Tuesday, 2 March 2021

দৈনিক শব্দের মেঠোপথ

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
আঞ্চলিক ইতিহাস চর্চা 
পর্ব -৫
সুতাহাটা অঞ্চলের লৌকিক দেব দেবী
============∆∆∆∆∆∆∆============
Doinik Sabder Methopath
Vol -298. Dt -02.03.2021
১৭ ফাল্গুন। ১৪২৭ 
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷¶¶¶¶¶¶¶¶÷÷÷÷÷÷÷÷÷÷÷
আঞ্চলিক ইতিহাস চর্চার ধারা ধরে আজকের আলোচনার বিষয় হুগলি নদী ও হলদি নদী বেষ্টিত 218 টি মৌজা অন্তর্ভুক্ত হলদিয়া অন্যতম থানা সুতাহাটা। যার উত্তর-পশ্চিম কোণে লটপটিয়া ,উত্তর-পূর্ব কোণে রূপনারায়ন চক ,শালুক খালি ঝিকুরখালি , দক্ষিণ-পশ্চিম কোণে দত্তর চক যামিনী চক এবং দক্ষিণ-পশ্চিম কোণে আনন্দপুর ঈশ্বর দহ জলপাই প্রভৃতি মৌজা।
এই থানাটি আগে সুতাহাটা পরগনা নামে পরিচিত তারও আগের নাম ছিল দুরোদুবনান। দরিয়া অর্থে মাছ সমুদ্র এমনই শব্দ যা ভূখণ্ডটির উদ্ভব কথায় ছিল।  ডুবছিল কথাটির আঞ্চলিক শব্দ দুবনান। 
সেই থেকে এই ভূখণ্ডটির নাম এমন।
প্রাচীন মাজনামুঠা পরগনার একটি অন্যতম অংশ দোরোদুবনান। এই মাজনামুঠা জমিদারি ছিল কাঁথির কাছে কিশোরনগরে। এই বংশের অন্যতম শেষ জমিদার ছিলেন যাদব রাম রায়চৌধুরী। অষ্টাদশ শতাব্দীর সময়কাল থেকেই পরগনায় লোকজন আসা যাওয়া শুরু করেন তিনদিকে নদীপথ লবণ উৎপাদন সহ নানান কৃষিকাজ ও অন্যান্য কাজের সঙ্গে মানুষজন যুক্ত ছিলেন মহাপ্রভু চৈতন্যদেব জলপথে হাজীপুর থেকে তমলুক গিয়েছিলেন ষোড়শ শতাব্দীর প্রথম দশকে হাজিপুর এখন ডায়মন হারবার যদি ষোড়শ শতাব্দীর দ্বিতীয় দশকে আলোচ্য ভূখণ্ডটি জেগে ওঠে তাহলে বুঝতে হবে চৈতন্যদেবের তমলুক যাওয়ার সময় খণ্ডট জলের তলায় ছিল এরকম বহু পরগনা জলের তলায়
 খেজুরির কিয়দংশ জলের তলায় ছিল পরে সেগুলো জড়ো হয়ে স্থলভাগ বসতিস্থাপন মানুষজনের বসবাস জীবিকা জীববৈচিত্র্য পেশা নানান কাজকর্ম প্রভৃতিকে ঘিরে আজকে জমজমাট এইসব মানুষজনের লৌকিক নানান ধর্ম বিশ্বাসকে মেনে দেবদেবীর উদ্ভব যাদেরকে ঘিরে সারাবছর নানান উৎসব-অনুষ্ঠান পূজো পার্বণ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে ভেদাভেদ ভুলে মানুষের মধ্যে মানুষের মিলন পর্ব গড়ে তুলেছে জীবন-জীবিকার প্রশ্নে জীবনধারণের প্রশ্নে নানান ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি সাহিত্য প্রকাশের লক্ষ্যে বিকাশের লক্ষ্যে এই সম্মেলন জনসমাগম জনসংযোগ খুবই গুরুত্বপূর্ণ তাই এই সব অঞ্চলের লোক দেবদেবীদের প্রতি ভক্তি ভাবনার যে বিকাশ ঘটেছিল লৌকিক ও শাস্ত্র মেনে তা আঞ্চলিক সাহিত্য সংস্কৃতি চর্চার অন্যতম অনুষঙ্গ উপাদান হয়ে আছে আজ। নিম্নে এই অঞ্চলের লৌকিক দেব দেবীদের একটি তালিকা তুলে ধরলাম।

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

No comments: