জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য
মনীন্দ্র রায়
©©©©©©©©© (১৫০) ©©©©©©©©©©©
Doinik Sabder Methopath
Vol -150.Dt -04.10.20
১৭ আশ্বিন,১৪২৭, রবিবার
#############(১৫০)##############
সুশান্ত, তোমার মনে পড়ে
সরলার মাকে, যে এখানে
কাজ করত? হঠাৎ সেদিন
শুনলো যেই বন্যা পাকিস্তানে,
বুড়ি গিয়ে বসল বারান্দায়,
দেখি তার চোখে জল ঝরে।
(চিঠি)
যিনি একাধিক কবিতায় উদ্বাস্তু জীবনের দুর্ভোগ এবং অসহায়তার কথা তুলে ধরেন। এরকম একটি কবিতা হল “চিঠি”, যেখানে তিনি এক উদ্বাস্তু বৃদ্ধার ছেড়ে আসা গ্রাম এবং সেখানকার মানুষ-জনের জন্য দুশ্চিন্তা ও মনখারাপের অনুভূতি নিয়ে স্বদেশপ্রেমের আলোকে কবিতায় ফুটিয়ে তোলেন নিষ্পাপ মনের মানবিক দহন জ্বালা। তিনি মনীন্দ্র রায়।
জন্ম- ৪ অক্টোবর, ১৯১৯ । তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার ও রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত
চল্লিশের একজন বিশিষ্ট ও শক্তিমান বাঙালি কবি ছিলেন। প্রগতিশীল সাহিত্য চর্চায় বিশ্বাসী।
ব্যক্তি পরিচয় -
পাবনা জেলার শীতলাই গ্রামে তাঁর জন্ম। কলকাতা শহরে সুরেন্দ্রনাথ কলেজ থেকে তিনি ইংরেজিতে অনার্স নিয়ে বি এ পাশ করেন। পাবনাতে থাকাকালীন ছাত্রাবস্থাতেই তিনি জ্যোতিরিন্দ্র মৈত্র ও চিত্রশিল্পী রথীন মৈত্র র প্রেরণায় সাম্যবাদী ভাবধারার প্রতি আকৃষ্ট হন।কিন্তু তিনি বিশ্বাসী ছিলেন প্রগতিশীল মতাদর্শের রাজনীতিতে।
রচনাকর্ম -
কাব্যগ্রন্থ :
মণীন্দ্র রায় প্রায় চল্লিশ বছর ধরে কবিতা লিখেছেন।
১৯৩৬ সালে সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত 'পরিচয়' পত্রিকায় তার প্রথম কবিতা ছাপা হয়।
১৯৩৯ সালে তার প্রথম কাব্যগ্রন্থ'" ত্রিশঙ্কু" প্রকাশিত হয়।
১৯৪২ খ্রিষ্টাব্দে একচক্ষু,
১৯৪২ খ্রিষ্টাব্দে ছায়া সহচর,
১৯৪৮ খ্রিষ্টাব্দে সেতুবন্ধন কাব্যগ্রন্থগুলি প্রকাশিত হয়।
তেভাগা আন্দোলন এর প্রেক্ষাপটে তিনি ইয়াসিন মিঞা নামে দীর্ঘ কবিতা লিখেছিলেন।
পত্রিকা সম্পাদনা -
তিনি "সীমান্ত" ও 'নিষ্পন্ন 'নামক দুটি পত্রিকার সম্পাদক ছিলেন।
তিনি 'অমৃত' ও 'সত্যযুগ 'নামে দুটি সাময়িক পত্রিকারও সম্পাদনা করেন।
অন্যান্য গ্রন্থগুলি -
কৃষ্ণচূড়া, অন্যপথ, অতিদূর আলোর রেখা, সুখের মেলাই, অমিল থেকে মিলে, ভিয়েতনাম, লেনিন, নদী ঢেউ ঝিলমিল প্রভৃতি।
নাটক -
জামায় রক্তের দাগ, নাটকের নাম ভীষ্ম, মাথায় জড়ানো জলপাই, পল্লব আমাকে বাঁচতে দাও, আমাকে জাগতে দাও প্রভৃতি।
পুরস্কার -
১৯৬৬ সালে তাঁর দীর্ঘ কবিতা 'মোহিনী আড়াল ' সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করে।
১৯৯৩ সালে তিনি 'সনেট সমগ্র' গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন।
মৃত্যু -
প্রায় আশি বছর বয়সে মারা যান, ২৮ আগস্ট,২০০০.
∆∆∆∆∆∆∆∆∆∆∆(১৫০)∆∆∆∆∆∆∆∆∆∆∆
No comments:
Post a Comment