Friday, 9 August 2024

শুভ জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি। ইলা বসু । একজন ভারতীয় বাঙালি জনপ্রিয় সঙ্গীতশিল্পী যিনি মূলত বাংলা আধুনিক গান ও নজরুলগীতিতে বিশেষ অবদান রেখেছেন। Dt -10.08.2024. Vol -952. Saturday. The blogger post in literary e magazine.



ইলা বসু
 ( ১০ আগস্ট ১৯৩৬ – ২১ সেপ্টেম্বর, ১৯৯১)



  একজন ভারতীয় বাঙালি জনপ্রিয় সঙ্গীতশিল্পী যিনি মূলত বাংলা আধুনিক গান ও নজরুলগীতিতে বিশেষ অবদান রেখেছেন.

জন্ম  ১০ আগস্ট ১৯৩৬ সালে হাওড়ার এক সাঙ্গীতিক পরিবারে। মাত্র সাত বৎসর বয়সে এলাহাবাদে আয়োজিত সর্বভারতীয় সঙ্গীত সম্মেলনে ধ্রুপদী সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেন। তিনি ননীগোপাল মিত্র ও পরে নজরুলগীতির প্রবাদপ্রতিম শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কাছে সঙ্গীতের শিক্ষা নেন। আকাশবাণী কলকাতার নিয়মিত গায়ক হয়ে যান। বেতারের জনপ্রিয় মহিষাসুরমর্দিনী প্রভাতী অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন। ভজন, গজল, রাগপ্রধান ও নজরুলগীতিতে ছিল তার অবাধ বিচরণ। নজরুল ইসলামের রচনা ও সুরের যথার্থ মর্মবাণী তার অপূর্ব কণ্ঠ মাধুর্যে অসামান্য জনপ্রিয়তা লাভ করে। গৌর গোস্বামীর সুরে চাঁদ ডুবে যায় যাক না গানটি প্রথম গ্রামোফোন রেকর্ডে প্রকাশিত হয়। বহু বাংলা এবং কিছু ওড়িয়া ও অসমিয়া চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীতে কণ্ঠদান করেছেন তিনি। প্রায় দুশো গান গ্রামোফোন কোম্পানী রেকর্ড করেছেন। তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে আছে―

আধুনিক গান―
কত রাজপথ জনপথ ঘুরেছি (গীতিকার– শিবদাস বন্দ্যোপাধ্যায়)
গান ফুরালো জলসাঘরে (গীতিকার– পুলক বন্দ্যোপাধ্যায়)
ও কালো কোকিল তুমি আর ডেকো না (গীতিকার– পুলক বন্দ্যোপাধ্যায়)
একটি দিনের চেনা (গীতিকার– অভিজিৎ বন্দ্যোপাধ্যায়)
নজরুলগীতি
ওরে নীল যমুনার জল
আজো কাঁদে কাননে কোহেলিয়া
ঝরা ফুল দলে কে অতিথি
তোমার আঁখির কসম সখি.

নেপথ্য কণ্ঠে উল্লেখযোগ্য 

দুই ভাই (১৯৬১)
বিপাশা (১৯৬২)
সাবরমতী (১৯৬৯)
চিরদিনের (১৯৬৯) 

সঙ্গীতের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য অনেক পুরস্কারও পেয়েছেন।


মৃত্যু - ২১ সেপ্টেম্বর, ১৯৯১।


সংকলন

1. আকাশের সিঁড়ি বেয়ে
      ( Akasher Sinri Beye )

2. একটি গানের মাঝে দুজনে
      ( Ekti Gaaner Majhe Dujane )
      কথা : শ্যামল গুপ্ত ( Shyamal Gupta )
      সুর : মানবেন্দ্র মুখোপাধ্যায় ( Manabendra Mukhopadhyay )

3. একটি গল্প লিখো
      ( Ekti Golpo Likho )

4. একটি দিনের চেনা
      ( Ekti Diner Chena )

5. এতো কাছে পেয়েছি তোমায়
      ( Eto Kachhe Peyechhi Tomay )

6. এমন করে কেনো সাজালে আমায়
      ( Emon Kore Keno Sajale Amay )

