(জন্ম: ৩১ অক্টোবর ১৯৩১ - মৃত্যু: ১৮ মে ১৯৯৯)
একজন বাঙালি গায়িকা। পিতা জীবনকৃষ্ণ মজুমদার। তার প্রাথমিক শিক্ষা পিতার কাছে। তিনি মূলত ছড়ার গান গাওয়ার জন্য বিখ্যাত.
জন্ম হয় বর্তমান মায়ানমারের রেঙ্গুনে। আদি নিবাস অসমের ডিগবয়ে। ছোটবেলায় কলকাতার আকাশবাণীতে শিশুমহলে গান গাইতেন। ১৯৫০ খ্রিস্টাব্দে আকাশবাণীর গল্পদাদুর আসরে প্রথম গান করেন। ১৯৫৪ খ্রিষ্টাব্দে কলম্বিয়া রেকর্ড কম্পানি থেকে তার প্রথম রেকর্ড বের হয় প্রবীর মজুমদারের কথা ও সুরে কাটুম-কুটুম । তিনি ১৯৫৬ খ্রিষ্টাব্দ থেকে আকাশবাণীর নিয়মিত শিল্পী ছিলেন ।
যোগীন্দ্রনাথ সরকারের জন্মশতবর্ষে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রভৃতি কয়েকজন সাহিত্যিকের অনুরোধে অ-এ অজগর আসছে তেড়ে ও হারাধনের দশটি ছেলে রেকর্ড করেন । তার গাওয়া গানের প্রায় ১৫০টি রেকর্ড বা ক্যাসেট আছে । ভাওয়াইয়াগানেও তিনি দক্ষ ছিলেন ।
=========∆∆∆∆∆∆∆∆∆==========