Saturday, 9 January 2021

দৈনিক শব্দের মেঠোপথ

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
        জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য
সুচিত্রা ভট্টাচার্য
============∆∆∆∆∆∆============
        Doinik Sabder Methopath
        Vol -247. Dt -10.01.2021
         ২৫ পৌষ,১৪২৭. রবিবার
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷∆∆∆∆∆∆÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

বিশ শতকের সত্তরের দশকের শেষদিকে মুখ্যত নারী-জীবনের শোষণ ও বঞ্চনাজনিত তীব্র ক্ষোভ ও শ্লেষ নিয়ে আধুনিক সাহিত্যের ধারায় যার আবির্ভাব , তিনি যুগে যুগে যন্ত্রণার প্রেক্ষাপটে ও সমাজের স্বতোৎসারিত প্রতিবাদী জীবন্ত লেখিকা হয়ে ওঠেন- তিনি সুচিত্রা ভট্টাচার্য। একজন প্রগতিশীল আধুনিক কথাকার।

সুচিত্রা ভট্টাচার্য ১৯৫০ খ্রিষ্টাব্দের ১০ই জানুয়ারি ভারতের বিহারের ভাগলপুরে মামারবাড়িতে জন্মগ্রহণ করেন। যদিও তার পিত্রালয় ছিল মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে, তবে কলকাতা শহরে তার স্কুল ও কলেজ জীবন কাটে। তিনি কলকাতা শহরের যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক হন।কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের সময় তিনি বিবাহসূত্রে আবদ্ধ হন। বিভিন্ন স্থানে চাকরি করার পর তিনি সরকারী চাকরিতে যোগদান করেন। লেখিকা হিসেবে সম্পূ্র্ণ রূপে সময় দেওয়ার জন্য তিনি ২০০৪ খ্রিষ্টাব্দে তার চাকরি থেকে ইস্তফা দেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া অঞ্চলের বাসিন্দা ছিলেন। 

রচনা কর্ম -

উপন্যাস -
    কাছের মানুষ, চেনা মুখ অচেনা মুখ, অর্পিতা ,সীমারেখা, শেষ বেলায়, সহেলী, হার-জিতের খেলা অদ্ভুত আঁধার এক, হঠাৎ অরণ্যে, মেঘ, পাহাড় রং বদলায় ,অচিন পাখি, শূন্য থেকে শূন্য, হলুদ গান ফিরে দেখা, ঢেউ আসে ঢেউ যায় ,ভালো মেয়ে খারাপ মেয়ে, কাচের দেওয়াল, আমি রাইকিশোরী আবর্ত, যখন যুদ্ধ, অন্য বসন্ত, আয়না মহল, আলো ছায়া, উড়ো মেঘ, অলীক সুখ, গভীর অসুখ চারদেওয়াল ছেঁড়া তার জলছবি দহন নীল ঘূর্ণি পরবাস পালাবার পথ নেই ভাঙ্গন কাল রঙিন পৃথিবী হেমন্তের পাখি মাঝরাতের অতিথি ধূসর বিষাদ প্রভৃতি।

