Tuesday, 3 November 2020

দৈনিক শব্দের মেঠোপথ

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
        জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য


কবি শ্যামল কান্তি দাশ
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷////////÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
            Doinik Sabder Methopath
             Vol -180. Dt - 03.11.2020
            ১৭ কার্তিক, ১৪২৭. মঙ্গলবার
=============✓✓✓✓✓=============


মানুষ শ্যামলকান্তি 
                    সহোদর কবি মৃণালকান্তি দাশ 



মাস কয়েক আগেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 'বিদ্যাসাগর পুরস্কার'-এ সম্মানিত হলেন কবি শ্যামলকান্তি দাশ। তাঁর কবিতার সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত.


নিজের সহোদরকে নিয়ে কিছু লেখা মোটেই সহজ নয়। বিশেষ করে যখন মনে পড়ে যে সেই সহোদরকে জীবনে দাদার চেয়েও বেশি পেয়েছি বন্ধুর মতো করে। বুঝতে পারি না কোথা থেকে শুরু করব, আর কতটুকু বলব। একসাথে ভিড় করে আসে অমূল্য সব স্মৃতি, হাজারো কথা। তবে আজ এখানে দাদার কবিতা নিয়ে কিছু লিখছি না। সেসব লেখার জন্য উপযুক্ত মানুষ আছেন। আমি বরং লিখি দাদা শ্যামলকান্তির অজানা কিছু দিক।

                        ৩ রা নভেম্বর ১৯৫১ তে  জন্ম। 
অখন্ড মেদিনীপুরের এক ছোট্ট গ্রাম রাজনগরে কেটেছে আমাদের বাল্য-কৈশোর। সেই বিজলিহীন, পাকারাস্তাহীন গ্রামের হাইস্কুলে আমাদের বাবা ছিলেন সাহিত্যের শিক্ষক। সে গ্রামে ছিল একটি পাঠাগারও-- গণশিক্ষা কেন্দ্র। আর সেই পাঠাগারের ছোটদের বিভাগের গ্রন্থাগারিক কে ছিলেন জানেন? ক্লাশ সেভেন এইটের ছাত্র আমার দাদা শ্যামলকান্তি।

গ্রন্থাগার ছাড়াও গ্রামে ছিল একটা ছোট্টো ডাকঘর। মাটির ঘরে। অমলের মতোই রোজ দাদার দিনের বেশ কিছুটা সময় কাটতো ডাকপিয়নের প্রতীক্ষায়। ঐ বয়সেই দাদা চিঠি লিখত নরেন্দ্র দেব, আশাপূর্ণা দেবী, সৈয়দ মুজতবা আলী, তারাশঙ্করের মতো মানুষদের। তাদের উত্তরের অপেক্ষায় থাকত দাদা। তবে দাদা যে সেবয়সে শুধু বইপত্রের সঙ্গেই সময় কাটাতো তা কিন্তু মোটেই নয়। লুকিয়ে যাত্রাপালা বা মেলায় নররাক্ষসের কান্ড দেখতে যাওয়া, নদীর ঘাট থেকে নৌকা খুলে নিয়ে নিরুদ্দেশ যাত্রা, সাঁতরে নদী পারাপার এসবেও দাদার ছিল সমান আগ্রহ।
দাদার প্রথম প্রেম কিন্তু কবিতা নয়। বরং ছবি আঁকা। ছবি আঁকার নেশা দাদাকে এমন ভাবে পেয়ে বসেছিল যে পড়াশোনা শিকেয় ওঠার অবস্থা। একদিন বাবা রাগ করে ওর আঁকা সব ছবি ছিঁড়ে ফেললেন। তখন থেকে শুরু হল দাদার কবিতা লেখা। দাদার রবীন্দ্রসংগীতের গলাটিও ছিল ভারী চমৎকার। অসংখ্য গান ছিল ওর কন্ঠস্থ। এছাড়া দাদা কাবাডিতেও ছিল বেশ পটু। তবে চেহারাটা রোগা টিঙটিঙে হওয়ার কারণেই হয়তো খেলার মাঠ থেকে প্রায়শই প্রতিপক্ষের মার খেয়ে বাড়ি ফিরত। এমনিতে দাদা ভিতুই ছিল, বিশেষ করে অন্ধকার হলেই ভূতের ভয়ে কাবু। কিন্তু এক অন্যরকমের দুঃসাহস ছিল ওর মধ্যে যা ঐ বয়সের ছেলেদের মধ্যে আজও বিরল।

