Tuesday, 9 March 2021

      আঞ্চলিক ইতিহাস চর্চা 
                     পর্ব ৭

কেশিয়াড়ী অঞ্চলের লৌকিক দেব- দেবী

      পশ্চিম মেদিনীপুরের দক্ষিণ অংশে কেশিয়াড়ী ব্লক।  যা একদা জঙ্গলমহলের বিশেষ অংশ নামে পরিচিত । সুবর্ণরেখার দক্ষিণ তীরবর্তী প্রত্যন্ত গ্রাম বেষ্টিত এই ব্লক এলাকা সর্বধর্ম সমন্বয়ের মিলনক্ষেত্র । সামাজিক পরিকাঠামো গড়ে উঠেছে ধর্ম বিশ্বাসের উপর ভিত্তি করে । এখানকার জনগণ সাধারণ নানান ধর্মের। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে থাকেন। প্রকৃতির সঙ্গে সাযুজ্য রেখে ঝড় জল বন্যা বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে এরা যেমন নানান ধর্মভাবনা পূজা-অর্চনা করে থাকেন তেমনি রোগব্যাধি জরাজীর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে ও নানান দেবদেবীর কৃপা প্রার্থনা করেন। এছাড়া বৈষ্ণবীয় নানান সেবা মন্দির মসজিদ আল্লাহর উপাসনা খ্রিস্টান ধর্ম বিশ্বাস  পরিলক্ষিত হয়। শীতলা চন্ডী কালী রূপ দেবদেবীর নানান বিষয় এখানে আমরা লক্ষ্য করি । আবার হিন্দুধর্মের বহু মানুষ বৈষ্ণব ধর্মে দীক্ষিত তারা গৌড়ীয় মঠ মন্দির পুজোর মাধ্যমে কৃষ্ণ সেবায় নিয়োজিত ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ মসজিদে একত্রিত হন খ্রিস্টান ধর্মে বিশ্বাসী মানুষজন গির্জায় উপাসনা করেন সব মিলিয়ে এখানকার সর্বধর্ম সমন্বয় একটি ঐতিহ্য রক্ষা করে চলেছে। আমরা চেষ্টা করেছি এই ব্লক এলাকায় লৌকিক দেব দেবীদের একটি তালিকা প্রকাশ করা , যা নিম্নে দেওয়া হল।

 আঞ্চলিক ইতিহাস চর্চার ধারা এইভাবে ব্লক ভিত্তিক নানান সময়ে চর্চিত পূজিত দেবদেবীর ইতিহাস প্রকাশ করে চলেছে। এলাকার মানুষজন সহ সবাইকে সেই প্রত্যন্ত এলাকার ধর্মভাবনা ও বিশ্বাসের শিল্পীমন করে গড়ে তুলতে। অতি আধুনিক ইন্টারনেটের যুগে প্রযুক্তিবিদ্যার বিশ্বব্যাপী সাফল্যতার যুগে লৌকিক দেব দেবী রাও হারিয়ে যাননি তারা যে এখনো মানুষের জীবন নির্ভর নানান প্রসঙ্গে চর্চিত আলোচিত উচিত তা এইসব চর্চায় আমরা লক্ষ্য করি বিশেষ করে মানবীয় জীবনের সঙ্গে সাহিত্য সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এটা প্রমাণ করতে চায়, এই পত্রিকা পরিবার।
=================================দৈনিক শব্দের মেঠোপথ
Doinik sabder methopath
Vol -305. Dt -09.03.2021
২৪ ফাল্গুন, ১৪২৭. মঙ্গলবার
============\\\\\\\\===============

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। অশোকবিজয় রাহা । একজন ভারতীয় বাঙালি কবি, প্রাবন্ধিক এবং সমালোচক। তিনি রবীন্দ্র অধ্যাপক হিসেবে দীর্ঘদিন বিশ্বভারতীতে দায়িত্ব পালন করেন। Dt -14.11.2024. Vol -1052. Thrusday. The blogger post in literary e magazine.

অশোকবিজয় রাহা  (১৪ নভেম্বর ১৯১০ – ১৯ অক্টোবর ১৯৯০)  সময়টা ছিল আঠারোশো উননব্বইয়ের অক্টোবর। গঁগ্যার সাথে বন্ধুত্বে তখন কেবল চাপ চাপ শূন্যতা আ...