Monday, 6 September 2021

জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য। প্রবোধ কুমার ভৌমিক। ০৬.০৯.২০২১. Vol - 487. The blogger in literature e-magazine.

 



Prof Prabodh Kumar Bhowmick

জন্ম ১৯ ভাদ্র ১৩৩৩ বঙ্গাব্দ ( 6 সেপ্টেম্বর 1926) পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার আমদাবাদ গ্রাম। পিতা যোগেন্দ্রনাথ ভৌমিক ও মাতা স্বর্ণময়ী ভৌমিক। বাল্যে পড়াশোনা গ্রামের পাঠশালা তারপর জাতীয় বিদ্যালয় কলাগাছিয়া জগদীশ বিদ্যাপীঠ।  9 সেপ্টেম্বর 1942 এর ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আড়াই বছর তিনি কারারুদ্ধ হয়েছিলেন. 1945 সালে জেলা থেকে বেরিয়ে মেট্রিকুলেশন পাশ করেন প্রথম বিভাগে কয়টি বিষয়ে লেটার সহ।  বঙ্গবাসী কলেজ থেকে তিনি নৃতত্ত্ব অনার্স নিয়ে স্নাতক হন। 1951 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ 1952 সালে বঙ্গবাসী কলেজ অধ্যাপনা শুরু করেন 1961 সালে লোধা সম্প্রদায়ের ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রী লাভ করেন। ১৯৬৩ সালে " দ্যা লোধাজ অফ ওয়েস্ট বেঙ্গল" গ্রন্থটি প্রকাশিত হয়.  1967 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে DSc হন।  আদিবাসী সমাজ ও মেদিনীপুর জেলার সংস্কৃতি সমাজ জাতির অবস্থা প্রত্যন্ত বাংলার গুপ্ত বিদ্যা ইত্যাদি বিষয়ে গবেষণা গ্রন্থ রচনা করেন।  ৫০০ এর বেশি প্রবন্ধ নানা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পায়ে হেঁটে সংগ্রহ করেছেন মূল্যবান তথ্য। 1 955 সালে তিনি পশ্চিম মেদিনীপুর এ বিদিশা আশ্রম প্রতিষ্ঠা করেন।  যা মূলত সমাজের পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায় লোধা, তাদের পুনর্বাসন ও তাদের জীবনযাত্রা অধিকার জীব বৈচিত্র নিয়ে গঠিত।  ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন অঞ্চলে পিছিয়ে পড়া মানুষের উপর তাঁর অগাধ ভালোবাসা সব সময় তিনি তাদের সঙ্গে থেকেছেন তাদের নিয়ে কাজ করেছেন শিক্ষকতা জীবনে বঙ্গবাসী কলেজে অধ্যাপনা তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রায় 40 বছরের এই বিশ্ববিদ্যালয়ের পড়নোর কাজে নিযুক্ত ছিলেন। শিক্ষক জীবনে তিনি অনেক সময় সিন্ডিকেটের সদস্য হয়েছেন। তিনি বিভাগীয় ডিন ফ্যাকাল্টি অব সায়েন্স হয়েছিলেন তাঁর কর্মজীবন কিন্তু খুব শান্তিপূর্ণ গতানুগতিক ছিল না।  যুদ্ধ করে রক্ষা করতে হয়েছিল নিজের সম্মান।  রক্ষা করতে হয়েছিল নিজের পদমর্যাদা। মাহিষ্য পরিবার মেদিনীপুরের ছেলে হিসেবে , স্বাধীনতা সংগ্রামী ছিলেন বলে তার মধ্যে রক্ষনশীলতার যথেষ্ট ছিল।
 নির্ভীকতা তার জীবনের বড়।  আদর্শ শিক্ষক সমাজ সেবী মানবদরদী এই মানুষটি বহু  ছাত্র ছাত্রী তার গবেষণায় প্রতিষ্টিত আজ। শুধু পশ্চিমবাংলা নয় বাংলাদেশ-নেপাল অন্ধপ্রদেশ হায়দ্রাবাদ মনিপুর সম্প্রতি বিভিন্ন অঞ্চলে উচ্চপদস্থ মানুষেরা তার কাছে এখনো আসেন এবং পরামর্শ নেন।  এই আদর্শবান শিক্ষক সংগ্রামী পুরুষ , লোধাদের প্রাণ ,আদিবাসী অসহায় মুমূর্ষু মানুষের জীবন দান করেও নিজের জীবন শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঘুমিয়ে পড়লেন 2003 সালে ৫ই ফেব্রুয়ারি কলকাতাতেই।

 তাঁর উল্লেখযোগ্য রচনা গুলি হল 
উপজাতির কথা
 সমাজ ও সম্প্রদায় 
প্রাগৈতিহাসিক সংস্কৃতি 
বাংলার লোক উৎসব 
প্রত্যন্ত বাংলায় গুপ্ত বিদ্যা
 লোকসমাজ ওসংস্কৃতি