ওর ছেলেবেলার তেমনি কিছু অসীম দুঃসাহসের গল্প বলি। ঘাটাল থেকে একটি সংবাদ পাক্ষিক বেরোত। একদিন দাদা সেই পত্রিকার দপ্তরে হাজির। না, পত্রিকায় লেখা ছাপানোর আবদার নিয়ে নয়। সেই পত্রিকার ছোটদের বিভাগটি পরিচালনার দাবি নিয়ে। সম্পাদক মশাই অবাক হলেও নিরাশ করেননি সপ্তম শ্রেণীতে পড়া ছেলেটিকে। অবশ্য ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ই তো স্কুল ম্যাগাজিনের ছাত্র-সম্পাদক শ্যামলকান্তি।

স্কুলজীবনে শ্যামলকান্তি আর একটি দুঃসাহসের ঘটনা উল্লেখ করি। সম্ভবত সে বছরই যুব কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে। দাদা তখন দশম শ্রেণী। অঞ্চল যুব কংগ্রেসের সভাপতি নির্বাচিত হল এক মাস্টারমশাইয়ের সস্নেহ উশকানিতে। চলতে থাকল বাবাকে লুকিয়ে মিটিং মিছিল সভায় বক্তৃতা। মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিয়ে। বাবার টের পেতে দেরি হল না। ফলে বাবার বেত্রাঘাতে দাদার রাজনৈতিক নেতা হওয়ার বাসনায় সেখানেই ইতি।

দাদার আরো একটা সাহসের গল্প বলি। কলেজে পড়ার সময় হাত খরচের পয়সা বাঁচিয়ে পত্রিকা করছে। 'জনপদ' সংবাদ পাক্ষিক। সেবার দুর্গাচকে বি পি আই এন টি ইউসি-র সম্মেলনে দাদা জনপদ পত্রিকার একটি কপি তুলে দিলেন সমবায় মন্ত্রী জয়নাল আবেদিনের হাতে। একটি তথ্যগত ভুল চোখে পড়ায় রাগে ফেটে পড়লেন তিনি। দাদাকে বললেন পত্রিকা বন্ধ করে দিতে। দাদাও সপাটে উত্তর দিয়েছিল, "কোনো মন্ত্রীর বদন্যতায় বেরোয়না এ কাগজ। হাত খরচের পয়সা বাঁচিয়ে বের করি। আপনার ক্ষমতা থাকলে বন্ধ করে দেখান!"

দাদা বরাবরই এরকম। স্পষ্টবক্তা। তোষামোদে ভরসাহীন। ওর একটাই প্যাশন, এবং সেটা হল কবিতা। কবিতা নির্মাণে কখনও ছেদ পড়েনি দাদার। হাজার অপমান, লাঞ্ছনা, অভাবের মধ্যেও কবিতার প্রতি অবিচল। একনিষ্ঠ। কবিতা থেকে দাদা সরে আসেনি কখনও।

