Sunday, 16 August 2020

দৈনিক শব্দের মেঠোপথ

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
                           মুক্ত গদ্য
==========//////==========/////=======
                 Doinik sabder methopath
                Vol -102 . Dt - 17.8.2020
                 ৩২ শ্রাবণ ,১৪২৭. সোমবার
®®®®®®®®®!!!!!!!!!!!!®®®®®®®®®®®
              
 


                  কতটা জড়িয়ে ধরলে লতা হওয়া যায় এই শিক্ষায় কেটে যায়  জীবনের প্রহর।আমাদের পূর্ব   যারা লতা হওয়ার শিক্ষা নিতেন।কেউ কি তরু বৃক্ষ বিটপ হতে পারতেন না? পারতেন হয়তো কিন্তু সে শিক্ষাটা বেভুল পথে সরিযে রাখতেন।বন্ধ আছি. বদ্ধ আছি। থাকতে বাধ্য হচ্ছি।এই বাধ্য হওয়ার মধ্যে যে বদ্ধতা, তা আমায় নিপীড়ন  করছে। আমি বের হতে চেয়েও বাধ্য হচ্ছি।তাহলে কেমন ছিল বাধ্যতামূলক  জীবন নারীদের ... ভাবছি।
     জীবনকে কেমন দেখতে ভালোবাসি আমি? মুক্ত আকাশের মতো? আকাশের মতো রঙের কেউ ভালোবাসার  কথার অবসরে কখন নদী দেখায়, সে জল আকাশে আমার মুক্তির বাতাসের ঢেউ আঁকা ছিল কি? কতরাত কতদিন বৃষ্টিতে ভিজেছি কেবল।ভেজা শাড়িতে কেঁপে উঠেছি।এই পুলকের শিহরনে বিদ্যুতের মতো কবিতা রূপকথার চাতালে  বসে যে সৃজন প্রতিমা এঁকেছি , তাতেই কি আমার মুক্তি? আমি আমার বুকে তার লাবডুব্ শুনেছি।এক স্রোতের ভেতর যে সুপ্ত ও অনন্ত প্রাণ রয়েছে, যে অপরূপ আনন্দময়  স্বরূপ রয়েছে সেই আত্মা অত্মময় স্বরূপ হয়েছি।তবে এ আনন্দ সঙ্গীতে বেদনা জাগে কেন?

সংসার বলে দুজন মিলেই পূর্ণতা। দুজনেই আনন্দ গান।বহুবার দেখি বহুজনই বেসুর বাজছে।তবু তো বেজে যেতেই হয়।জীবনের এই সংসার বৃন্দগান নয়।তবু সুরে অসুরে বেজে যাই।বাজি বলেই জীবনের  গতি সাথে চলি।চলতে চলতে নদী হয়ে যাই, জল,মাটি।কখনও না চাইলেও লতা

একটি চুম্বন তোমার কপালে,আর একটি চুম্বন আমার  কন্যার কপালে।মনে হয় আমি যেন নদী,তোমার আমার আনন্দ গান অমরত্বের সুর ছুঁয়ে অমৃতবীজ বুনে দেয় আপত্য জীবন।তোমার জন্য, শুধু তোমারই জন্য অনন্ত জীবন চুম্বন

জীবন  একনদী একথা বহুজনই বলেন।নদীর
 গতি ময়তার সঙ্গে জলের স্রোতের মিল রয়েছে।মাটি জল পাখি প্রাণ জীবন সমস্ত এই নদী ছুঁয়ে।গাছের ছায়ায় রোদ ছায়া সেও যেন আলপনা।স্থুলতাকে সুক্ষ সৌন্দর্যের বিকাশে অনিন্দ্যসুন্দর রূপে উপস্থাপনা  করেছে।জগৎ কি ধ্যান না কল্পনা,কর্ম না কি হৃদয়? সন্ধান করে জীবন।আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে চেটে নিচ্ছি যে সুধা তার ওপরেও কি রয়েছে অনন্ত আনন্দ।জীবনের গতিশীলতায় সাক্ষাৎ দর্শনের রূপ ফুটে ওঠে।আলো অন্ধকার পরস্পরের পরিপূরক।অন্ধকারের গোপনে যে কাজ চলে তার বিষাদ থেকে মুক্তির জন্য আলো।
আমাদের জীবনে এক অদ্ভুত  সন্ধান আছে। যা আমরা বুঝে না বুঝেই করে থাকি।তা হলো আলোর সন্ধান।আলো কি দিতে পারে।উষ্ণতা এবং অন্ধকার হীন অবস্থা। আলোই আমাদের জীবনের সম্পর্ক।ঈশ্বর আনন্দ আস্বাদ করতে হ্লাদিনী শক্তির অবতরণ ঘটান।তিনিই রাধা। আদম সৃষ্টির আনন্দে নিজের পাঁজর থেকে ইভকে সৃষ্টি করেছেন। প্রতিজন্মেই এক অভ্যুদয়।আমরা আনন্দ থেকে বিষাদে।বিষাদ থেকে আনন্দে যাত্রাকরি।আমরা আনন্দ কামনা করি। এই আনন্দের জন্য ব্যক্তিকে অবলম্বন  করি। বেদনার বেড়া জালে কষ্ট পাই।আসলে আনন্দ আমাদের অন্তরে।আনন্দ স্থিতির অবস্থান আমাদের হৃদয়ে।আমরা কেবল সন্ধান জানিনা।
আমি বৈধ সম্পর্ককে অবৈধ হতে দেখেছি। প্রিয় সম্পর্ক কে অন্য সম্পর্কে  উপগত হতে দেখেছি বারবার।পরিত্যাগ করেছি দূষণ।মূক্ত আকাশ আমার প্রিয়। অন্তরের আনন্দ গানে আনন্দ স্থিতিতে অবস্থান।সমুদ্র নদের ঝড় বাদলে ভেঙে যাওয়া আমি চন্দনের বনে শান্তির আশ্রয়।চন্দন গাছ ছুঁয়ে থাকো.

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। পশুপতি ভট্টাচার্য । খ্যাতনামা চিকিৎসক ও সাহিত্যিক। Dt -15.11.2024. Vol -1053. Friday. The blogger post in literary e magazine

পশুপতি ভট্টাচার্য  ১৫ নভেম্বর ১৮৯১ -  ২৭ জানুয়ারি ১৯৭৮   একজন খ্যাতনামা চিকিৎসক ও সাহিত্যিক। জন্ম  বিহার রাজ্যে পিতার কর্মস্থল আরায়। তাদ...