Tuesday, 20 October 2020

দৈনিক শব্দের মেঠোপথ

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য


শঙ্করীপ্রসাদ বসু


স্যামুয়েল টেইলর কোলরিজ 
===========[/////////////======≠{========
           Doinik Sabder Methopath
            Vol -167.Dt -21.10.2020
               ৪ কার্তিক,১৪২৭. বুধবার
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
শঙ্করীপ্রসাদ বসু 
বিশ শতকের বঙ্গসংস্কৃতির এই অগ্রণী ব্যক্তিত্বের জন্ম ২১ অক্টোবর ১৯২৮ হাওড়া শহরে। 

 শিক্ষা হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন, রিপন কলেজ (বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ), প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়। আবাল্য রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সঙ্গে যুক্ত। ১৯৫০-এ বাংলা ভাষা ও সাহিত্যের এম.এ. পরীক্ষায় প্রথম।শ্রেণিতে প্রথম।

 শিক্ষকতা হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন, হাওড়া দীনবন্ধু কলেজ, হাওড়া গালর্স কলেজ, আমহাস্ট স্ট্রিট সিটি কলেজ, বঙ্গবাসী কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়। ১৯৯৩এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ি অধ্যাপকপদ থেকে অবসর গ্রহণের পর, আমৃত্যু রামকৃষ্ণ ইনস্টিটিউট অব কালচারের (গোলপার্ক) স্বামী বিবেকানন্দ আর্কাইভসের ডিরেক্টর এবং নিবেদিতা-চেয়ারে অধিষ্ঠিত। 

 বাংলা এবং ইংরাজীতে পঞ্চাশটিরও বেশি গ্রন্থের রচয়িতা এবং সম্পাদক।
মধ্যযুগের কবি ও কাব্য
বন্ধু বিবেকানন্দ', '
স্বামী বিবেকানন্দ: 
নতুন তথ্য নতুন আলো', 
'সহাস্য বিবেকানন্দ' ইত্যাদি। 
ভগিনী নিবেদিতার ওপর লেখা বইগুলি হল 'আমাদের নিবেদিতা',
 'নিবেদিতা লোকমাতা’ (চার খণ্ড), ‘
সমকালীন ভারতে সুভাষচন্দ্র’ (দুই খণ্ড),
 ‘রসসাগর বিদ্যাসাগর’, ‘
সহাস্য বিবেকানন্দ’, 
‘চণ্ডীদাস ও বিদ্যাপতি’ ইত্যাদি।
 এ ছাড়া রামকৃষ্ণ পরমহংস,মহাত্মা গান্ধীর ওপর গবেষণাধর্মী বই লিখেছেন। ক্রিকেট নিয়েও বই লিখেছেন।


 দেশী-বিদেশী পুরস্কারে সম্মানিত –

 সাহিত্য আকাদেমি পুরস্কার, 
বিবেকানন্দ পুরস্কার, 
আনন্দ পুরস্কার,
 বিদ্যাসাগর পুরস্কার, 
শরৎ পুরস্কার (ভাগলপুর),
জগত্তারিণী মেডেল, 
সরোজিনী বসু মেডেল, 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেকচারশিপ পুরস্কার (এশিয়াটিক সোসাইটি, কলকাতা),
 নিউইয়র্ক বেদান্ত সোসাইটি 
শতবার্ষিকী পুরস্কার ইত্যাদি।

 রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের প্রথম সাম্মানিক ডিলিট।
 নিউইয়র্ক এবং লসএঞ্জেলেস বঙ্গসম্মেলনে দুবার নিমন্ত্রিত অতিথি।  
বঙ্গীয় সাহিত্য পরিষদের ট্রাস্টি।