শুধু নিজের কবিতা লেখাই নয়, অন্য কবিসাহিত্যিক, শিল্পীদের জন্যও দাদা অক্লান্ত ভাবে কাজ করে গেছে। নতুন কবি খুঁজে বের করা, তাদের হয়ে প্রচার করা, পত্রিকা দপ্তরে তাদের লেখা নিজে হাতে পৌঁছে দেওয়া, এমন কত যে করেছে! শুধু কী তাই! সারারাত জেগে অসুস্থ বন্ধুর সেবা করা, কোনো বন্ধুর চাকরীর জন্য উমেদারি করা, কাউকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, রাত জেগে কারো কবিতা এডিট করে দেওয়া-- বন্ধুদের জন্য কোনো পরিশ্রমেই যেন ওর ক্লান্তি ছিল না। আর দাদার বন্ধুবান্ধবের তালিকাও ছিল ঈর্ষণীয় ভাবে দীর্ঘ। কিন্ত তাদের সবাই তো আর প্রকৃত বন্ধু ছিল না, বন্ধুর মুখোশ পরা শত্রুও ছিল অনেক। দাদা বারবার তার প্রমাণ পেত, তবু যেন ফুলের সঙ্গে কাঁটাকেও মেনে নিয়েছিল সহজ ভাবে।

মহিষাদল কলেজে পড়ার সময় দাদা কলেজ পত্রিকার সম্পাদনা করেছিল দুবার। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ওর সম্পাদনায় 'আমরা' পত্রিকাটি কলেজ পত্রিকার জগতে এক অনন্য সংযোজন। এসময় থেকেই দাদার সম্পাদনায় কয়েকটি ক্ষীণায়ু ও দীর্ঘায়ু পত্রিকার জন্ম। কনসার্ট, প্রতীতি, জনপদ, কবিতা সংবাদ,বররুচি ইত্যাদি পত্রিকাগুলি সে সময় পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছিল খুব।

সংগঠক হিসাবেও শ্যামলকান্তির দক্ষতা প্রশ্নাতীত। শুধু মেদিনীপুর কেন সারা পশ্চিমবঙ্গে কবি জীবনানন্দের জন্মদিন অমন মর্যাদার সঙ্গে কেউ পালন করেছেন কিনা জানা নেই। অবশ্য এই উদ্যোগে সঙ্গী ছিল কবি তপনকুমার মাইতি বা নীলকন্ঠ ঘাটীর মতো বন্ধুরা। সারা বাংলা তরুণ লেখক সম্মেলন, সারা বাংলা কবিতা উৎসব, সৌহার্দ্য সত্তর, বিশ্ব বাংলা কবিতা উৎসব-- সর্বত্রই ছড়িয়ে রয়েছে শ্যামলকান্তির সাংগঠনিক দক্ষতার পরিচয়।

শুধু কবিতার জন্য একটা আস্ত জীবন খরচ করে ফেলা কোনো সহজ কথা নয়, কিন্তু অসম্ভবও যে নয় শ্যামলকান্তি একথা জানত। তাই কখনো সুতাহাটার তিনশো বত্রিশ টাকা বেতনের এক অস্থায়ী স্কুল শিক্ষকের চাকরি ছেড়ে দেড়শো টাকা মাসিক সাম্মানিকে কৃত্তিবাস পত্রিকায় যোগ দিয়েছে, কখনো বা আত্মমর্যাদার প্রশ্নে স্বেচ্ছা অবসর নিয়েছে আনন্দবাজারের মতো প্রতিষ্ঠান থেকেও।

আজ, নিজের দাদা বলে নয়, তার একজন পাঠক হিসাবেই ভালো লাগে খুশি হই যখন এই কবিতা পাগল মানুষটা সম্মানিত হয়, স্বীকৃতি পায়। যদিও মনে হয় যে সম্মান তার পাওয়া উচিত ছিল, আজও তা অধরা। তবে এও জানি, দাদা কোনো সম্মান, পুরস্কার, প্রশংসা, পিঠচাপড়ানোর প্রত্যাশা করে কবিতাকে ভালোবাসেনি। সে অনন্ত কবিতা-পথ হেঁটে যাবে নির্বিকার। একা। একলা।



