Thursday, 17 September 2020

দৈনিক শব্দের মেঠোপথ

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
                    ছড়া সংখ্যা

                            পর্ব -৩

©©©©©©©©© !!!!!!!!!!!!!! ©©©©©©©©©
             Doinik Sabder Methopath
              Vol -134. Dt - 18.9.20
                 ১ লা আশ্বিন,১৪২৭. শুক্রবার
===============©©©©========≠===

পাগলা দাশু
ভবানীপ্রসাদ মজুমদার

পাগলা দশু পাগলা দাশু
হতেও পারে পাগল বা
সবার মনের আগল খুলে
 ভাগলপুরেই ভাগল্ বা।

পাগলা দশু পাগলা দাশু
আয় ফিরে তুই কোলকাতা
আবোল তাবোল লিখব ছড়া
খোল্ রে পাগল গোল -খাতা।
                             (সংগৃহীত)

--------------/------------------

কিচ্ছুটি বলবনা
রতনতনু ঘাটী

আমার তো আজ ভীষণ জ্বর জলপট্টি দেয় মাসি
বাড়ি ফিরেই দেখতে চাইছি তোমার মুখের হাসি
বলেই মায়ের অফিস -গাড়ি যেই হয়েছে হাওয়া
জল টলমল চোখে দেখেছি মায়ের চলে যাওয়া
আরো জোরে জ্বর আসুক না বলবনা কিচ্ছুটি
আমার জন্যে মা কবে নেয় আস্ত একটা ছুটি।
                      ( সংগৃহীত)

-----------------/------------------

নতুন সকাল নতুন দিন
রবীন্দ্রনাথ ভৌমিক

নতুন সকাল নতুন দিন
নতুন হয়ে এলো
নতুন রবি তাইতো সবাই
নতুন খবর পেলো।

নতুন ভোরে জাগল নুপুর
বাজলো নুপুর পায়
নতুন তালে নাচছে দুলে
দুলিয়ে কোমর তায়।
            (সংগৃহীত)
----------------/-------------

কবিতায় সারাদিন
অমৃতা ভট্টাচার্য

জোরে ছুটছি পড়ে উঠছি
কেটে যাচ্ছে রাতদিন
তবু দিনটা লাগে পানসে
ভারী ফ্যাকাশে তেরে বিন
কবে আসবি জলে ভাসবি
ডুবে কবিতায় সারাদিন?
          
              (সংগৃহীত)
-------------/--------------

শরৎ এর পরিচয়
শঙ্খ শুভ্র পাত্র

শরতের ঝিলমিল রোদে
প্রকৃতির মনোহর হাসি
ডেকে আমি বলেছি ওদের তোমাদের কত ভালবাসি।

নদীতীরে দুধ সাদা কাশ
বাতাসের ছোঁয়া পেয়ে নাচে
উপরের সুনীল আকাশ
মনে হয় তৈরি কাচের।

শিউলি সুবাসে মন ভরে
সুরে কেউ গাইছে ভোরাই
পদ্ম ফুটেছে সরোবরে
দেখে মন খুশিতে ওড়াই।
         
                ()সংগৃহীত)
-----------------/----------------

খিদে
ফটিক চৌধুরী

কিছু তো চাই
কিছু তো পাই
কিছু তো খাই
নইলে কিভাবে বাঁচবে?
কিছু না পেলে
সব কিছু ফেলে
খৈনি খেলে
হাঁচবে, শুধু হাঁচবে।
কথাটা সিধে
লাগলে খিদে
আছে অসুবিধে?
এখন তুমি কি করবে?
করো ধন্য
তোমার জন্য
এনেছি অন্ন
নইলে কি পেট ভরবে?

