১৯৬৫)। Aspects of the Theory of Syntax. Cambridge: The MIT Press.
চম্‌স্কি (১৯৬৫)। Cartesian Linguistics. New York: Harper and Row. Reprint. Cartesian Linguistics. A Chapter in the History of Rationalist Thought. Lanham, Maryland: University Press of America, 1986.
চম্‌স্কি (১৯৬৬)। Topics in the Theory of Generative Grammar.
চম্‌স্কি, নোম, এবং মরিস হালে (১৯৬৮). The Sound Pattern of English. New York: Harper & Row.
চম্‌স্কি (১৯৬৮)। Language and Mind.
চম্‌স্কি (১৯৭২)। Studies on Semantics in Generative Grammar.
চম্‌স্কি (১৯৭৫)। The Logical Structure of Linguistic Theory.
চম্‌স্কি (১৯৭৫)। Reflections on Language.
চম্‌স্কি (১৯৭৭)। Essays on Form and Interpretation.
চম্‌স্কি (১৯৭৯)। Morphophonemics of Modern Hebrew.
চম্‌স্কি (১৯৮০)। Rules and Representations.
চম্‌স্কি (১৯৮১)। Lectures on Government and Binding: The Pisa Lectures. Holland: Foris Publications. Reprint. 7th Edition. Berlin and New York: Mouton de Gruyter, 1993.
চম্‌স্কি (১৯৮২)। Some Concepts and Consequences of the Theory of Government and Binding.
চম্‌স্কি (১৯৮২)। Language and the Study of Mind.
চম্‌স্কি (১৯৮২)। Noam Chomsky on The Generative Enterprise, A discussion with Riny Hyybregts and Henk van Riemsdijk.
চম্‌স্কি (১৯৮৪)। Modular Approaches to the Study of the Mind.
চম্‌স্কি (১৯৮৬)। Knowledge of Language: Its Nature, Origin, and Use.
চম্‌স্কি (১৯৮৬)। Barriers. Linguistic Inquiry Monograph Thirteen. Cambridge, MA and London: The MIT Press.
চম্‌স্কি (১৯৯৩)। Language and Thought.
চম্‌স্কি (১৯৯৫)। The Minimalist Program. Cambridge, MA: The MIT Press.
চম্‌স্কি (১৯৯৮)। On Language.
চম্‌স্কি (২০০০)। New Horizons in the Study of Language and Mind.
চম্‌স্কি (২০০০)। The Architecture of Language (Mukherji, et al, eds.).
চম্‌স্কি (২০০১)। On Nature and Language (Adriana Belletti and Luigi Rizzi, ed.).
কম্পিউটার বিজ্ঞান :
Chomsky (1956)। Three models for the description of language. I.R.E. Transactions on Information Theory, vol. IT-2, no. 3: 113-24.
রাজনীতি:
(1969)। American Power and the New Mandarins
(1970)। "Notes on Anarchism," New York Review of Books
(1970)। At war with Asia
(1970)। Two essays on Cambodia
(1971)। Chomsky: selected readings
(1971)। Problems of knowledge and freedom
(1973)। For reasons of state
(1974)। Peace in the Middle East? Reflections on justice and nationhood
(1976)। Intellectuals and the state
(1978)। Human Rights and American Foreign Policy
(1979)। With Edward Herman, After the cataclysm: postwar Indochina and the reconstruction of imperial ideology
(1979)। Language and responsibility
(1979)। With Edward Herman, The Washington connection and Third World fascism
(1981)। Radical priorities
(1982)। Superpowers in collision: the cold war now
(1982)। Towards a new cold war: essays on the current crisis and how we got there
(1983)। The fateful triangle: the United States, Israel, and the Palestinians
(1985)। Turning the tide : U.S. intervention in Central America and the struggle for peace
(1986)। Pirates & emperors: international terrorism in the real world
(1986)। The race to destruction: its rational basis
(1987)। The Chomsky reader
(1987)। On Power and Ideology
(1987)। Turning the tide: the U.S. and Latin America
(1988)। The Culture of Terrorism
(1988)। Language and Politics
(1988)। With Edward Herman, Manufacturing consent: the political economy of the mass media
(1989)। Necessary Illusions
(1991)। Terrorizing the Neighborhood
(1992)। What Uncle Sam really wants
(1992)। Chronicles of dissent
(1992)। Deterring democracy
(1993)। Letters from Lexington: reflections on propaganda
(1993)। The prosperous few and the restless many
(1993)। Rethinking Camelot: JFK, the Vietnam War, and U.S. political culture
(1993)। World order and its rules: variations on some themes
(1993)। Year 501: the conquest continues
(1994)। Keeping the rabble in line
(1994)। Secrets, lies, and democracy
(1994)। World orders, old and new
(1995)। Secrets, lies, and democracy
(1996)। Powers and prospects: reflections on human nature and the social order
(1996)। Class warfare
(1997)। Media control: the spectacular achievements of propaganda
(1997)। One chapter, The Cold War and the University
(1998)। The Culture of Terrorism
(1999)। The new military humanism: lesssons from Kosovo
(1999)। Profits over people
(1999)। The fateful triangle
(2000)। Rogue States
(2001)। Propaganda and the public mind
(2001)। 9-11
(2002)। Understanding Power: the indispensable Noam Chomsky
(2002)। Media control
(2003)। Hegemony or Survival: America's Quest for Global Dominance
(2005)। Chomsky on anarchism
(2006)। Failed States : The Abuse of Power and the Assault on Democracy
চলচ্চিত্র:
Manufacturing Consent: Noam Chomsky and the Media (1992)
Distorted Morality — America's War On Terror?, Director: John Junkermann, Japan 2003
Noam Chomsky: Rebel Without a Pause (TV), Director: Will Pascoe, 2003
The Corporation Director: Jennifer Abbott and Mark Achbar (2003)
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...