Saturday, 26 October 2024

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। চন্দ্রশেখর মুখোপাধ্যায়। বাংলার যশস্বী লেখক। প্রাবন্ধিক রূপে বিশেষ খ্যাতিমান ছিলেন তিনি। Dt -27.10.2024. Vol -1038. Sunday. The blogger post in literary e magazine.

চন্দ্রশেখর মুখোপাধ্যায় 




 বাংলার যশস্বী লেখক। প্রাবন্ধিক রূপে বিশেষ খ্যাতিমান ছিলেন তিনি।

জন্ম ১৮৪৯ খ্রিস্টাব্দের ২৭ অক্টোবর বৃটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের নদীয়ায়। পিতার নাম বিশ্বেশ্বর মুখোপাধ্যায়। তিনি বহরমপুর কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বি.এ পাশ করেন। প্রথমে বহরমপুর কলেজিয়েট স্কুলে এবং পরে পুঁটিয়া ইংরাজী স্কুলে কিছুদিন শিক্ষকতা করেন। ১৮৮০ খ্রিস্টাব্দে বি.এল পাশ করে ওকালতি শুরু করেন। ওকালতি ব্যবসায় তেমন সফল হতে পারেননি। অবশেষে ১৩১১ বঙ্গাব্দে (১৯০৪ খ্রিস্টাব্দে) কাশিমবাজারের মহারাজা মনীন্দ্র চন্দ্র নন্দী তাঁকে আমৃত্যু পঞ্চাশ টাকা মাসিক বৃত্তি দিয়ে উপাসনা পত্রিকার সম্পাদনার কাজে নিযুক্ত করেন। তবে চন্দ্রশেখর বঙ্গদর্শন পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় নবপর্যায়ের বঙ্গদর্শন পত্রিকার সাহিত্য সমালোচকও ছিলেন। তার সর্বশ্রেষ্ঠ গদ্যকাব্যগ্রন্থ উদ্ভ্রান্তপ্রেম প্রথমা পত্নীর অকালমৃত্যুর পর রচিত। ১৮৭৫ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত শোকোচ্ছাসপূর্ণ এই গদ্যকাব্যগ্রন্থটি একসময় বাঙালি পাঠক সমাজে বিশেষ ভাবে সমাদৃত হয়েছিল। বঙ্গদর্শন, বান্ধব, জ্ঞানাঙ্কুর প্রভৃতি পত্রিকায় তার প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হত। ১৮৮৫ খ্রিস্টাব্দে তিনি সেই সমস্ত প্রবন্ধের সংকলন "সারস্বতকুজ্ঞ" প্রকাশ করেন। 


রচনাবলী:

উদ্ভ্রান্তপ্রেম (১৮৭৫)
মশলা-বাধা কাগজ
সারস্বতকুজ্ঞ (১৮৮৫)
স্ত্রী-চরিত্র (১৮৯০)
কুঞ্জলতার মনের কথা
রামবসুর বিরহ
মৃন্ময়ী
রসসাগর.



চন্দ্রশেখর মুখোপাধ্যায় ১৯২২ খ্রিস্টাব্দের ১৯ শে অক্টোবর প্রয়াত হন।






No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...