শিশু কিশোর @ শিশু কিশোর @ শিশু কিশোর
শিশু কিশোর পাতা
(পর্ব - ৪)
"এসেছে শরৎ হিমের পরশ
লেগেছে হাওয়ার পরে
সকাল বেলা ঘাসের আগায়
শিশিরের রেখা ধরে "
পাতা পাতা পাতা |||||||||||||| পাতা পাতা পাতা
Doinik Sabder Methopath
Vol -125. Dt - 09.09.2020
২৩ ভাদ্র,১৪২৭, বুধবার
এসেছে শরৎ এসেছে শরৎ এসেছে শরৎ এসে…
সুস্মিতা বাগ
শ্রেণী - সপ্তম
কন্টাই পাবলিক স্কুল। কাঁথি।
==============!!!!!!!!!!==============
ঈশিতা গিরি
শ্রেণি - ষষ্ঠ
কিশোরনগর শচীন্দ্র সিক্ষা সদন। কাঁথি
==============!!!!!!!!!!!=============
অদ্রিজা খুটিয়া
শ্রেণি - নার্সারি
মাউন্ট লিটেরা জি স্কুল। কন্টাই।
===============!!!!!!!!!!!============
স্বপ্নিল মান্না
শ্রেণী - ষষ্ঠ
কৃষ্ণনগর মনীন্দ্রনাথ হাইস্কুল
খেজুরী।
================!!!!!!!!!!============
শ্রীদাতৃ দাস
শ্রেণি - তৃতীয়
কে ভি এস বিন্নাগুড়ি ক্যান্ট
জলপাইগুড়ি।
==================!!!!!!!!==========সুকন্যা মাইতি
শ্রেণী -দ্বিতীয়
দক্ষিণ জাহানাবাদ শিশু শিক্ষা কেন্দ্র।
==============!!!!!!!!!!============
লকডাউনে শরৎ
দেবাংশু শেখর পড়িয়া
শ্রেণি - ষষ্ঠ
কন্টাই মডেল ইনস্টিটিউশন। কাঁথি।
শরতে যেন খুবই মজা
চারিদিকে হইঢই
কাশ শিউলি উঠেছে ফুটে
গন্ধ পেয়ে ভোমরা ছুটে
আনন্দে মন সাজা
সাথে ভারি মজা।
স্কুল বন্ধ পড়া শেষ
ঘরের মধ্যে আছি বেশ
মনে হয় পুরো বছরটাই ছুটি
কাটবে কেমন করে এতদিন
ক্রিকেট-ফুটবল সবই তো স্থগিত
এই লকডাউন এই ভাইরাসের
মনের সবটা যেন হল এলোমেলো
এই লকডাউনে কেবলমাত্র এই লকডাউনে
কত রাখবো দূরত্ব সাবধানে
সাথে সাথে ইচ্ছে করে
হোঁচট খেয়ে পড়ে যেতে
খেলতে খেলতে কাবাডি
ওটা হবে কি করে
যদি না খেলি কাবাডি।
No comments:
Post a Comment