Tuesday, 20 August 2024

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি।‌ অজিতকুমার চক্রবর্তী ।বাঙালি সাহিত্যিক এবং প্রখ্যাত রবীন্দ্রসাহিত্য-সমালোচক। শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রমের অধ্যাপক ছিলেন।ফরিদপুরের মঠবাড়ীতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্র সাহিত্য অনুবাদ করে ইউরোপে রবীন্দ্রনাথকে পরিচিত করে তোলেন। তিনি একজন দক্ষ অভিনেতা এবং সুকন্ঠ গায়ক হিসেবেও খ্যাতি অর্জন করেন। Dt - 20.08.2024. Vol - 959. Tuesday. The blogger post in literary e magazine.




অজিতকুমার চক্রবর্তী
 (২০শে আগস্ট, ১৮৮৬- ২৯ ডিসেম্বর ১৯১৮)




 বাঙালি সাহিত্যিক এবং প্রখ্যাত রবীন্দ্রসাহিত্য-সমালোচক। শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রমের অধ্যাপক ছিলেন। ফরিদপুরের মঠবাড়ীতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্র সাহিত্য অনুবাদ করে ইউরোপে রবীন্দ্রনাথকে পরিচিত করে তোলেন। তিনি একজন দক্ষ অভিনেতা এবং সুকন্ঠ গায়ক হিসেবেও খ্যাতি অর্জন করেন.


১৮৮০ সালের ২০ আগস্ট ফরিদপুর জেলার মঠবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শ্রীচরণ চক্রবর্তী ও মাতা সুশীলা দেবী। ১৯০৪ খ্রিস্টাব্দে গ্রীষ্মাবকাশের পর তিনি শান্তিনিকেতনে আসেন। এর আগে তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হন। শান্তিনিকেতনে তার শ্রম ও নিষ্ঠা ছিল সকলের সুবিদিত। শিক্ষকতার পাশাপাশি অনুবাদক, সঙ্কলক ও সম্পাদক হিসাবে তার দক্ষতা ছিল। রবীন্দ্রনাথ নিশ্চিন্তে নিজের একাধিক রচনা তার হাতে তুলে দিতেন অনুবাদের জন্য। শান্তিনিকেতন এবং রবীন্দ্রনাথের কথা বিলেতবাসীর কাছে পৌঁছে দেন অজিতকুমার ১৯১০ খ্রিস্টাব্দে। তিনি ধর্মতত্ত্ব বিষয়ে অধ্যয়ণের জন্য বৃত্তি লাভ করে ১৯১০ খ্রিস্টাব্দের ৩রা সেপ্টেম্বর প্রথম বিলেত যাত্রা করেছিলেন এবং এর ঠিক চার মাস আগে আশ্রমকন্যা লাবণ্যলেখাকে বিবাহ করেন.

শান্তিনিকেতন বিদ্যালয়ে ত্যাগব্রতী শিক্ষকরূপে ব্রহ্মচর্যাশ্রমের অধ্যাপক হন। সাহিত্য সঙ্গীত অভিনয় প্রভৃতি কলাবিদ্যার সকল দিকেই ছাত্রদের উদ্বুদ্ধ করেন। রবীন্দ্রনাথের শিক্ষার আদর্শ রূপায়ণে তিনি অন্যতম সহায়ক ছিলেন। তাছাড়া রবীন্দ্রনাথের সাহিত্যের একজন প্রধান ব্যাখ্যাতা হিসাবে তার পরিচিতি ছিল। তার রচিত রবীন্দ্রনাথ (১৯১২) এবং কাব্য পরিক্রমা (১৯১৪) গ্রন্থদুখানি রবীন্দ্রকাব্যলোচনার ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথের নিজের অনূদিত রচনা ইউরোপে প্রকাশিত হওয়ার আগেই অজিতকুমারের রবীন্দ্রসাহিত্যের অনুবাদ ইংল্যান্ডে প্রচারিত হয়। ক্ষিতিমোহন সেন সংকলিত কবীর-দোঁহার অনেকগুলি ইংরাজীতে অনুবাদ করেন। এই অনুবাদকে ভিত্তি করে রবীন্দ্রনাথ ওয়ান হান্ড্রেড পোয়েমস অফ কবির গ্রন্থ সম্পাদনা করেন। 

রচিত গ্রন্থ

রবীন্দ্র কাব্যলোচনার ইতিহাস-
রবীন্দ্রনাথ (১৯১২)
কাব্যপরিক্রমা (১৯১৪)

জীবনী গ্রন্থ-

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর (১৯১১)
রামমোহন চরিত (১৯১৬)
কিশোরপাঠ্য ছোটো গ্রন্থ-
ব্রহ্মবিদ্যালয় (১৯১১)
খৃষ্ট (১৯১১) 


মৃত্যু

১৯১৮ খ্রিস্টাব্দের ২৯ শে ডিসেম্বর (১৩২৫ সনের ১৪ পৌষ) তার মৃত্যু হয়।

অজিতকুমারের মৃত্যুর তিন দিন পর, ১৯১৯ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি জগদীশচন্দ্র বসুকে রবীন্দ্রনাথ লিখেছেন - 
" অজিতের অকাল-মৃত্যুতে সাহিত্যের ক্ষতি হবে। তাঁর গুণ ছিল— সে সম্পূর্ণ নির্ভীকভাবে সকল পক্ষের বিরুদ্ধে এবং প্রচলিত মতের বিরুদ্ধে নিজের মত প্রকাশ করতে পারত। ঠিক বর্তমানে সে রকম আর কোনো বাংলা লেখক ত মনে পড়ছে না।"

আর একটি চিঠিতে অমল হোমকে লিখছেন -

"তাঁর (অজিত) যৌবনের শ্রেষ্ঠ দিনগুলি সে দিয়েছে আমাকে ঘিরে। ইদানীং সে একটু দূরে সরে গিয়েছিল, সেটা একদিক থেকে ভালই হয়েছিল তাঁর স্বাতন্ত্র্যবিকাশে।"


অজিতকুমার চক্রবর্তী ছিলেন রবীন্দ্র-সাহিত্যের একজন প্রধান ব্যাখ্যাতা। তাঁর রবীন্দ্রনাথ (১৯১২) ও কাব্যপরিক্রমা (১৯১৪) সমালোচনা গ্রন্থ দুটি রবীন্দ্র-সাহিত্যপাঠকদের দীর্ঘদিন সহায়ক ছিল। তিনি আধুনিক পাশ্চাত্য সাহিত্যের দিকেও সমানভাবে নজর দিয়েছিলেন। ফলে তাঁর হাতে বাংলা ভাষায় পশ্চিমা সাহিত্যের সমালোচনার ধারা বেগবান হয়। তিনি মেটারলিঙ্ক, ফ্রান্সিস টমসন, হুইটম্যান প্রমুখ কবি ও নাট্যকারের সাহিত্যকর্ম নিয়ে যেসব আলোচনা লিখেছেন, তাঁর বাতায়ন (১৩২২) গ্রন্থে তার কিছু সঙ্কলিত হয়েছে। তাঁর অপর দুটি জীবনী গ্রন্থ রাজা রামমোহন (১৯১৬) ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর (১৯১৬)। ক্ষিতিমোহন সেন কবীর সঙ্কলিত ‘দোঁহা’-র অনেকগুলির ইংরেজিতে অনুবাদ করেন অজিতকুমার চক্রবর্তী। তার ওপর ভিত্তি করে রবীন্দ্রনাথ সম্পাদনা করেন One Hundred Poems of Kabir। অজিতকুমার চক্রবর্তী অকালপ্রয়াত বন্ধু কবি সতীশচন্দ্র রায়ের রচনাবলীও (১৩১৯) সম্পাদনা করেন। বাংলা ভাষায় সাহিত্য-সমালোচনার প্রথম পর্বে তিনি বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন। পরবর্তীকালে সাহিত্য-সমালোচনার ধারা পরিবর্তিত হলেও তাঁকে বিশেষভাবে স্মরণ করা হয়।

অজিতকুমার চক্রবর্তী ছিলেন সাহিত্য সমালোচক, ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক এবং রবীন্দ্র-সাহিত্যের একজন প্রধান ব্যাখ্যাকারী।







===========∆∆∆∆∆∆∆∆=============














No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...