ছোটগল্প সংকলন -
অন্য অনুভব,  খাঁচা , ময়নাতদন্ত  প্রভৃতি।

কাছের মানুষ উপন্যাসে মা ও মেয়ের দ্বন্দ্বমুখর কাহিনী চরিত্রের সূক্ষ্মতায় বর্ণিত । হেমন্তের পাখি শুধু অদিতির গল্প নয় মৌলিক জীবন খুঁজে নিতে স্বপ্নীল উত্তরনের একটি অধ্যায়ও বটে। কাচের দেওয়াল অষ্টাদশী রমণী বৃষ্টির বেপরোয়া জীবনের কাহিনী হলেও আধুনিক জীবন জটিলতার সংঘাতে ক্ষতবিক্ষত। আবার পালাবার পথ নেই রহস্যময় উপন্যাসে নিষ্ঠুর হত্যাকাণ্ড ব্ল্যাকমেল যেমন এসেছে তেমনি সন্দেহের অবকাশে বিদিশার অতীত জীবন ফাঁস হয়েছে। রূপকথা নয় এমন উপন্যাসে তিনি নারীর আশ্রয় সন্ধানের যে ছবি এঁকেছেন কলেজছাত্রী চিকুর ওভারটাইম অধ্যাপক উপলক্ষে সামনে রেখে তা যেন আবাল্য প্রেমের নতুন যৌবন। তার অন্য বসন্ত উপন্যাসটি প্রেমহীনতার জটিলতায় একান্ত সামাজিক। দহনে তিনি নারীর স্বাধীনতা লাঞ্ছনা শোষণ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছেন উপন্যাসের নায়িকা ঝিনুক মস্তানদে্য হাত থেকে বাচিয়েঁছে রমিতা কে ফিরিয়ে দিয়েছে তার নারীর সম্ভ্রম ।এইভাবে লেখিকা নারীদের সম্মান কে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর রচনায়। এইভাবে ধূসর বিষাদ অন্য অনুভব আমি মাধবী বনসাই মানুষ যেমন অবগাহন সম্পর্ক খাঁচা প্রভৃতি লেখার মধ্য দিয়ে আমরা চিনে নিতে পারি তার মনন ও মেজাজের ক্যানভাস কে তিনি উপলব্ধি করেছেন আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে নারীদের অপূর্ণতা অবজ্ঞা লাঞ্ছনা শোষণের নানান ইতিহাস আর সেগুলির ব্যাখ্যা-বিশ্লেষণ প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলেছেন অভিনব রূপে তাঁর রচনার মধ্য দিয়ে তাই সমালোচক জয়দেব বন্দ্যোপাধ্যায় বলেছেন -"
নারীর নিজস্ব ছন্দ এখানে বাঙ্ময় হয়ে এখানে গদ্য কাঠামোয় ঋজু। নান্দনিকতায় ঋদ্ধ সুচিত্রা ভট্টাচার্যের স্মার্টনেস একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সবার উপর জীবনকে দেখার এই ডিটেলিং এর গুণেই তিনি জিতে যান কাহিনীর ভাঁজে ভাঁজ
 সালিমা জরির মত লীন হয়ে থাকে সুচিত্রার জীবন দর্শন ".
সত্যিই তাই মধ্যবিত্ত জীবনের উত্থান-পতন এর বাস্তব ও মর্মস্পর্শী কথাকার সুচিত্রা ভট্টাচার্য আধুনিক বাংলা সাহিত্যের জগতে একটি চিরস্মরণীয় প্রতিভার ভাস্বর।
তাঁর লেখা থেকে 'দহন', 'ইচ্ছে', 'রামধনু', 'অলীক সুখ'-এর মতো বেশ কিছু জনপ্রিয় ছবি তৈরি হয়েছে বাংলায়। সম্প্রতি পুজোর লেখায় হাত দিয়েছিলেন, কিন্তু তা অসম্পূর্ণই রয়ে গেল।

দহন ও অলীক সুখ ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 

২০১৫ সালের ১২ই মে রাত ১০টা ৪৫ মিনিটে তার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে সুচিত্রা ভট্টাচার্যের জীবনাবসান হয়।
সুচিত্রা ভট্টাচার্যের লেখা হিন্দি, তামিল, তেলুগু, মালায়লম, ওড়িয়া, মারাঠি, গুজরাতি, পাঞ্জাবি ও ইংরাজি ভাষায় অনুবাদ করা হয়েছে।

পুরস্কার ও সম্মাননা -
নঞ্জাগুডু থিরুমালাম্বা জাতীয় পুরস্কার, ব্যাঙ্গালোর (১৯৯৬)
কথা পুরস্কার (১৯৯৭)
ত্রিবৃত্ত পুরস্কার (১৯৯৮)
সাহিত্যসেতু পুরস্কার (১৯৯৯)
তারাশংকর পুরস্কার (২০০০)
দ্বিজেন্দ্রলাল পুরস্কার (২০০১)
শরৎ পুরস্কার (২০০২)
ভুবনমোহিনী মেডেল (২০০৪)
ভারত নির্মাণ পুরস্কার (২০০৪)
সাহিত্য সেতু পুরস্কার (২০০৪)
শৈলজানন্দ স্মৃতি পুরস্কার (২০০৪)
মতি নন্দী স্মৃতি পুরস্কার (২০০৯)

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...