সময়টা ছিল ২১ অক্টোবর ১৮৯৭ সাল। প্রিয় পদ্মা বোটে চলেছেন ঠাকুরবাড়ির ছোট জমিদার রবীন্দ্রনাথ সঙ্গে ৮ বছরের পুত্র রথীন্দ্রনাথ । রোদ ঝলমলে শরৎ শেষে হেমন্তের দিন। গত দিন মেঘলা মাঝে মাঝে বৃষ্টি হয়ে গেছে। ক্যানেল পথে রাত্রিযাপন হয়েছে গতদিন। আজ আর নয় দীর্ঘ জলপথ হিজলি টাইড্যাল ক্যানেল ধরে ভোট এগিয়ে চলে উড়িষ্যার দিকে। লেখনীতে লেখা হল "শ্রেষ্ঠভিক্ষা' কবিতা. খেজুরি পেরিয়ে কালিনগরের বাগদা খাল .. উড়িষ্যা কোস্ট ক্যানেল ধরে বালেশ্বর ... ফেরার ইতিহাস আর জানা যায়নি। ক্যানেলের গতিপথে সময়ের স্রোত বেয়ে প্রবাহিত হয়েছে পলি -বালি- নুড়ি --কত কিছু--. কিন্তু রয়ে গেছে সেই পুরনো স্মৃতি। যাত্রাপথের ১২৫ তম বর্ষ - ২১ অক্টোবর ২০২১. বৃস্পতিবার অর্থাৎ আজ হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েত অনুষ্ঠান হলে দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার উদ্যোগে বিকেল ৩.০০টা থেকে উদযাপিত হল ,সেই বিশেষ স্মৃতির মুহূর্ত গুলো - আলোচনায় - গানে- নাচে- কবিতায় - কথায়- ও প্রদর্শনীর মাধ্যমে। সভাপতিত্ব করেন ড. রাম চন্দ্র মন্ডল. মুখ্য আলোচক ড. প্রবাল কান্তি হাজরা. এছাড়া আলোচনায় অংশ নিয়েছিলেন শ্রী স্বপন কুমার মন্ডল, শ্রী রনজিৎ দাশ, শ্রী গৌরচাঁদ পাত্র, শ্রী অজিত জানা। বাচিক বিন্যাস - শ্রী বিমান কুমার নায়ক , শ্রী দুর্গা দাস । শ্রেষ্ঠভিক্ষা কবিতাটি পাঠ করে শোনান শ্রী জয়দেব মাইতি। সংগীতে ছিলেন অনিন্দিতা জানা, তনুশ্রী কর জানা, শান্তম জানা ও শুভশ্রী পন্ডা। সংগতি রবীন্দ্রনাথ প্রধান। নৃত্য পরিবেশনায়- মধুরিমা পড়িয়া, সঞ্চিতা ভূঁইয়া ও শুভশ্রী পন্ডা। নিবেদিত কবিতা পাঠ - দুরন্ত বিজলী ও অনিল সাহু । অনুষ্ঠানের প্রতিক্রিয়া জ্ঞাপন - সুমন নারায়ণ বাকরা, সুদর্শন সেন, কানাইলাল জানা, ধীরেন্দ্রনাথ প্রধান, শোভন কুমার মাইতি, সমীর পন্ডা ও মহামায়া গোল। রবীন্দ্রনাথের নানান বিষয় নিয়ে পেপারকাটিংয়ের প্রদর্শনী - মধুসূদন জানা। শিল্প ভাবনায় - উত্তম গুড়িয়া ও কমলা কান্ত পাল। অনুষ্ঠান পরিকল্পনা , সঞ্চালনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন - দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার মুখ্য সম্পাদক - ড. বিষ্ণু পদ জানা। ২১.১০.২০২১. সবার মতে খেজুরির প্রথম উদ্যোগ এবং পত্রিকার মৌলিক প্রয়াস। আগামী দিনে রবীন্দ্রচর্চা আরো বৃদ্ধি পাবে। ২৫ শে বৈশাখ ও ২২ শে শ্রাবন ছাড়া আরও একটি দিন খুঁজে পাওয়া গেল - রবীন্দ্র চর্চার মাধ্যম হিসেবে। রুচিসম্মত পরিশীলিন এই অনুষ্ঠানের সাফল্য সবাই কামনা করেছেন। প্রতীকী পদ্মা বোট ড. বিষ্ণু পদ জানা, সভাপতি মহাশয় এর হাতে তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
Subscribe to:
Post Comments (Atom)
শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় । একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.
সুনীতিকুমার চট্টোপাধ্যায় (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭) একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ. মধ্যবিত্ত পরিবারের সন্...
-
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তীতে দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার উদ্যোগে পরিবারের সঙ্গে ৮ম মাসিক সাহিত্য বিকেলের আড্ডা ও বর্ণ...
-
মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৩৮ সালে বাংলাদেশের সিলেটে। তুলনামূলক সাহিত্য, ভারতীয় নন্দনতত্ত্ব, ললিতকলার ইতিহাস নিয়ে তিনি পড়াশোন...
-
১৯৫৫ সালে মৃণাল সেনের প্রথম পরিচালিত ছবি রাত-ভোর মুক্তি পায়। এই ছবিটি বেশি সাফল্য পায় নি। তাঁর দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে তাকে স্থানীয...
No comments:
Post a Comment