"কাগজকুচি" তাঁর প্রথম কাব্যগ্রন্থ। এছাড়া 30 টির বেশী কাব্যগ্রন্থ রচনা করেছেন। দীর্ঘ সময় ধরে সাংবাদিকতার কাজে যুক্ত থেকে অবসর গ্রহণ করেছেন। 12 টির বেশি পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত থেকেছেন। এখন তিনি সম্পাদক " কবি সম্মেলন "। মাসিক সাহিত্য পত্রিকা। শিশু কিশোর একাডেমী সহ অন্যান্য প্রতিষ্ঠান সঙ্গে যুক্ত থেকে কবিতাপ্রেমী মানুষটি তরুণ প্রজন্মকে উৎসাহ দিয়েছেন আজীবন। কবিতাকে ভালোবেসে নির্মাণ করে চলেছেন কবিতা বাসর। আধুনিক যাপন চিত্রের ধারাপাত। কবি বিষ্ণু দে পুরস্কার , কবিজীবনানন্দ দাশ পুরস্কার ,বিদ্যাসাগর পুরস্কার সহ নানান পুরস্কার ও সম্মাননায় ভূষিত তিনি। 



তাঁর কয়েকটি উল্লেখযোগ্য কবিতা -

মুক্তি
 

মুক্তি লেখা সাদা বাড়ি, মুক্তি লেখা ধুলোর আভাস
মুক্তি লেখা কালো রাস্তা, পৌঁছেছে কেরানিটোলায়
কে যাবে, কীভাবে যাবে, পাখা মেলবে কোথায় কোথায়
জানি না তেমনভাবে আপাদমস্তক, তবে কিনা
অগাধ নদীর দেশে একদলা মুক্তি পড়ে আছে!

 

দুঃখ
 

বনের মধ্যে আবার যেন ভেংচি কাটছে কেউ
হঠাৎ খুবই ঘাম ঝরছে শিরায় ও লোমকূপে
কোমর থেকে কুলকুলিয়ে রক্ত নামছে নীচে
সূক্ষ্ম অঙ্গ ছিট্‌কে গেল, সূর্য নিল বিদায়

বিদায়-লেখা সূর্যে এখন কতই বা আর যাব
চড়াম চড়াম ঢাক বাজছে, আঁচড়ে দিল মালিক
বউ গিয়েছে নতুন কোনো সওদাগরের বাড়ি –
কালো মেয়ের দুঃখ অনেক, কান্না এল ঝেঁপে!

 

রক্ত
 

আবার আমি রক্ত খেতে মাঠের কাছে এলাম
রক্তগুলো কেমন যেন, আলুনি আর সাদা
আর তা ছাড়া… ফাঁকা মাঠের ফাটল দিয়ে ঘেরা
ঝড় উঠেছে বাউল বাতাস, উড়ছে মরা পাতা
রক্ত ছাড়াই নদীর শেষে পালিয়ে যাচ্ছি, কুকুর!

 

প্রেমিক
 

আমরা দুজনেই প্রেমে মশগুল ছিলাম।
তিনশো তলা ইমারতের টঙ থেকেও
ভোলেভালা মানুষ শুনতে পেত তোমার প্রেমার্তি।
তোমার গোল গোল কান্নায় চাঁদের ছায়া পড়ত।
তুমি কোনোদিন জানতেই পারলে না,
একদিন আমিও তোমার
সর্বংসহ প্রেমিক ছিলাম!

 

বঙ্গে শরৎ
 

আবার শরৎ এল – কুলুকুলু সন্ধ্যার বাতাস
আবার কুন্দফুলে চন্দ্রমার হাসি
নতুন ইঙ্গুদীতেলে জবজবে দূরের কবিতা
তোমার মতন কালো, ক্ষীণকায় কবিগুলি
ক্ষিরাই নদীর কূলে পেতেছে আসর

আবার স্রোতের ধাক্কা – ডুবুডুবু বঙ্গে শরৎ!


=================================

 



No comments: