Wednesday, 3 March 2021

দৈনিক শব্দের মেঠোপথ

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
     আঞ্চলিক ইতিহাস চর্চা 
                 পর্ব ৬
ডেবরা থানার লৌকিক দেব দেবী
==============√√√√√√=============
     Doinik Sabder Methopath
      Vol -299. Dt -03.03.2021
        ১৮ ফাল্গুন,১৪২৭. বুধবার
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷√√√√√√√÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
    পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ডেবরা থানা। ৪৭৭ টি মৌজা এবং ১৪ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। মোট লোকসংখ্যার বেশিরভাগ তপশিলি জাতি উপজাতি ও সংখ্যালঘু মুসলমান। এছাড়া কিছু ধর্মান্তরিত খ্রিস্টান দীর্ঘদিন এখানে বসবাস করে আসছে। ‌এই ব্লকের ধর্মভাবনা বা ধর্মীয় বিশ্বাস নির্ভর করে আছে লোকজীবন ও জাতি সম্প্রদায়গত নানান বিষয়ে নির্ভর করে মন্দির-মসজিদ উপাসনা গৃহ নির্মিত হয়েছে নানা স্থানে হিন্দু মুসলমান বৈষ্ণব শিয়া-সুন্নি সম্প্রদায়ের লোকই এখানকার  উৎসব অনুষ্ঠানের প্রচার করেন। হিন্দুদের মন্দির গুলি প্রধানত শিব কৃষ্ণ শীতলার অধিষ্ঠান এই মন্দিরের স্থাপত্য ও কারুকার্য অনেকটাই শিল্পিত প্রাচীন এলাকার জমিদার যোদ্ধাদের অর্থানুকূল্যে পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছে এবং আজও মেরামতের কাজ চলছে এছাড়া বিভিন্ন স্থানে স্থানে খোলা আকাশের নিচে বটতল অশ্বত্থ তলা নিমতলা প্রভৃতি স্থানে স্থানে রাস্তার ধারে  লৌকিক দেব দেবীদের অবস্থান কোথাও শিলা মুর্তি
 মাটির প্রতিমা প্রভৃতি অঞ্চলে লক্ষ্য করা যায় দীর্ঘদিন এলাকার মানুষজন তাদের ধর্মীয় ভাব ও ভাবনার বিকাশে নিয়মিত কোন কোন জায়গায় পূজা-অর্চনা করে আসছেন আবার কোন কোন জায়গায় বছরান্তে কয়েক ঘণ্টার মেলা পার্বণ উৎসবকে কেন্দ্র করে জমায়েত হচ্ছেন ওইভাবে লৌকিক দেব দেবী লৌকিক ও শাস্ত্রীয় মতে পূজা-অর্চনা প্রভৃতি সাঙ্গ করে জনজীবনে কৃপা প্রদর্শন করছেন বলে ভক্তদের দীর্ঘ বিশ্বাস।।    
অঞ্চলভিত্তিক নিম্নে একটি তালিকা দেওয়া হলো 

   
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। অশোকবিজয় রাহা । একজন ভারতীয় বাঙালি কবি, প্রাবন্ধিক এবং সমালোচক। তিনি রবীন্দ্র অধ্যাপক হিসেবে দীর্ঘদিন বিশ্বভারতীতে দায়িত্ব পালন করেন। Dt -14.11.2024. Vol -1052. Thrusday. The blogger post in literary e magazine.

অশোকবিজয় রাহা  (১৪ নভেম্বর ১৯১০ – ১৯ অক্টোবর ১৯৯০)  সময়টা ছিল আঠারোশো উননব্বইয়ের অক্টোবর। গঁগ্যার সাথে বন্ধুত্বে তখন কেবল চাপ চাপ শূন্যতা আ...