Tuesday, 22 March 2022

জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য। যোগেন্দ্র নাথ গুপ্ত। ২২.০৩.২০২২. Vol -683. The blogger in literature e-magazine


বিশ্বের ইতিহাস ২১ খণ্ডে রচনা করেন।


যোগেন্দ্রনাথ গুপ্ত

 জন্ম: ২২ মার্চ ১৮৮৩ . একজন সাহিত্যিক এবং গবেষক। শিশুভারতী নামের বিখ্যাত কোষগ্রন্থের সম্পাদনা তার উল্লেখযোগ্য কীর্তি।

 তিনি কৈশোরক পত্রিকার সম্পাদক ছিলেন। 

তার রচিত বাংলার ডাকাত বইখানি উল্লেখযোগ্য। ইতিহাস ও সাহিত্যের বিভিন্ন বিভাগে তার গবেষণামূলক অবদান স্মরণীয়।


তিনি বাংলাদেশের ঢাকার মূলচরের নিবাসী ছিলেন। তার পিতার নাম মহেন্দ্র চন্দ্র গুপ্ত। পিতার অনুপ্রেরনায়ই তিনি ইতিহাস রচনায় হাত দেন। যোগেন্দ্রনাথের বিক্রমপুরের ইতিহাস প্রথম প্রকাশিত হয়। ৩০ আশ্বিন ১৩১৬ বাংলা অর্থাৎ অক্টোবর ১৯০৯ খ্রিষ্টাব্দ ঠিক ত্রিশ বছর পর ১৭ অক্টোবর ১৯৩৯ খ্রিষ্টাব্দে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। ঢাকা ও কলকাতা মিলে বিক্রমপুরের ইতিহাস কমপক্ষে পাঁচটি সংস্করণ হয়েছে। যোগেন্দ্রনাথ গুপ্ত শিশু ভারতী নামক কোষগ্রন্থ রচনা করে সমগ্র ভারতে অসামান্য কৃতিত্ব দেখান। মাতা মোক্ষদাসুন্দরী।ঢাকার বিক্রমপুরে মূলচর গ্রামে তাঁর জন্ম। ছাত্রবৃত্তি পাস করে দারিদ্রে্যর কারণে তিনি প্রথমে স্কুলে শিক্ষকতা করেন এবং পরে ময়মনসিংহের জমিদারিতে চাকরি নেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মাসিক পথিক (১৯০৪), ত্রৈমাসিক বিক্রমপুর (১৯০৬-১৮) ও কৈশোরক (১৯১৩-১৮) এবং মাসিক কিশোর ভারতী পত্রিকা সম্পাদনা করেন এবং এর মাধ্যমেই তাঁর লেখকজীবন শুরু হয়। ইতিহাস, জীবনী, গল্প, উপন্যাস, নাটক ও কোষগ্রন্থ মিলে তাঁর গ্রন্থসংখ্যা শতাধিক। তাঁর ইতিহাস গ্রন্থ বিক্রমপুরের ইতিহাস (১৯০৯), পৃথিবীর ইতিহাস (২১ খন্ড, ১৯১৮-২৫), বিক্রমপুরের বিবরণ (২ খন্ড, ১৯৩৯), বাঙ্গালার ইতিহাস, ভারতের ইতিহাস ইত্যাদি উল্লেখযোগ্য। বিক্রমপুরের বিবরণ গ্রন্থখানি এখনও বিক্রমপুর সম্পর্কে একটি প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত।


যোগেন্দ্রনাথ দেশি-বিদেশি অনেক জ্ঞানী-গুণীর জীবনী রচনা করেছেন। কেদার রায়, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, গান্ধীজীর জীবনযজ্ঞ, সাধক কবি রামপ্রসাদ, কান্তকবি রজনীকান্ত, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ, তারাবাঈ, ঝাঁসীর রাণী, রাণী দুর্গাবতী, রণজিৎ সিংহ, গুরুগোবিন্দ সিংহ, ম্যাজিনি, আব্রাহাম লিঙ্কন ও গ্যারিবল্ডী তাঁর রচিত কয়েকটি বিখ্যাত জীবনীগ্রন্থ।


যোগেন্দ্রনাথ অল্পবয়সেই সাহিত্যচর্চা শুরু করেন। ১০০টিরও বেশি বই লেখেন। ইতিহাস ও সাহিত্যের বিভিন্ন বিভাগে তার গবেষণামূলক অবদান বিশেষভাবে স্মরণীয়। তিনি বিশ্বের ইতিহাস ২১ খণ্ডে রচনা করেছিলেন। তার রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল -

  • বাংলার ডাকাত
  • বিক্রমপুরের ইতিহাস
  • কেদার রায়
  • ধ্রুব
  • প্রহ্লাদ
  • ভীমসেন
  • বঙ্গের মহিলা কবি
  • কল্পকথা (ছোটগল্প)
  • তসবীর (নাটক)
  • হিমালয় অভিযান
  • কবিতা মঞ্জরী
  • সাহিত্যিক

মৃত্যূ:      ৩১ মে, ১৯৬৪।

========={{∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆}}}=====

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...