Thursday, 30 July 2020

অনুগল্প সংখ্যা । পর্ব -২

 ∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
                   অনুগল্প সংখ্যা
                        পর্ব -২
**************"*****************************
             Doinik Sabder Methopath
                  Vol. -85. Dt - 31.7.20
==================================।          সূচিপত্র :
      জীবন থেকে বড়- বীরকুমার শী
       পুকুর কথা -সুধাংশু রঞ্জন সাহা
       যখন একা- গোবিন্দ মোদক
      স্বর্গে করোনা- সমরেশ সুবোধ পড়্যা
       তকমা- বিষ্ণুপদ জানা
       আশীর্বাদ- কাজী শামসুল আলম
        একটি চারা গাছ - মতিলাল দাস
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

জীবন থেকে বড়
বীর কুমার শী

             আঙুলে আঙুল রেখে অমিতেশ বলেছিল - সু,  'তোমার জন্য জীবন দিতে পারি আমি' ! অমিতেশের বাবা বলল - তুই যদি ওই মেয়েকে বিয়ে করিস , তাহলে আমার বাড়িতে তোর জায়গা হবে না।
          জীবন দিতে হয় তো পারতো কিন্তু বাবার সম্পত্তি হারাবার ভয় - অমিতেশকে সু' কাছ থেকে সরিয়ে দিল।

-------------------------------------




পুকুরকথা                            
-------------------------
সুধাংশুরঞ্জন সাহা

আমি নন্দনকাননের পুকুর । আমাকে ঘিরে রোজ মানুষের কোলাহল ! ঘাটে বসে কেউ ।  কেউ স্নান করে । কেউ সাঁতার কাটে । কেউ মাছেদের খাবার দেয়। মাছেদের সেকী উল্লাস ! 
#
আজ পাঁচ মাস । কেউ ভুলেও ঘাটে আসেনি। সাঁতার কাটেনি ! কচুরিপানা আর শ্যাওলায় ভরে গেছে আমার বুক । আমাকে ঘিরে শুধু একাকিত্বের ছায়া । জানি না কবে ফিরবে সুদিন !
--------------+-----------+------------+------






যখন একা....
                      গোবিন্দ মোদক 

       দশ বাই বারোর এই ঘরটি থেকে বের হলেই গলি ----- গলি থেকে রাজপথ। প্রতিদিন অফিস টাইমে দরজায় তালা ঝুলিয়ে বেরিয়ে এসে রিক্সায় চাপতাম। একাই। পঞ্চবটী মোড় থেকে তুমি উঠতে। তখন দু'জন। সহজেই পথটা ফুরিয়ে যেত। আজও আমি অফিস যাই ; ঘর থেকে গলি ---- গলি থেকে রাজপথ ---- রাজপথ থেকে গন্তব্য ---- তবে একা!
----------+++++++---------------+------------




স্বর্গে করোনা
সমরেশ সুবোধ পড়্যা

কারখানা বন্ধ তাই ব্রহ্মাজীর আর গণেশজীর মাস্ক পাওয়া মুশকিল৷ দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিকদের মর্ত্যধামে আসাটাই হচ্ছেনা এবছর৷ এককোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা৷ মনসা ও শীতলা রেগে কাঁই,
ফাল্গুনের শুরুতে ওঁদের পূজাটাই বন্ধ৷

স্বর্গপুরীর নির্দেশে কৈলাশ থেকে বেরোনো'তে একশ' চুয়াল্লিশ জারি - নন্দী, ভৃঙ্গী সহ মহেশদের!

২০২১শে কি হয়! চিনের মুন্ডুপাত আর কী?
~~~~~~~~~~~~~~


তকমা
 বিষ্ণুপদ জানা
                
           অভি এলি নাকি ?
       ভাঙ্গাচোরা বুড়ি গলায় আদুরে ডাক- বারে বারে.....
     মহামারী করোনা র প্রকোপে, ছেলে অভির বাড়ি ফেরা হয় না। শেষে পরিযায়ী তকমায় জেনারেল কামরা- শুকনো কাশি ও জ্বর -ভোর রাতে বাড়ি ফেরা.
          এসেছি মা ....
মা,  চোখ খোলে.... দূর থেকে ছেলেকে দেখে স্নেহের পরশ বলে ....আয়,  আয়, কাছে আয়।
          না মা ......দূরেই ভালো.
    ভোরে ছেলে কোয়ারেন্টাইন এ চলে যায়।
                           রক্তের সম্পর্ক  এই তকমায় কি মুছে যাবে !
-------------+--------------+------------------


আশীর্বাদ 
   ........ কাজী সামসুল আলম 

বহুদিন পর অবসরপ্রাপ্ত সহকর্মী নিতাইবাবুকে ফোন করলেন রহমত আলি, "দাদা কেমন আছেন?" 
"খুব ভালো নেই, আমফানের ঝড়ে ঘরের টালির চাল উড়ে গেছে, বাঁশের মাচার মাটির ছাদ ভেঙে ঘর লন্ডভন্ড, ভাইয়ের বাড়িতে আছি, ঘর সারাবার মত আর্থিক অবস্থা নেই ।"
বিডিও অফিসের গ্ৰুপ সি কর্মী নিতাইবাবু বরাবর সৎ ছিলেন, দুই মেয়ের বিয়ে দিয়ে এক নাতিকে নিয়ে স্বামী স্ত্রীর সংসার, পুত্র হয় নি ।
"দাদা কিছু মনে না করলে পাঁচ হাজার টাকা পাঠাবো?" 
উনি শুনে ফোনে কেঁদে ফেলে রহমতকে আশীর্বাদ করলেন |









একটি চারাগাছ 
মতিলাল দাস 

ক্ষুদ্রকে ক্ষুদ্র ভেবে তাচ্ছিল্য করতে নেই, ক্ষুদ্রের মধ্যেও বিরাট শক্তি আছে। বৃহৎকে ভাঙলে পরে ক্ষুদ্রই অবশিষ্ট থাকে। ছোট ছোট স্বপ্নগুলো সব আশা পূর্ণ করেনা, তবে এরাই আবার বড় স্বপ্নে পৌঁছে দেবার ঠিকানা দেখায় যেমন একটি চারাগাছ। ছোট হলেও চারাগাছ সকল প্রতিকূলতাকে জয় করে বৃক্ষে পরিনত হয়ে সুবিশাল রঙীন পৃথিবী গড়ে তোলে।  


∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...