Sunday, 21 November 2021

বিশেষ প্রতিবেদন। "খেজুরীর কথা" সাহিত্য পত্রিকা প্রকাশ ও সাহিত্য বাসর । আয়োজনে - খেজুরী সাহিত্য সম্মিলনী। ২১.১১.২০২১. Vol -563. The blogger in literature e-magazine




*খেজুরী সাহিত্য সম্মিলনী'র "খেজুরীর কথা" পত্রিকা প্রকাশ ও সাহিত্য বাসর।


 খেজুরী সাহিত্য সম্মিলনী'র উদ্যোগে খেজুরীর পূর্বচড়ায় নেতাজী পাঠচক্রের স্বামীজী ভবনে ৭ম বর্ষ ৫ম সংখ্যা খেজুরীর কথা শারদীয়া সংখ্যা প্রকাশ, বিজয়া সম্মেলনী ও সাহিত্য বাসর অনুষ্ঠানের আয়োজন করা হয়।  সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি সুমন নারায়ন বাকরা। সবাইকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে সভার কাজ শুরু করেন। বিশ্বব্যাপী করোনা অতি মারীতে শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও স্বাস্থ্য ক্ষেত্রে যারা গত হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।  পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় - কবি ও সাহিত্যিক বুদ্ধদেব দাশগুপ্ত, বুদ্ধদেব গুহ, অভিনেতা ও বাচিকশিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মেদিনীপুরের কৃতিসন্তান খেজুরির জাহানাবাদ গ্রামে জন্ম শিক্ষাব্রতী ও শিক্ষাবিদ প্রধান শিক্ষক হরিপদ মন্ডল মহোদয়ের প্রতিমূর্তিতে। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শ্রদ্ধা ভাজন শ্রী স্বপন কুমার মন্ডল মহোদয়। সদস্যদের মধ্যে সংস্থার ভালো-মন্দ ও আগামী কর্মসূচি নিয়ে আলোচনা করেন পার্থসারথি দাশ, ড. প্রবালকান্তি হাজরা,ড. অসীম কুমার মান্না, ড. রামচন্দ্র মন্ডল,  রণজিৎ দাশ,  সুদর্শন সেন,শক্তিপদ মাইতি, ধীরেন্দ্রনাথ প্রধান, নিশিকান্ত ভূঞ্যা , মহামায়া গোল,  দুর্গা দাস, প্রমুখরা । এছাড়া জয়দেব মাইতি,, পৃতুপর্না গোল , মধুসূদন জানা,  ,রবীন্দ্রনাথ দাস অধিকারী , সমরেশ পড়্যা, বৃন্দাবন দাস অধিকারী , ভোলানাথ পাল প্রমুখ ছড়া ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন। সঙ্গীত পরিবেশন করেন স্বপন মন্ডল। খেজুরী সাহিত্য সম্মিলনী'র ৭ম বর্ষ শারদীয়া সংখ্যা খেজুরীর কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন ড. রামচন্দ্র মন্ডল, সহযোগিতা করেন  সম্পাদক ড. বিষ্ণুপদ জানা মোট ৪০ জন লেখক, তাদের লেখায় সমৃদ্ধ হয়েছে পত্রিকা। প্রবন্ধ-নিবন্ধ, কৃতি কথা, ধর্মকথা খেজুরি তে আগত মনীষী, সাহিত্য বিষয়ক রম্য রচনা নাট্যচর্চা পরিবেশ ও প্রকৃতি লোকসাহিত্য খেজুরির পর্যটন বিজ্ঞান বিষয় বৈচিত্রের নানান লেখায় ভরে উঠেছে পত্রিকার অবয়ব। বিশেষভাবে সংযোজিত হয়েছে উজ্জ্বল উদ্ধার অংশ টি। যা প্রতিটি সংখ্যার বিশেষত্ব। স্মরণ করা হয়েছে খেজুরির ৩জন কৃতি সন্তান কে। অতুলচন্দ্র মেইকাপ, আভা মাইতি ও হরিপদ মন্ডল । বিশেষভাবে সংযোজিত হয়েছে খেজুরি তে সংঘটিত সাহিত্য - সংস্কৃতি বিষয়ক বার্ষিক সংবাদ। প্রচ্ছদ এঁকেছেন খেজুরির কৃতিসন্তান ভগীরথ সর্দর । ১০০ পৃষ্ঠার সমন্বিত । মূল্য ১০০/- টাকা। সম্পাদক তার বক্তব্যে বলেন - খেজুরী সাহিত্য সম্মিলনী খেজুরীর বিভিন্ন প্রান্তে সারা বছর ধরেই সাহিত্য বাসর,  গ্রন্থ প্রকাশ, আলোচনা সভা, বিশেষ বিশেষ দিবস পালন, দেওয়াল পত্রিকা,  প্রকাশ ইত্যাদির আয়োজন করে থাকে। আগামীদিনে আমরা ' খেজুরীতে আগত গুণীজন ' ,  ' খেজুরীর মণীষা ' ইত্যাদি বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নিয়েছি। সম্মিলনীর উদ্যোগে বইমেলা করার ইচ্ছে অনেকেই প্রকাশ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১  ফেব্রুয়ারি উদাখালী বিশ্রামাগারের অনুষ্ঠান ও রাখি পূর্ণিমার দিন খেজুরি কলেজ অথবা বিদ্যাপীঠ স্কুলের অনুষ্ঠানের আয়োজন করার কথা আলোচনা হয়। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিষয়ভিত্তিক আলোচনা সভা করার  উদ্যোগ নেওয়া হবে জানান হয়। পত্রিকার ভালো-মন্দ নিয়ে অনেক আলোচনা করেন। ইতিবাচক সমস্ত দিক উঠে আসে। আমি কর্মসূচি নিয়ে ডিসেম্বরের ফাস্ট উইকে খেজুরি কলেজ মিটিং ডাকার কথা বলা হয়। অধিক সংখ্যক মেম্বারদের সাহিত্য অনুরাগী করতে হবে। সম্ভব হলে একটি কলা কেন্দ্র স্থাপনের কথা হয়, এখানে আবৃত্তি ছড়া-কবিতা আঁকা লেখা নাচ-গান নাটক প্রভৃতি বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। সংস্থার কাজকর্ম কে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং আজকের সভা সার্থক হোক এই কথা বলে সভাপতি মহাশয় সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক আজকের সভার কাজ শেষ করেন ‌‌।  
======{{==========={{{{{{==========

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...