Gerhart Johann Robert Hauptmann
গেরহার্ট হাউপ্টমান
"he had been an ardent Socialist his plays had been banned from the imperial theaters during Kaiser Wilhelm II's time. During the Republic he had been the most popular playwright in Germany, and indeed he retained that position in the Third Reich."
১৮৬২ সালে ১৫ নভেম্বর প্রুশিয়ার সাইলেসিয়ায় জন্মগ্রহণ করেন। হাউপ্টমান তাঁর বাবা-মা বহু কষ্টে স্কুলে ভর্তি করেন। লেখাপড়ার প্রতি হাউপ্টমানের প্রচণ্ড অনীহা ছিল। লেখাপড়ায় অনীহা দেখে তার বাবা খুব কমবয়সে তার এক আত্মীয়ের ফার্মের কাজে লাগিয়ে দেন। পরবর্তীকালে হাউপ্টমান ফার্মের চাকরি ছেড়ে দিয়ে ভাস্কর্য শিল্প নিয়ে পড়াশোনার জন্য একটি অ্যাকাডেমিতে ভর্তি হন। কিছুদিন পড়ার পর তিনি অ্যাকাডেমি ছেড়ে ইতালির জেনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি ইতিহাসের উপর পড়াশোনা করেন। ১৮৮৩ থেকে ১৮৮৪-এর মধ্যবর্তী সময়ে তিনি ইতালিতে কাটান। জেনা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তিনি হোটেল ব্যবসায় মনোনিবেশ করেন। ১৮৮৫ সালের মে মাসে তিনি মারিয়া নামের এক মেয়েকে বিয়ে করে জার্মানীর বার্লিনে বসবাস করা শুরু করেন এবং সাহিত্যকর্মে মনোনিবেশ করেন। তখন থেকেই আধুনিক নাট্যকার হিসেবে তিনি মোটামুটি খ্যাতি অর্জন করেন।
তাঁর জীবদ্দশায় প্রচুর নাটক লিখে গেছেন। বিফোর ডন এবং লোনলি সোলস তাঁর দু'টি বিখ্যাত নাটক। তাঁর অমর সৃষ্টি দ্য উইভার্স নাটকটি। সে সময়ে নাটকটি বেশ দর্শকপ্রিয়তা অর্জন করেছিল। এ সময় তিনি মার্গারেট নামের এক বিদুষী মহিলাকে ভালবেসে বিয়ে করেন। মার্গারেট ছিলেন হাউপ্টমানের প্রেরণা। মার্গারেটকে বিয়ে করার এগার বছর পর তিনি প্রথম স্ত্রী মারিয়ার সাথে বিচ্ছেদ ঘটান। পরবর্তীকালে তিনি দ্য সাংকেন বেল, বুক অব প্যাশন এবং দ্য গ্রেট ড্রিম-এর মত বিখ্যাত রচনাগুলো সৃষ্টি করেন।
Novels
Der Narr in Christo Emanuel Quint (1910)
Atlantis (1912)
Wanda a.k.a. Der Dämon (1926)
Die Insel der grossen Mutter (1928)
Um Volk und Geist (1932)
Im Wirbel der Berufung (1936)
Das Abenteuer meiner Jugend (1937)
Short novels
Bahnwärter Thiel (1888)
Der Ketzer von Soana (1918)
Phantom (1923)
Marginalien (selected works, reports: 1887–1927)
Das Meerwunder (1934)
Sonnen (1938)
Der Schuss im Park (1939)
Verse novels
Promethidenlos (1885)
Anna (1921)
Die blaue Blume (1924)
Till Eulenspiegel (1927)
Der grosse Traum (1912–42)
Plays
Before Sunrise (Vor Sonnenaufgang, 1889)
The Reconciliation (Das Friedensfest, 1890)
Lonely People (Einsame Menschen, 1891)[28]
The Weavers (Die Weber, 1892)
Colleague Crampton (College Cramption, 1892)
The Beaver Coat (Der Biberpelz, 1893)
The Assumption of Hannele (Hanneles Himmelfahrt, 1893)
Florian Geyer (1896)
Elga (1896)
Helios (1896)
fragmentHelios (1896) fragment
The Sunken Bell (Die versunkene Glocke, 1896
Pastoral (Das Hirtenlied, 1898) fragmen
Drayman Henschel (Fuhrmann Henschel, 1898
Schluck and Jau (Schluck und Jau, 1900
Michael Kramer (1900
The Conflagration (Der rote Hahn, 1901
Henry of Auë (Der arme Heinrich, 1902
Rose Bernd (1903
And Pippa Dances (Und Pippa Tanzt!, 1906
The Maidens of the Mount (Die Jungfern von Bischofsberg, 1907
Charlemagne's Hostage (Kaiser Karls Geisel, 1908
Griselda (1909
The Rats (play) (Die Ratten, 1911
Gabriel Schilling's Flight (Gabriel Schillings Flucht, 1912
Peter Brauer (1912
Commemoration Masque (Festspiel in deutschen Reimen, 1913
The Bow of Odysseus (Der Bogen des Odysseus, 1914
Magnus Garbe (1914, second version: 1942
Indipohdi (1920
Veland (1925
Herbert Engelmann (1921–26
Spuk (two plays: Die schwarze Maske and Hexenritt, 1928
Die goldene Harfe (1933
Hamlet in Wittenberg (Hamlet im Wittenberg, 1935
Die Finsternisse (1937
Ulrich von Lichtenstein (1936–37
Die Tochter der Kathedrale (1935–38
Die Atriden-Tetralogie
Iphigenie in Aulis (1944
Agamemnons Tod (1948; written in 1942
Elektra (1948; written in 1944
Iphigenie in Delphi (1941)
In English translation
Hannele. A Dream Poem (1894)
Lonely Lives (1898)
The Sunken Bell (1899).
The Coming of Peace (1900)
And Pippa Dances (1907)
The Reconciliation (1910)
The Fool in Christ, Emanuel Quint (1911)
Atlantis (1912).
Parsival (1915)
The Dramatic Works:
Social Dramas (1912)
Social Dramas (1913)
Domestic Dramas (1914)
Symbolic and Legendary Dramas (1914)
Symbolic and Legendary Dramas (1915)
Later Dramas in Prose (1915)
Miscellaneous Dramas (1917)
Phantom (1922)
The Heretic of Soana (1923)
Lineman Thiel and Other Tales (1989)
স্ত্রী: মার্গারেতে হাউপ্টমান (বিবাহ. ১৯০৪–১৯৪৬), মারি থিয়েনেমান (বিবাহ. ১৮৮৫–১৯০৪)
সন্তান: ইভো হাউপ্টমান, বেনভেনুতো হাউপ্টমান, ক্লৌস হাউপ্টমান, ইকার্ট হাউপ্টমান
১৯১২ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৪৬ সালে পোল্যান্ডে তিনি মৃত্যুবরণ করেন।
No comments:
Post a Comment