-----------/-------------------
জরদাপান
সুবীর ঘোষ

 খড়দা থেকে জরদা এনে
পান সেজেছে মিলি
সেই পানেরা বিমান চেপে
পৌঁছে গেছে চিলি ।

 চিলির সায়েব আর্মান্ডো
এমন অপোগন্ড
বুদ্ধিতে সে রাসভ কেবল
চেহারাতেই ষন্ড ।

 আর্মান্ডোর পিসির মেয়ে
গাব্রিয়েলা পারা
স্যালাড ভেবে পান খেয়ে সে
দিনে দেখল তারা ।

 পড়শি ছিল আগরওয়াল
বলল--জানি ম্যাজিক
জরদা আনাও পর্দা হাটাও
দেখো কী টেকনিক ।

 সবাই দেখে আগরওয়াল
সব ক’টা পান মুখে
আয়েশ করে চিবিয়ে যায়
অনন্ত এক সুখে ।

--------------/----------------

ছড়া 
নন্দিনী সরকার

মেঠো পথে চলো যাই গাঁয়ের ভেতর,
ছোটো ছোটো আল ধরে ঘাসের ওপর।
আকাশে মেঘের
 ভেলা ঐ ভেসে চলে-
আগমনী সুরে ওগো যেন ডেকে বলে-
মায়ের পরশে যাবে মলিনতা মুছে !
আলোক ফুটিবে ভবে কালো রাতি ঘুচে।
প্রকৃতি যে স্নেহময়ী শীতল পরশ!
ঢালিবে গো প্রাণ সুধা
অমৃত বরষ।
মানুষের পাশে থাকো মানুষ এ ভবে-
সত্য এ সার কথা জেনে নিও সবে।
নতুবা এ তরী খানি ডুবিবে সাগরে!
সভ্যতার দীপ নেভে তবে চিরতরে।

-----------------/------------------

আসছে শরৎ 
গোবিন্দ মোদক 

বর্ষা শেষে আসছে শরৎ 
আকাশ নীলে নীল, 
শাপলা-শালুক-পদ্ম ফুটে 
গর্বিত খাল-বিল !
নদীর ধারে একে একে 
উঠছে ফুটে কাশ , 
ক্যালেন্ডারে বলছে যেন 
আসছে শারদ মাস !
তাইতে বুঝি শিউলি-রাণী  
করছে ফুটি ফুটি ,
সবুজ বরণ ধানের ক্ষেতে 
হাওয়ার লুটোপুটি !
কুমোর-পাড়া ব্যস্ত এখন 
ঢাকী সাজায় ঢাক, 
ক'দিন পরে উঠবে বেজে 
তাকুড় নাকুড় তাক্ !

----------------/-----------
আগমনী 
   পার্থ সারথি চক্রবর্তী 


  আকাশে আজ মেঘের মেলা
  নিত্যনতুন রঙের খেলা
  কাশের বনে লাগল দোলা
  মন যে তাই আজ উতলা

  আসবে কবে খুশির বাহার
  ভাঙবে যত ভয়ের পাহাড়
  দু:খ কষ্ট হবেই দূর
  বাজবে মনে মধুর সুর

  নতুন দিনের স্বপ্ন দেখি
  নানান রকম আঁকিবুকি
  আগমনীর ভোরের গানে
  মা আসবেন সবার মনে

  বিশ্ব জুড়ে স্বস্তি আসুক
  জগতে এক শান্তি নামুক
  হাসি ফিরুক সবার মুখে
  শিউলি ফুটুক চতুর্দিকে

---------------/------------
গানের ঠেলা
          সুনীল করণ

সব গান গাই আমি
স্বরলিপি আছে,
একবার শুনে কেউ-
আসে না তো কাছে ।

একবার বসে বসে
গাইছি ভজন,
গান শুনে কারও কমে
গিয়েছে ওজন ।

একদিন যেই শেষ
করেছি গজল,
কেউ যেন সারা গায়ে
ঢেলে দিল জল ।

তবু আমি গাই গান
ধ্রুপদ, ধামার
প্রেসার বেড়েছে তাতে
আমার- ই মামার ।

---------------/-----------------
কালো মেয়ের পাঁচালি
বিষ্ণুপদ জানা


আলোর সাথে খেলতে গিয়ে
মুখ হয়েছে কালো
সাদা মেঘের উড়না দিয়ে
লাগছে বেশ ভালো

খোঁপায় গোঁজা কাশফুল
মুখ যে ভারী মিষ্টি
বুকের ওপর এলোচুল
 চোখের ভাষা বৃষ্টি

পাড়ার ছেলে বলছে হেসে
একটু কাছে এসো
মনের সুখে ভেসে ভেসে
বিকেল টুকু বসো

লাজ নাই শরম নাই 
বেয়াকুব মন
কালো মেয়ে ওরে ভাই
জীবনের ধন।

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆














 

 

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...