আঞ্চলিক ইতিহাস চর্চার
পর্ব -০১
কৃষ্ণনগর' এ গান্ধীজি
=================================
Doinik Sabder Methopath
Vol -241. Dt -03.01.2020
১৮ পৌষ,১৪২৭. রবিবার
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
আজ ৩ রা জানুয়ারি ২০২১ রবিবার। জাতির জনক মহাত্মা গান্ধীজি অখন্ড মেদিনীপুর আগমনের চতুর্থ বারের মধ্যে শেষবার গেঁওখালি থেকে লঞ্চে যোগে মহিষাদল কাঁকরা কাঁথির বিভিন্ন সভায় যেমন অংশ' নিয়েছিলেন তেমনি হিজলি টাইটেল ক্যনেল ধরে ফেরার পথে তিনি খেজুরি থানার অন্তর্গত কৃষ্ণনগরের কার্টুনী সম্মেলন ও অংশ নেন , আজকের দিনে। মুখ্যত জাতীয় শিক্ষক শ্রী ঈশ্বর চন্দ্র প্রামাণিক, শ্রী নিকুঞ্জ বিহারী মাইতি, শ্রী পূর্ণেন্দু শেখর ভৌমিক, শ্রী ভাগ্যধর মাইতি, শ্রী ভীমা চরণ মাইতি, শ্রী সুরেন্দ্রনাথ মাইতি, শ্রী উপেন্দ্রনাথ প্রধান , শ্রী জীবন কৃষ্ণ মাইতিসহ বহু মানুষের আমন্ত্রণে পদার্পণ করেছিলেন। প্রায় ৭ হাজার লোকের সমাগম তিনি মৌনব্রত অবলম্বন করেছিলেন ফোন করেছিলেন, রামধুন সংগীতে অংশ নিয়েছিলেন। ১৫ মিনিট অবস্থান করার পরে আবার লঞ্চ যোগে মহিষাদলের দিকে রওনা হয়েছিল। তিনি সাক্ষাৎ করেছিলেন কৃষ্ণনগরের রানী শরৎকুমারী সঙ্গে। তাঁর আগমনের স্মৃতি উদ্দেশ্যে যে ভবন নির্মিত হয়েছিল, তা আজ গান্ধীভবন নামে পরিচিত। তাঁর মতাদর্শকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে গান্ধী ভবন কমিটি গঠিত হয়েছে। আগামী দিনে গান্ধী মূর্তি স্থাপনের পরিকল্পনা রয়েছে।
আজকের দিনে কৃষ্ণনগর কৃষ্টি সংসদ সেই স্মৃতি বিজড়িত একটি ছোট্ট বই প্রকাশ করেছে। "কৃষ্ণনগর 'এ গান্ধীজি ". সেই বইয়ের অংশ থেকে সবকিছু আজ প্রকাশ করা হলো।
গান্ধীজি র স্মৃতি বিজড়িত এই সেই তালগাছ,
সভা চলাকালীন গাছটি অসুবিধা করায় জনৈক কুরুল নিয়ে গাছটি কাটতে গিয়েছিলেন, গান্ধীজির নির্দেশে কাটা বন্ধ হয়। এখনো সেই কাটা চিহ্ন বহন করে চলেছে গাছটি।
কৃষ্ণনগর গান্ধী ভবন কমিটি, কৃষ্ণনগর ক্লাব
মেদিনীপুর সমন্বয় কমিটির খেজুরি শাখা
সকলের উদ্যোগে আজ দিনটি প্রতিপালিত হয়
শ্রদ্ধা জ্ঞাপন সহ আলোচনার মধ্য দিয়ে।
উপস্থিত ছিলেন -
ড. রাম চন্দ্র মন্ডল, ড. প্রবাল কান্তি হাজরা, শ্রী গৌতম কুমার মাইতি, শ্রী রবীন্দ্রনাথ মাইতি, শ্রী অঞ্জন কুমার দাস, শ্রী স্বপন কুমার মন্ডল, শ্রী সুমন নারায়ন বাকরা, শ্রী শোভন মাইতি, শ্রী বিমান কুমার নায়ক, শ্রী গুরুপদ মাইতি,
শ্রী গৌরীশংকর মান্না, শ্রী সুদর্শন সেন, শ্রী শুভেন্দু কামিলা শ্রী সমরেশ সুবোধ পড়িয়া প্রমুখরা।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন - ড. বিষ্ণুপদ জানা।
মাননীয় শ্রী বিমান কুমার নায়ক মহোদয়গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন।
কৃষ্ণনগর 'এ গান্ধীজি
বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে।
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
No comments:
Post a Comment