7. ও কালো কোকিল তুমি আর ডেকোনা
      ( O Kaalo Kokil Tumi Aar Dekona )
      কথা : পুলক বন্দ্যোপাধ্যায় ( Pulak Bandyopadhyay )
      সুর : নচিকেতা ঘোষ ( Nachiketa Ghosh )

8. ওই কোকিল শোনায় চৈতী হাওয়ার কতকথা
      ( Oi Kokil Shonay Choiti Haoyar Kathokata )

9. কানে কানে সেই কথাটি বলে যাও
      ( Kane Kane Sei Kathati Bole Jao )

10. কত রাজপথ জনপথ ঘুরেছি
      ( Kato Raajpath Janapath Ghurechhi )
      কথা : শিবদাস বন্দ্যোপাধ্যায় ( Shibdas Bandyopadhyay )
      সুর : শৈলেন মুখোপাধ্যায় ( Shailen Mukhopadhyay )

11. গান ফুরালো জলসাঘরে
      ( Gaan Phuralo Jalsaghare )
      কথা : পুলক বন্দ্যোপাধ্যায় ( Pulak Bandyopadhyay )
      সুর : রবীন চট্টোপাধ্যায় ( Rabin Chattopadhyay )

12. ছোট্ট করে বলতে গেলে
      ( Chhotto Kare Bolte Gele )
      কথা : পুলক বন্দ্যোপাধ্যায় ( Pulak Bandyopadhyay )
      সুর : শ্যামল মিত্র ( Shyamal Mitra )

13. ঝিম ঝিম নেশা নেশা
      ( Jhim Jhim Nesha Nesha )

14. ঝলমলে তারার পানে
      ( Jhalmole Tarar Pane )

15. তোমার ওই আমলকী বন
      ( Tomar Oi Amloki Bon Ektarate Aj Sarabela )

16. তোমারেই বেসেছিভালো
      ( Tomarei Beshechhi Bhalo )
      কথা : পবিত্র মিত্র ( Pabitra Mitra )
      সুর : শ্যামল মিত্র ( Shyamal Mitra )

17. দুটি চোখ লাজুক লাজুক
      ( Duti Chokh Lajuk Lajuk )
      কথা : শিবদাস বন্দ্যোপাধ্যায় ( Shibdas Bandyopadhyay )
      সুর : শৈলেন মুখোপাধ্যায় ( Shailen Mukhopadhyay )
18. প্রেম যদি মোর অভিশাপ
      ( Prem Jodi Mor Obhishap Holo )
      কথা : শ্যামল গুপ্ত ( Shyamal Gupta )
      সুর : মানবেন্দ্র মুখোপাধ্যায় ( Manabendra Mukhopadhyay )

19. বেলোয়ারী কাঁচের চুড়ি
      ( Beloyari Kacher Churi )
      কথা : মিল্টু ঘোষ ( Miltu Ghosh )
      সুর : শৈলেন মুখোপাধ্যায় ( Shailen Mukhopadhyay )

20. বনে বনে বসন্ত আসে
      ( Bone Bone Basonto Ase )

21. ভুলে যেতে তুমি পারবে কি
      ( Bhule Jete Tumi Parbe Ki )

22. মধুর ও মূরলী কেন
      ( Madhur O Murali Keno )
      কথা : মিল্টু ঘোষ ( Miltu Ghosh )
      সুর : শৈলেন মুখোপাধ্যায় ( Shailen Mukhopadhyay )

23. রোদ পোহানো হলদে পাতা
      ( Rod Pohano Halde Pata )
      কথা : পুলক বন্দ্যোপাধ্যায় ( Pulak Bandyopadhyay )
      সুর : নচিকেতা ঘোষ ( Nachiketa Ghosh )

24. শাওন ঘন বরষায় রে মন চায় রে
      ( Shaon Ghano Baroshay Re Mon Chay Re )








==================================








No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। পশুপতি ভট্টাচার্য । খ্যাতনামা চিকিৎসক ও সাহিত্যিক। Dt -15.11.2024. Vol -1053. Friday. The blogger post in literary e magazine

পশুপতি ভট্টাচার্য  ১৫ নভেম্বর ১৮৯১ -  ২৭ জানুয়ারি ১৯৭৮   একজন খ্যাতনামা চিকিৎসক ও সাহিত্যিক। জন্ম  বিহার রাজ্যে পিতার কর্মস্থল আরায়। তাদ...