Wednesday, 8 May 2024

শুভ জন্মদিন। ১৬৪ তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন উপলক্ষ্যে দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকা পরিবারের বর্ণময় অনুষ্ঠান এবং ৫০ তম জন্মদিন পালন প্রিয় সম্পাদক ড বিষ্ণুপদ জানা মহোদয়ের।‌। Dt - ২৫ শা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ ( ইং ০৮.০৫.২০২৪ ). Vol - 872. The blogger post in literary e magazine।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তীতে দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার উদ্যোগে পরিবারের সঙ্গে  ৮ম মাসিক সাহিত্য বিকেলের আড্ডা ও  বর্ণময় অনুষ্ঠান। 

দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার সম্পাদক সাহিত্যিক গবেষক ড. বিষ্ণুপদ জানা মহোদয়ের ৫০ তম জন্মদিন উপলক্ষ্যে কৃষ্ণনগরস্থিত বাড়িতে দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার মাসিক ৮ম  'পরিবারের সঙ্গে একটি সাহিত্য বিকেল' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন। 

 ১৬৪তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে নাচ গান আবৃত্তি মৌলিক রচনা পাঠ ও সাহিত্যবাসর অনুষ্ঠিত হয়৷  উপস্থিত ছিলেন বৃক্ষমিত্রা তনুশ্রী কর জানা, সমরেশ সুবোধ পড়্যা, বিশ্বনাথ মালিক, অশোক কুমার গিরি, মহামায়া গোল, অশোক কুমার আদক, রক্ষিত পাত্র, অসিত কুমার গিরি, মধুমিতা গিরি, মধুসূদন জানা, সুমন কল্যাণ ভৌমিক, সুনীল কুমার মাইতি, প্রদীপ কুমার শাসমল, গৌরী বাগ, অনুপূর্ণা মাল , বিভাস জানা, বিনীতা জানা, সঙ্গীতা জানা প্রধান, মানসী প্রধান সোহনদীপ প্রধান রমিসা পারভিন, সৃজনী জানা, অনুধৃতি মাইতি, মঞ্জু মান্না, প্রমিত বেরা, স্নিগ্ধা গিরি, ঋতু মান্না, সুনীতা জানা, দেবস্মিতা দাস, নন্দিনী জানা, সুদীপ্তা সাউ, সৌম্যদীপ জানা, অনিরুদ্ধ জানা, দীপঙ্কর কলা, দীপান্বিতা জানা, তিয়াশা শাসমল, সীমা শাসমল, শুভেন্দু কামিলা, উৎপল সামন্ত, রামকৃষ্ণ ঘোড়ই ও সৌমেন গুড়িয়া স্বপন জানা ভবানী জানা লিলিমা জানা হরিপদ জানা প্রমুখ ব্যক্তিবর্গ৷ কবি প্রণাম অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও বক্তব্যে সবাই অংশগ্রহণ করেন৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কবি তনুশ্রী কর জানা৷ পরিবারের সাহিত্য আড্ডায় বিশ্বনাথ মালিক, সমরেশ সুবোধ পড়িয়া, সুদর্শন সেন, অশোক কুমার গিরি মহোদয়গণ বক্তব্যে কবি গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ড. বিষ্ণুপদ জানার ৫০তম জন্মদিবসে উনার কর্মজীবন ও সাহিত্যসেবা বিষয়ক আলোচনা করেন৷ স্ত্রী শ্রীমতি নীলিমা জানা ও সঙ্গে ছিলেন। জন্মদিনের শুভেচ্ছা-কবিতা পাঠ করেন অসিত কুমার গিরি ও মধুমিতা গিরি৷  শিক্ষক অনন্ত কুমার মান্না মহোদয়ের লেখা শুভেচ্ছা কবিতা পাঠ করেন সমরেশ সুবোধ পড়িয়া৷ সুদৃশ্য ও সুস্বাদু ৩ টা কেক কেটে অনুষ্ঠানে জন্মদিন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সকলে। প্রিয় স্যার এর হাতে জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি নিজের লেখা পত্র তুলে দেন একান্ত প্রিয় ছাত্রী সঙ্গীতা জানা প্রধান। সহ শিক্ষক- ম্যাজিসিয়ান মধুসূদন জানা মহোদয়ের ম্যাজিকশো সবাইকে আনন্দে মোহিত করে৷ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পার্থপ্রতিম নায়েক, বিভাস জানা ও মহামায়া গোল৷ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দৈনিক শব্দের মেঠোপথ পরিবারের ড. বিষ্ণুপদ জানা মহোদয়৷ পরিবারের আন্তরিক আপ্যায়ণে সকলে খুশি এবং আপ্লুত। 



&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...