Monday, 27 December 2021

জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য। রিজিয়া রহমান। ২৮.১২.২০২১. vol -599. The blogger in literature e-magazine

রিজিয়া রহমান 

"ক্রমশ ওপরে ওঠার বাসনা মানুষের ভেতরে তৈরি করছে উন্মুক্ত অমানবিকতা। যে কারণে জঙ্গী হামলা, বন্যা, পাহাড়ধসের মতো ঘটনাগুলোতেও পাওয়া যাচ্ছে না মানবিকতার সাড়া।"

১৯৩৯ সালের ২৮ ডিসেম্বর ভারতের কোলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি ছিল কলকাতার কাশিপুর থানার নওবাদ গ্রামে। তার পারিবারিক নাম জোনাকী। বাবা আবুল খায়ের মোহম্মদ সিদ্দিক ছিলেন চিকিৎসক ও মা মরিয়াম বেগম গৃহিণী।
তৃতীয় শ্রেণিতে পড়ার সময় কবিতার মধ্য দিয়ে লেখালেখি শুরু রিজিয়া রহমানের। তার শিলায় শিলায় আগুন, রক্তের অক্ষর, বং থেকে বাংলা, একাল চিরকাল, ঘর ভাঙা ঘর, উত্তর পুরুষের মতো উপন্যাসগুলো দিয়ে বাংলা সাহিত্যে নিজের অবস্থান করেছেন সুদৃঢ়।

রবারবই এই লেখকের পরিবার ছিল সংস্কৃতিমনা। তার দাদা মুন্সী আব্দুল খালেকের পড়ালেখার অভ্যাস ছিল। তার ঘরে সেলফ ভর্তি ছিল ইংরেজি আর ফার্সি বই। তার বাবা ছিলেন সঙ্গীত অনুরাগী। তিনি এসরাজ ও বাঁশি বাজাতেন এবং উচ্চাঙ্গ সঙ্গীত শুনতেন। তার মা সায়গল, জগন্ময় মিত্র ও কানন বালার গান শুনতেন।

বাবার চাকরির কারণে তাদের ভারত ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। ১৯৪৭ সালের দেশবিভাগের পর তারা বাংলাদেশে চলে আসে। দেশে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় ফরিদপুরে। সেই সময় শখের বশে কবিতা লিখতেন। ১৯৫০ সালে তিনি যখন পঞ্চম শ্রেণীতে পড়েন তখন তার লেখা গল্প টারজান সত্যযুগ পত্রিকায় ছোটদের পাতায় ছাপা হয়েছিল।
 
১৯৬০ সালে দীর্ঘদিন পর দৈনিক ইত্তেফাকের সাহিত্য পাতায় তার লেখা গল্প ছাপা হয় এবং দৈনিক সংবাদের সাহিত্য পাতায় তার লেখা কবিতা ছাপা হয়। ১৯৬৭ সালে ইত্তেফাকের সাহিত্য পাতার সম্পাদক কামরুন নাহার লাইলির উৎসাহে তিনি ‘লাল টিলার আকাশ’ নামে গল্প লিখেন। পরে ললনা পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন।

বাবার বদলির চাকরির কারণে তার শিক্ষাজীবন নিরবচ্ছিন্ন ছিল না। বাবার কর্মস্থল ফরিদপুরে এক প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাগ্রহন শুরু হয়। বাবার মৃত্যুর পর চাঁদপুরে মামার বাড়িতে চলে যান এবং এক মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হলেও সেখান থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে পারেননি। প্রাইভেট পরীক্ষা দিয়ে তাকে ম্যাট্রিক পাস করতে হয়। বিয়ের পর স্বামীর সাথে পাকিস্তানের বেলুচিস্তানে চলে যান এবং সেখানে কোয়েটা গভর্মেন্ট কলেজে উচ্চ মাধ্যমিকে দুই বছর লেখাপড়া করেন। কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট সম্পর্কিত জটিলতার কারণে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না দিলে দেশে এসে ইডেন মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৬৫ সালে এই কলেজ থেকেই স্নাতক ডিগ্রী লাভ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
রিজিয়া রহমান সাহিত্য পত্রিকা 'ত্রিভুজ'-এর সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি দায়িত্ব পালন করেছেন জাতীয় জাদুঘরের পরিচালনা বোর্ডের ট্রাস্টি ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের কার্য পরিচালক হিসেবে। তিন বছর বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
শৈশব থেকে বিভিন্ন পত্রিকায় তার কবিতা ও গল্প ছাপা হলেও তার প্রথম গল্পগ্রন্থ অগ্নিস্বাক্ষরা ১৯৬৭ সালে প্রকাশিত হয়। এই গল্পগ্রন্থে লাল টিলার আকাশ গল্পটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ম্যাগাজিনে অশ্লীলতার অভিযোগে ছাপাতে নারাজ ছিল। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী সম্পাদনা বোর্ডকে রাজি করিয়ে তা প্রকাশের ব্যবস্থা করেন। পরে ললনা পত্রিকায় ধারাবাহিকভাবে তার ‘ঘর ভাঙ্গা ঘর’ ছাপা হয়। এ উপন্যাস বই আকারে ১৯৭৪ সালে প্রকাশিত হয়। বস্তির মানুষের দুঃখ-দুর্দশা-ক্লেদ নিয়ে রচিত এই উপন্যাস বাংলা সাহিত্যে এক নতুন মাত্রা যোগ করে। ১৯৭৭ সালে প্রকাশিত তার উত্তর পুরুষ উপন্যাসে তিনি চট্টগ্রামে হার্মাদ জলদস্যুদের অত্যাচার এবং পর্তুগিজ ব্যবসায়ীদের দখলদারিত্বের চিত্র তুলে ধরেছেন। এতে চিত্রিত হয়েছে আরাকান-রাজ-সন্দ-সুধর্মার অত্যাচার, প্রীতিলতা ওয়াদ্দেদারের বীরত্ব, পর্তুগিজদের ব্যবসায়ীদের গোয়া, হুগলি, চট্টগ্রাম দখলের ইতিহাস। নিষিদ্ধ পল্লীর দেহপসারিণীদের মানবেতর দৈনন্দিন জীবনের ঘটনাবলী নিয়ে লিখেছেন রক্তের অক্ষর (১৯৭৮)। সাপ্তাহিক 'বিচিত্রা' পত্রিকায় দেহপসারিণীদের নিয়ে লিখিত প্রতিবেদন পড়ে তিনি এই উপন্যাস লেখার প্রেরণা পান। বং থেকে বাংলা (১৯৭৮) তার অন্যতম উপন্যাস। বাঙালি জাতীয়তাবোধ ও বাংলা ভাষার বিবর্তন এই উপন্যাসের মূল বিষয়। এই উপন্যাসের ভূমিকায় তিনি লিখেছেন, "বাংলাদেশের জাতিগঠন ও ভাষার বিবর্তনের ওপর ভিত্তি করে 'বং থেকে বাংলা' উপন্যাসের সৃষ্টি।"
পারিবারিক জীবনে রিজিয়া রহমান মোঃ মীজানুর রহমানের সহধর্মিণী। মীজানুর রহমান ছিলেন একজন খনিজ ভূতত্ববিদ। তিনি পেট্রোবাংলায় কর্মরত ছিলেন। তাদের এক ছেলে। নাম আব্দুর রহমান।

