Tuesday, 28 July 2020

দৈনিক শব্দের মেঠোপথ

∆=====∆∆∆=====∆∆∆=====∆∆∆=====∆
জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য নিবেদন-
        ( ইংরেজি মাস অনুসারে)
****************!!!!!!!!!!!!!!!!****************

১) জানুয়ারি
              অদ্বৈত মল্লবর্মণ, জসিমউদ্দিন, মদনমোহন তর্কালঙ্কার, আশাপূর্ণা দেবী, দেব শংকর হালদার, সুচিত্রা ভট্টাচার্য, তিলোত্তমা মজুমদার, স্বামী বিবেকানন্দ, নবনীতা দেবসেন, মহাশ্বেতা দেবী, তারাপদ সাঁতরা, সুকুমার সেন, ক্ষেত্র গুপ্ত, বিমল মিত্র, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাইকেল মধুসূদন দত্ত প্রমুখ।
----------------------------------------------------
২। ফেব্রুয়ারি 
              শামসুল হক, পূর্ণেন্দু পত্রী, চিত্তরঞ্জন মাইতি, নারায়ণ গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, নবীনচন্দ্র সেন, সত্যেন্দ্রনাথ দত্ত, গোপাল হালদার, কালীকৃষ্ণ গুহ, জীবনানন্দ দাশ, ভূদেব মুখোপাধ্যায়, হুমায়ুুন কবির, কালীপ্রসন্ন সিংহ, ভিক্টর হুগো, গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ।
-----------------------------------------
৩। মার্চ
         কুমুদ রঞ্জন মল্লিক, দিব্যেন্দুু পালিত, ঈশ্বর গুপ্ত, সমরেশ বসু, বিজয়া মুখোপাধ্যায়, সরোজ দত্ত, অ্যালবার্ট আইনস্টাইন, অন্নদাশঙ্কর রায়, রাজশেখর বসু, শৈলজানন্দ মুখোপাধ্যায়, স্টিফেন মালার্মে, আলোক সরকার, বরুণ চক্রবর্তী ,মল্লিকা সেনগুপ্ত, পবিত্র্র সরকার, ম্যাক্সিম গোর্কি, উৎপল দত্ত, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
----------------------------------------------------
৪। এপ্রিল
            এমিল জোলা, মৃদুল দাশগুপ্ত ,উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, চার্লস বোদলেয়ার, অমিয়় চক্রবর্তী, দেবারতি মিত্র, দক্ষিণারঞ্জন মজুমদার, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উইলিয়াম শেক্সপিয়র, শরৎচন্দ্র পণ্ডিত প্রমুখ।
-------------------------------------------------
৫। মে
          সত্যজিৎ রায়, পুলক চন্দ, পান্নালাল প্যাটেল, তপন রায়চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর ,ডেভিড হিউম , রবার্ট ব্রাউনিং,  উপেন্দ্রকিশোর রায়চৌধুরী , দেবেন্দ্রনাথ ঠাকুর, বার্ট্রান্ডড রাসেল, মানিক বন্দ্যোপাধ্যায়, রাস্কিন বন্ড, ভাষা আন্দোলনের শহীদ, বিহারীলাল চক্রবর্তী, রাজা রামমোহন রায়, বব ডিলান, সৌমেন চন্দ, কাজী নজরুল ইসলাম, ওয়াল্টার হুইটম্যান প্রমুখ।
-----------------------------------------------
৬। জুন
          অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, নীহাররঞ্জন গুপ্ত প্রমথনাাথ বিশী, ইয়েটস্ , হেমন্ত কুমার মুখোপাধ্যায়, মন্মথ রায়, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, বেগম সুফিয়া কামাল, নির্মলেন্দুু গুণ, কালিদাস রায়, নবারুণ ভট্টাচার্য, বঙ্কিমচন্দ্রর চট্টোপাধ্যায়, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, আশুতোষ মুখোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, রতনতনুু ঘাটী, আহমদ ছফা প্রমুখ।
-------------------------------------------------------
৭। জুলাই
             ড. বিধানচন্দ্র রায়, ফ্রানৎস কাফকা, প্রবোধকুমার সান্যাল, মুহাম্মদ শহীদুল্লাহ, ঝুম্পাা 
