Wednesday, 25 September 2024

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সত্য বন্দ্যোপাধ্যায়. পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা। তিনি তিনশো নাটকে অভিনয় করেছেন। কুহেলি' ছবিতে যে সত্য বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন তিনি অন্য ব্যক্তি।‌। Dt - 25.09.2024. Vol -1010. Wednesday. The blogger post in literary e magazine.



সত্য বন্দ্যোপাধ্যায়

 (২৫ সেপ্টেম্বর ১৯৩৩ - ৩০ জানুয়ারি ২০০৬)




 পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা। তিনি তিনশো নাটকে অভিনয় করেছেন। 'কুহেলি' ছবিতে যে সত্য বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন তিনি অন্য ব্যক্তি।‌



জন্ম ১৯৩৩ খ্রিস্টাব্দের ২৫ সেপ্টেম্বর বিহারের পাটনায়। পিতা অতুলদেব বন্দ্যোপাধ্যায় ও মাতা অমিয়া দেবী।  তাঁর স্কুল জীবনের পড়াশোনা উত্তর প্রদেশের লখনউ-এ। সেখানকার অ্যাংলো-বেঙ্গলী স্কুল থেকে ম্যাট্রিক পাশ পর কলকাতায় আসেন। আশুতোষ কলেজ থেকে অনার্স নিয়ে বি. এ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজীতে এম.এ পাশ করেন।

সত্য বন্দ্যোপাধ্যায় ১৯৫২ খ্রিস্টাব্দে অভিনয় জীবন শুরু করেন উৎপল দত্তের লিটিল থিয়েটার গ্রুপে পরবর্তীতে যেটি পিপলস্ থিয়েটার গ্রুপে পরিবর্তিত হয়। তিনি উৎপল দত্তের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি পিপলস্ থিয়েটার গ্রুপের 'কল্লোল', 'অঙ্গার', 'নীচের মহল' , মহাবিদ্রোহ এবং তিতুমীর সহ ১৫০ টি নাটকে মুখ্যভূমিকায় অভিনয় করেন। ১৯৬৬ খ্রিস্টাব্দ হতে ১৯৬৭ খ্রিস্টাব্দ পর্যন্ত জার্মানির 'বার্লিনার এনসেম্বল'-এ প্রশিক্ষণ নেন। তিনি বাংলা ও ইংরাজী নিয়ে প্রায় চল্লিশটি নাটক পরিচালনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য নাটকের তালিকা-

বাজি (আন্তন চেখভের ছোটগল্প অবলম্বনে উৎপল দত্তের প্রযোজনা ও পরিচালনায়)

ফোর্টিনথ অফ জুলাই (উৎপল দত্তের প্রযোজনা)

দাঁতোঁ (উৎপল দত্তের প্রযোজনা)

লেলিনের ডাক (উৎপল দত্তের রচনা ও পরিচালনা)

অন্যান্য নাটক ও চরিত্র হল -


অন্যান্য নাটক

নাটক চরিত্র

টোটো বিষণ্ণ জোলা/হিরা সিং

বিকাশ ড.আনিসুজ্জামান

টিনের তলোয়ার হরবল্লভ

সূর্যশেখর হয়গ্রীব

ব্যারিকেড অটো বিরখোলৎস

এক

লা চলো রে গান্ধী



তিনি সত্যজিৎ রায় এবং মৃণাল সেন পরিচালিত কিছু ছবিতে অভিনয়ও করেছেন। তার উল্লেখযোগ্য ছায়াছবিগুলি হল - মৃণাল সেনের' 'একদিন প্রতিদিন' ১৯৮০) এবং সত্যজিৎ রায়ের 'জয়বাবা ফেলুনাথ' (১৯৭৯)


নির্বাচিত চলচ্চিত্রসমূহ

বছর ফিল্ম পরিচালক ভূমিকা

১৯৭৯ জয় বাবা ফেলুনাথ সত্যজিৎ রায় 

১৯৮০ একদিন প্রতিদিন মৃণাল সেন 

১৯৮৬ তিন পুরুষ উমানাথ ভট্টাচার্য 

পুরস্কার

সত্য বন্দ্যোপাধ্যায় রঙ্গমঞ্চ ও ছায়াছবিতে অভিনয়ের জন্য বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। 

১৯৮২ সালে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি পুরস্কার

১৯৮৯ সালে ঋত্বিক ঘটক পুরস্কার

সংগীত নাটক আকাদেমি পুরস্কার ১৯৯৬ 

বিএফজেএ পুরস্কার

“একদিন প্রতিদিন” ছবিতে অভিনয়ের জন্য পশ্চিমবঙ্গ সিনেমা পুরস্কার।



=======∆∆∆∆∆∆∆∆∆=={{{∆∆∆===}}===





No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। অশোকবিজয় রাহা । একজন ভারতীয় বাঙালি কবি, প্রাবন্ধিক এবং সমালোচক। তিনি রবীন্দ্র অধ্যাপক হিসেবে দীর্ঘদিন বিশ্বভারতীতে দায়িত্ব পালন করেন। Dt -14.11.2024. Vol -1052. Thrusday. The blogger post in literary e magazine.

অশোকবিজয় রাহা  (১৪ নভেম্বর ১৯১০ – ১৯ অক্টোবর ১৯৯০)  সময়টা ছিল আঠারোশো উননব্বইয়ের অক্টোবর। গঁগ্যার সাথে বন্ধুত্বে তখন কেবল চাপ চাপ শূন্যতা আ...