রচনা কর্ম :

গল্পগ্রন্থ

অগ্নিস্বাক্ষরা (১৯৬৭)
নির্বাচিত গল্প (১৯৭৮)
চার দশকের গল্প (২০১১)[১০]
দূরে কোথাও

উপন্যাস

ঘর ভাঙা ঘর (১৯৭৪)
উত্তর পুরুষ (১৯৭৭)
রক্তের অক্ষর (১৯৭৮)
বং থেকে বাংলা (১৯৭৮)
অরণ্যের কাছে (১৯৮০)
অলিখিত উপাখ্যান (১৯৮০)
শিলায় শিলায় আগুন (১৯৮০)
ধবল জোত্‍স্না (১৯৮১)
সূর্য সবুজ রক্ত (১৯৮১)
একাল চিরকাল (১৯৮৪)
ঝড়ের মুখোমুখি (১৯৮৬)
প্রেম আমার প্রেম (১৯৮৫)
সবুজ পাহাড় (১৯৮৫)
একটি ফুলের জন্য (১৯৮৬)
শুধু তোমাদের জন্য (১৯৮৮)
হে মানব মানবী (১৯৮৯)
হারুন ফেরেনি (১৯৯৪)
বাঘবন্দী (২০০৬)
আবে-রওয়াঁ (২০০৬)
সুপ্রভাত সোনালি দিন (২০০৬)
অতলান্ত নীল (২০০৬)
অন্ধকারে বেতোফেন (২০০৬)
উৎসে ফেরা (২০০৯)
আলবুর্জের বাজ (২০১০)
পবিত্র নারীরা (২০১০)
সীতা পাহাড়ে আগুন (২০১০)
নিঃশব্দ শব্দের খোঁজে
তৃণভূমির বাইসন
ডাইম নিকেল
প্রজাপতি নিবন্ধন
প্রাচীন নগরীতে যাত্রা
চন্দ্রাহত

কবিতা 
বান্ধবী প্রিয়দর্শিনী ও অন্যান্য (২০১২)
 ক. বান্ধবী প্রিয়দর্শিনী
 খ. জ্যোৎস্নার নীল সীমানা
 গ. জগৎ জুড়িয়া কান্দে।


অনুবাদ

সোনালী গরাদ (১৯৯৫)
Caged in Paradise and Other Stories (২০১৩)
আত্মজীবনী
অভিবাসী আমি
নদী নিরবধি (২০১১)
রিজিয়া রহমান ২০১৯ সালের ১৬ আগস্ট মৃত্যুবরণ করেন।
খাওয়া-খায়ির বাঙালি

শিশুসাহিত্য

আজব ঘড়ির দেশে
ঝিলিমিলি তারা
মতিশীলের বাড়ি ও অন্যান্য ও গল্প

পুরস্কার ও সম্মাননা 

বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৮)
যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৪)
হুমায়ুন কাদির স্মৃতি সাহিত্য পুরস্কার (১৯৮৪)
আসফ-উদ-দৌলা রেজা স্মৃতি পুরস্কার (১৯৮৪)
বাংলাদেশ লেখক সংঘ সাহিত্য পুরস্কার (১৯৮৫)
কমর মুশতারি সাহিত্য পদক (১৯৯০)
অনন্যা সাহিত্য পুরস্কার (১৯৯৫)
নাসিরউদ্দীন স্বর্ণপদক
একুশে পদক (২০১৯)

রিজিয়া রহমান ২০১৯ সালের ১৬ আগস্ট মৃত্যুবরণ করেন।

====={{{{{{{========={{{{{{{{{{=========

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...