 দীর্ঘ অসুস্থতার পরে ৬ জুলাই ২০১৪এ রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে ছিয়াশি বছর বয়সে প্রয়াণ।
শঙ্করীপ্রসাদবাবুর ছোটো ছেলে শঙ্খ বসু বলেছেন, "বাবা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। সঙ্গে ধরা পড়েছিল রক্তের সংক্রমণ। ২৯ জুন তাঁকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করি। বাবাকে হারিয়ে নিজেকে অসহায় মনে হচ্ছে।" তাঁর হঠাৎ মৃত্যুতে অনেকগুলি লেখা অপ্রকাশিত অবস্থাতেই থেকে গেল। আজ, সোমবার শিবপুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শঙ্করীপ্রসাদ বসুর মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন শঙ্কর, প্রফুল্ল রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ সাহিত্যিক। শোকস্তব্ধ সাহিত্য অনুরাগী মানুষও।
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
২) 
স্যামুয়েল টেইলর কোলরিজ 

জন্ম ২১ অক্টোবর ১৭৭২। তিনি ছিলেন একজন ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক যে, তার বন্ধু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে ইংল্যান্ডের রোম্যান্টিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি লেক কবিদেরও (Lake Poets) সদস্য ছিলেন।

 কোলরিজ সবচেয়ে বেশি পরিচিত ছিলো
 তাঁর
 দ্য রাইম অফ দ্য অ্যান্সিয়েন্ট ম্যারিনার (The Rime of the Ancient Mariner) এবং
 কুবলা খান (Kubla Khan) কবিতার জন্য।বায়োগ্রাফিয়া লিটারেরিয়া (Biographia Literaria) তাঁর সৃষ্ট একটি অন্যতম সমালোচনামূলক প্রবন্ধ।
 শেক্সপিয়ারের উপর তার সমালোচনামূলক কাজ ছিলো খুবই প্রভাবশালী, 
তাছাড়া তিনি ইংরেজি ভাষী সংস্কৃতিতে জার্মান ভাববাদী দর্শনের সূচনা করতে সাহায্য করেছিলেন। তিনি অনেক পরিচিত শব্দ ও শব্দগুচ্ছ (words and phrases) উদ্ভাবন করেছিলেন যার মধ্যে প্রখ্যাত হচ্ছে 
suspension of disbelief ।
 এমারসন এবং আমেরিকান অতীন্দ্রিয়বাদে তাঁর বিশেষ প্রভাব ছিলো।

স্যামুয়েল টেইলর কোলরিজ
ওটেরি সেন্ট ম্যারি, ডেভন, ইংল্যান্ড জন্মগ্রহণ করেন। কবি, সমালোচক, দার্শনিক
সাহিত্য আন্দোলন।Romanticism
উল্লেখযোগ্য রচনাবলি
"রাইম অফ দি অ্যানশেন্ট ম্যারিনার", "কুবলা খান", "ক্রিস্টাবেল"

দাম্পত্যসঙ্গী
সারাহ ফ্রিকার

সন্তান

সারা কোলরিজ, বারকেলি কোলরিজ, ডেরওয়েন্ট কোলরিজ, হার্টলে কোলরিজ

কোলরিজ তাঁর প্রাপ্ত বয়স্ক জীবন ব্যাপী উদ্বেগ ও বিষণ্ণতার বিকলাঙ্গে ভুগেছিলেন; ধারণা করা হয় যে তিনি বাইপোলার ডিসর্ডারে ভুগেছিলেন যা তার জীবনকালে অসনাক্তই রয়ে গেছে। কোলরিজ দুর্বল স্বাস্থ্যে ভুগেছিলেন যার উৎপত্তি হয়েছিলো তার বাত জ্বর ও শৈশবকালীন অসুস্থতা থেকে। এই সব অসুস্থতার কারণে তাকে আফিমের আরক (laudanum) দিয়ে চিকিৎসা করা হয়েছিলো যার ফলে সারা জীবন তার মধ্যে আফিমের আসক্তি প্রতিপালিত হয়।

মৃত্যু ২৫ জুলাই ১৮৩৪।
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆





No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...