Tuesday, 29 October 2024

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি।প্রমথনাথ মিত্র । ভারতে বিপ্লবী প্রতিষ্ঠান সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি ব্যারিস্টার পি মিত্র নামেই অধিক পরিচিত ছিলেন।



প্রমথনাথ মিত্র
 (৩০ অক্টোবর ১৮৫৩ - ২৩ সেপ্টেম্বর ১৯১০)



 ভারতে বিপ্লবী প্রতিষ্ঠান সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি ব্যারিস্টার পি মিত্র নামেই অধিক পরিচিত ছিলেন। 

 পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার নৈহাটিতে ৩০ অক্টোবর ১৮৫৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বিপ্রদাস। ১৮৭৫ খ্রিষ্টাব্দে প্রমথনাথ ইংল্যান্ড থেকে ব্যারিস্টার হয়ে দেশে ফেরেন।যৌবনে বঙ্কিমচন্দ্রের অনুশীলনতত্ত্ব প্রমথনাথকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। তদুপরি বিলেতে অধ্যয়নকালে আয়ারল্যান্ড এবং রাশিয়ার বিপ্লবীদের কথা শুনে তিনি এ ব্যাপারে আরও উদ্দীপিত হন এবং দেশে ফিরে বিপ্লবী দল গঠন করার সংকল্প গ্রহণ করেন। সে সময়ে ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে যেসব গুপ্ত সমিতি কাজ করত।


ইংল্যান্ডে পড়াশোনা করবার সময়ে তিনি আয়ারল্যান্ড এবং রাশিয়ার বিপ্লবীদের কথা জানতে পারেন এবং দেশে ফিরে বিপ্লবী দল গঠনের সংকল্প করেন। বিংশ শতকের প্রথম দিকে যে সব গুপ্ত সমিতি দেশে প্রতিষ্ঠিত হয়েছিল তিনি তাদের মধ্যে সংযোগ রক্ষা করতেন।

 ২৪ মার্চ ১৯০২ খ্রিষ্টাব্দে তিনি সতীশচন্দ্র বসু দ্বারা প্রতিষ্ঠিত ভারত অনুশীলন সমিতির অধিকর্তা নির্বাচিত হন। পরে এই সমিতির নাম বদল করে শুধু অনুশীলন সমিতি রাখা হয়। প্রমথনাথ এই সমিতির আর্থিক দায়িত্ব নিয়েছিলেন। তিনি অনুশীলন সমিতির ঢাকা শাখারও ডিরেক্টর নির্বাচিত হয়েছিলেন। ঢাকা অনুশীলন সমিতির পুলিনবিহারী দাস তাঁরই প্রচেষ্টায় বিপ্লবী হয়েছিলেন।
শারীরিক শক্তির উন্মেষ, দেশ-বিদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসচর্চা এবং শিক্ষা, সংস্কৃতি ও চরিত্রগঠন ছিল অনুশীলন সমিতির মুখ্য কর্মসূচির অন্তর্ভুক্ত। পি মিত্র বাঙালিদের শারীরিক ব্যায়ামের ওপর জোর দিতেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে শরীর-গঠন ছাড়া কোনো বিপ্লবে সফলতা অর্জন করা যায় না। তিনি নিজে সমিতির যুবকদের ইতিহাস শেখাতেন। ১৯০৬ খ্রিষ্টাব্দে তিনি নিখিল বঙ্গ বৈপ্লবিক সমিতির এবং কলকাতায় সুবোধ মল্লিকের বাড়িতে অনুষ্ঠিত নিখিল বঙ্গ বিপ্লবী সম্মেলনের সভাপতি ছিলেন। তিনি বাঙালিদের শারীরিক ব্যায়ামের উপর গুরুত্ব দিতেন।

প্রমথনাথ হাইকোর্টে ব্যারিস্টারি করতেন। তিনি বন্ধু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে রিপন কলেজে অধ্যাপনার কাজ নেন। তিনি ভাল বক্তা এবং ইংরেজি লেখায় দক্ষ ছিলেন । তিনি কংগ্রেসে কোনদিন যোগ দেন নি। ১৮৮৩ খ্রিষ্টাব্দে তৎকালীন সরকার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে আদালত অবমাননার দায়ে কারাদণ্ড দিলে তিনি বহু লোকের দল যোগাড় করে কারাগার ভেঙে সুরেন্দ্রনাথকে উদ্ধারের পরিকল্পনা করেছিলেন।

রচনাবলী

উপন্যাস
যোগী

প্রবন্ধ গ্রন্থ :
তর্কতত্ত্ব
জাতি ও ধর্ম
হিস্ট্রি অফ দ্য ইন্টেলেকচুয়াল প্রগ্রেস অফ ইন্ডিয়া.

মৃত্যু - ২৩ সেপ্টেম্বর ১৯১০ খ্রিস্টাব্দে।






=========∆∆∆∆∆∆∆∆∆∆∆==========













No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...