লাহিড়ি, অমিতাভ ঘোষ, আল মাহমুদ, পাবলো নেরুদা, মতি নন্দী, মহেন্দ্রনাথ গুপ্ত, অক্ষয় কুমার দত্ত, বিজন ভট্টাচার্য,  বিষ্ণু দে,  দ্বিজেন্দ্রলাল রায় , বনফুল , শচীন্দ্রনাথ সেনগুপ্ত,  প্যারীচাঁদ মিত্র , ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় , তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,  প্রভাত কুমার মুখোপাধ্যায় , জিম করবেট, মনোজ বসু, রজনীকান্ত সেন, জর্জ বার্নার্ড শ, হরিশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ।
---------------------------------------------
৮। আগস্ট
            অম্বুজ বসু ,প্রফুল্ল চন্দ্র রায়, ভূমেন্দ্র গুহ পি বি শেলী, প্রমথ চৌধুরী, মালী বুুড়ো, সুকান্ত ভট্টাচার্য ,শম্ভু রক্ষিত, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, শঙ্করীপ্রসাদ বসু, শম্ভু মিত্র ,সজনীকান্ত দাস ,তসলিমা নাসরিন মাদার টেরিজা প্রমুখ।
---------------------++-------------------
৯। সেপ্টেম্বর
               বীরেন্দ্র চট্টোপাধ্যায়, বজেন্দ্র লাল শীল প্রেমেন্দ্র মিত্র ,সর্বপল্লী রাধাকৃষ্ণাণ, প্রবোধকুমার ভৌমিক,  ব্রহ্মাময় নন্দ, রাজনারায়ণ বসু, সুনীল গঙ্গোপাধ্যায় ,আশুতোষ মুখোপাধ্যায় ,বিনয় বসু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৈয়দ মুজতবা আলী, সুবোধ ঘোষ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দিনেশ দাস, বিনয় মজুমদার, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, বিমল কর, অজিত দত্ত ,বিভাস চক্রবর্তী, ব্রাত্য বসু, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় নিকুঞ্জ বিহারী মাইতি, সতীনাথ ভাদুড়ী, ভগৎ সিং , ড. রামচন্দ্র মন্ডল, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
------------------------------------------
১০. অক্টোবর
       মোহনদাস করমচাঁদ গান্ধী, মণীন্দ্র রায় অলোকরঞ্জন দাশগুপ্ত, সমর সেন, অনিতা অগ্নিহোত্রী ,প্রচেত গুপ্ত, কবিতা সিংহ রায় , ড. প্রবাল কান্তি হাজরা,নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অতুলপ্রসাদ সেন , কোলরীজ, শামসুর রহমান, বীরেন্দ্রনাথ শাসমল মোহিতলাল মজুমদার, ভগিনী নিবেদিতা, সুকুমার রায় ,সুধীন্দ্রনাথ দত্ত ,অরুণকুমার সরকার, এজরা পাউন্ড, জন কিটস প্রমুখ।
-----------------------_-------------------
১১. নভেম্বর
            দীনবন্ধু মিত্র, অনিল ঘড়াই, অরুণ মিত্র শীর্ষেন্দু মুখোপাধ্যায় ,শ্যামল কান্তি দাস ,ঋত্বিক ঘটক, চিত্তরঞ্জন দাস, অতীন বন্দ্যোপাধ্যায় ,আলবার্ট কামু, জয় গোস্বামী ,মীর মশাররফ হোসেন, হরিপদ মন্ডল , শক্তি চট্টোপাধ্যায় ,অমিতাভ দাশগুপ্ত সুনীতিকুমার চট্টোপাধ্যায়, যতীন্দ্রমোহন বাগচী, জগদীশচন্দ্র বসু, বুদ্ধদেব বসু প্রমুখ।
----------------------------------------------
১২. ডিসেম্বর
                 গণেশ বসু, ক্ষুদিরাম বসু, দীনেশ গুপ্ত মণিশংকর মুখোপাধ্যায় ,নোয়াম চমস্কি, বেগম রোকেয়া, জেনস মিল্টন, সমরেশ বসু ,শিবরাম চক্রবর্তী, দেবেশ রায় ,নমিতা চৌধুরী, গোলাম মোস্তফা, শ্রীজাত, মনোজ মিত্র, রানী রাসমণি অমিতাভ গুপ্ত ,রমাপদ চৌধুরী ,কৃষ্ণা বসু, ঈশ্বর চন্দ্র প্রামাণিক প্রমুখ।
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

এছাড়াও প্রতি মাসে জন্মদিনের শ্রদ্ধা জ্ঞাপন পর্ব প্রতিনিয়ত  সংযোজিত হবে, তথ্য সংগ্রহ চলছে .....
################################
            













No comments: