∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
আঞ্চলিক ইতিহাস চর্চা
পর্ব -০৩
মালঝিটা অঞ্চলের লৌকিক দেব দেবী
=================================Doinik Sabder Methopath
Vol -293. Dt -25.02.2021
১২ ফাল্গুন ১৪২৭. বৃহস্পতিবার
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
কটক মহালের অন্তর্গত মালঝিটা দণ্ডপাট এর গড় ব্রজলাল চকের অন্তর্গত অরঙ্গা নগরও সুজা মুঠা নামাঙ্কিত নন্দীগ্রাম ৩ নম্বর ব্লক বর্তমানে বহুল প্রচলিত মঠ চন্ডীপুর। কোন এক সময় জমিদার বেরা বাবুদের চন্ডী মাতার মন্দির ছিল একটি বড় পুকুর ছিল নাম চন্ডীতলা পুকুর সেই থেকে চন্ডীতলা আরো পরে চন্ডিপুর বিংশ শতাব্দীর প্রারম্ভিক রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা ক্রমে ক্রমে মঠ চন্ডিপুর নামে আত্মপ্রকাশ করেছে। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পদস্পর্শ মহতমা গান্ধীর আগমন সুভাষচন্দ্র বসুর অবস্থান এই প্রাচীন জনপদ গৌরবান্বিত করেছে। ব্লক এর উত্তরে হলদি নদী দক্ষিনে ভগবানপুর ২ ব্লক পূর্বে নন্দীগ্রাম 2 নম্বর ব্লক পশ্চিম ভগবানপুর 1 নম্বর ব্লক অবস্থিত. ১০ টি গ্রাম পঞ্চায়েত 114 টি মৌজা ১১১টি গ্রাম 134 গ্রাম সংসদ ।এখানকার লোক সংখ্যা প্রায় 1 লক্ষ 88 হাজার 119 জন।
চন্ডিপুর হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকার মানুষজন মূলত ধর্মীয় ভাবনায় পূজো পার্বণ করে থাকেন প্রত্যেক হিন্দুর মধ্যে ইতিহাস বিবর্তনের ধারা বহমান সূর্যোদয়ের পূর্বে ঊষাকাল থেকে সূর্য অস্তমিত হওয়া তুলসী তলায় প্রদীপ জ্বালায় শঙ্খ ঘন্টা সহযোগে সবই নিয়মিত করে আসেন কার্তিক ও ফাগুন মাসে ভোরবেলায় সাজানো সংক্রান্তি একাদশী পূর্নিমা-অমাবর্ষা মেনে চলা নাগপঞ্চমী মনসা মায়ের পুজো শ্রাবণী পূর্ণিমায় দীপান্বিতা কোজাগরী পূর্ণিমা পৌষ মাসে বৃহস্পতিবার লক্ষ্মীপুজো লক্ষ্মীর পাঁচালী পড়া সবকিছুই এই অঞ্চলে প্রচলিত আছে মেয়েদের মধ্যে এবার পুজো অর্চনা পুষ্পাঞ্জলী প্রচলিত এই অঞ্চলের বিভিন্ন স্থানে বিভিন্ন লৌকিক দেব দেবী অবস্থান কোথাও খোলা আকাশের নিচে কোথাও গাছের তলায় কোথাও শানবাঁধানো কোথাও মন্দির কোথাও খোলামঞ্চ বছরের বিভিন্ন সময় লোকাচার মেনে শাস্ত্র মেনে নানা পূজো পার্বণ অনুষ্ঠান হয়ে থাকে মানুষজনের আনাগোনা দোকানদার সবমিলিয়ে এলাকায় একটি ধর্মীয় ভাবনার প্রকাশ চলে আসছে লোকসাহিত্য ও সংস্কৃতির ধারা ধরে লৌকিক দেব দেবী উদ্ভব বিস্তার পূজা-পার্বণ এই অঞ্চলের মানুষজন করে থাকেন বিশেষ করে প্রাচীন নানা প্রসঙ্গ কে সামনে রেখে এই পূজা অর্চনা হয়ে আসে আমরা এই অঞ্চলের বিভিন্ন জায়গায় যেসব দেব-দেবীর মন্দির পূজা অর্চনা হয়ে থাকে তার একটি তালিকা নিম্নে দেওয়ার চেষ্টা করলাম
এমনই আঞ্চলিক ইতিহাস চর্চার ধারা বা পর্ব এগিয়ে চলবে দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার উদ্যোগে প্রতিদিন একটি অঞ্চলের অঞ্চলের লৌকিক দেব দেবী পূজো পার্বণ উৎসব-অনুষ্ঠান সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে এজাতীয় আঞ্চলিক ইতিহাস চর্চার ক্ষেত্র সমীক্ষা গুলি।
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
No comments:
Post a Comment