Saturday, 27 February 2021

দৈনিক শব্দের মেঠোপথ

আঞ্চলিক ইতিহাস চর্চার ধারা
পর্ব ৪
কাঁথি ২. দেশপ্রাণ ব্লক এর লৌকিক দেব দেবী
=================================
দৈনিক শব্দের মেঠোপথ
Vol-295. Dt -27.02.2021
১৪ ফাল্গুন,১৪২৭. শনিবার
------------------------------------------------
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দু'নম্বর ব্লক দেশপ্রাণ, স্বাধীনতা সংগ্রাম শিক্ষা-সংস্কৃতি শিল্প সমাজ কল্যাণ নিযুক্তি সম্প্রীতি ইত্যাদিতে প্রগতির প্রায় সর্বক্ষেত্রে উল্লেখযোগ্য অবস্থানে আসীন ।এই ব্লকের অধিবাসীদের ধর্মীয় অবস্থান ও বৈচিত্রের মধ্যে যথেষ্ট ঐক্য আমরা লক্ষ্য করি ।বিশেষ করে কালী মাতা শীতলা মনসা শিব লক্ষীনারায়ন রাধাকৃষ্ণ জগন্নাথ বলরাম সুভদ্রা এরা যেমন রয়েছে তেমনি কিছু কিছু জায়গায় দরগা মসজিদ ঈদগাহ। হিন্দু মুসলমান সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষায় বছরভর মেলা পার্বণ উৎসব অনুষ্ঠান হয়ে থাকে প্রত্যেকে আনন্দ উপভোগ করে থাকেন। জনগণের মধ্যে একটি মেলবন্ধন সংঘটিত হয় এই অঞ্চলের সমস্ত লৌকিক দেব দেবীরা বিভিন্নভাবে লৌকিক ও শাস্ত্রমতে পূজা-অর্চনা সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বছর পূজিত হয়ে আসছেন, তাদের একটি ইতিহাসময় তালিকা নিম্নে দেওয়া হল।
------------------------------------

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...