 ইংরেজি ভাষায় লেখার বই

দ্যা লোধাজ অফ ওয়েস্ট বেঙ্গল
 সোসিও কালচারাল প্রফাইল অফ ফ্রনটিয়ার বেঙ্গল 
 কাস্ট ইন বেঙ্গল বর্ডার প্রকৃতি। 


তাঁর জীবনের মৌলিক  উল্লেখযোগ্য অবদান -
বিদিশা

Bidisa : A social laboratory within an Ashramic fold"



 A Glimpse of Journey towards Tribal Development

Late Prof N. K. Bose very often used to send his scholars to study life and culture of the tribal people of undivided district Medinipur, West Bengal . One of his scholars late Prof Prabodh Kumar Bhowmick was assigned by, Prof Bose to collect information about Lodhas of Medinipur for field research. The Lodhas manhandled the obedient scholar. From that unfortunate event the scholar got reflected that education which does not merely lie in “knowing about the underprivileged” rather it in “doing something for the uplift of the underprivileged”. Thereafter, he decided to dedicate his service for causing social uplift, economic amelioration and educational progress in the tribal people particularly Lodhas of the area. Since 1955 Prof. Bhowmick carried out his activities for the socio-economic development of the
Lodha tribe in particular and other tribal communities in general and founded the Ashram-cum-Research Institute Bidisa, where traditional knowledge culminates with the social research of modern times.

Unfortunately Bidisa has received a severe blow in 2003 when the founder and architect of Bidisa Prof. Prahodh Kumar Bhowmick, who believed the concept of cognition of traditionality and modernity, received his last breath after a short suffering. But, very soon the present honorary Secretary Dr. Pradip Kumar Bhowmick, Associate Professor; Rural Development Centre, IIT, Khargapur, fills up the gap with his immense ability to successfully bring the
Ashram under the arch light. He is assisted by a good number of administrators, academicians, social activists and two sister organizations namely the “Sama Sevak Sangha” and “The Institute of Social Research and Applied Anthropology” (ISRAA), a registered Non-government Organization (NGO).



Bidisa is a Sanskrit word symbolic of “Causing Culture”. It
speaks of the task before the innovator to bring social transformation in an undeveloped tribe. In consonance with the aim, the following objectives were envisaged:

1. To give an economic footing to the poverty stricken, landless, nomadic and ex-criminal tribes;

2. To socialize them in order to bring them in mainstream of Indian society by inculcating in them the values of the middle class;

3. To facilitate the tribal people for their formal and vocational education;

4. To organize various regional, state and national
5.
 to carry out various action oriented research projects related to tribal welfare;level training programs /seminars / workshops/ village fair for revival of tribal art and culture


6. To bring out a periodic journal as well as publish books on few moment of inauguration of 32 National Seminar 2005
anthropology and other branches of social science to speed up the tribal development;

7. To run a rural museum to preserve and conserve various specimens of Stone Age implements.


Ashrama: The day begins at Bidisa Ashrama through morning prayer at the crack of dawn by the tribal students, followed by regular and tight work schedules and educational programs. Open-air classes are he'd under a huge banyan tree in between the bamboo groves or anywhere else in the huge campus. The campus can boast of rock garden and an artificial cave covered by various trees with cottage for guest


Facets of Activities

Various activities of Bidisa are regularly being carried out by the two sister organizations namely Samaj Sevak Sanga,
and The Institute of Social Research and Applied Anthropology.

1) Imparting formal as well as vocational education to the tribal children through Daharpur Junior High School at Bidisa;

2) Conducting training, action research and consultancy;

3) Publication of books on social science and periodic journal, namely Man and Life;

4) Housing a library called Prabodh Kumar Bhowmick Memorial Library

5) Preservation and conservation of stone age implements including Jam and Buddha sculpture through existing rural museum;

6) Organizing the village fair for promoting Nabanna, folk culture, folk dance etc.


The Social Laboratory: Bidisa is unique for its extraordinary contribution of a social laboratory within ashramic environment in nature's lap to the country. It is the first of its kind in India which is not found elsewhere.

Within five kilometers radius there are six types of tribes, namely Lodha, Santal, Munda, Mahali, Kora and Bhumij along with other castes of the Hindus spread over various multiethnic

Moreover, apart from basic infrastructural facilities like housing under RCC roof, running tap water, electricity, generator, car for transit, kitchen kits, cots and bedrolls including rugs etc, 24-hrs guard service for safety and security, Bidisa provides essential research base for researchers like rich library, a computer lab, a museum, a publication unit regularly publishing books and a biannual journal


Bidisa

The Institute of Social Research and Applied Anthropology (ISRAA)
At. Bidisa, P0. Fulgeria, Dist. Paschim Medinipur, Pin -721 437, West Bengal , India .
Phone Number: 03229-258355 / 258229 ( 0ffice ) / 03222-277620 ( Residence )


E-mail: pradipb@hijli.iitkgp.ernet.in

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...