Wednesday, 17 March 2021

আঞ্চলিক ইতিহাস চর্চা



                 দক্ষিণবঙ্গে
ব্যবহৃত বা প্রচলিত প্রবাদ প্রবচন।
      পর্ব -৩
================\\\\\============

প্রচলিত বা ব্যবহৃত লোকজ ও শব্দকে আশ্রয় করে একটি গোষ্ঠী বা জনসাধারণের মনোভাব ব্যক্ত করতে ছোট ছোট বাক্য বা বাক্যাংশ অর্থবহ ব্যঞ্জনা নিয়ে যা রচিত হত, তাই প্রবাদ-প্রবচন নামে পরিচিত। এগুলির মধ্যে একটি বিশেষ জনজাতির সাহিত্য-সংস্কৃতি জীব বৈচিত্র আর্থসামাজিক পরিবেশ এমনকি উৎসব-অনুষ্ঠান আচার-ব্যবহার খুঁজে পাওয়া সম্ভব। হারিয়ে যাওয়া নানান বিষয়ে অনুষঙ্গ যথার্থ মহিমায় খুঁজে পাওয়া সম্ভব। তাই এগুলির গুরুত্ব আজও সমধিক।
যেমন -

  ১) অভাবে স্বভাব লষ্ট
       পড়সি লষ্ট বোলে।
      লাই দিলে টকা লষ্ট
      তোরকি   লষ্ট  ঝালে।


২)   আগে বন্দ পরে খন্দ


৩)  আগুর হালিয়া যেমা যায় 
      পাছুর হালিয়া সেমা যায়।


৪)   আছে গরু না বয় হাল
          তার দুঃখ চিরকাল।


৫)    অতি ভাব যেখানে 
        নিত্য যাবেনি সেখানে।


৬)     অতি চালাকের ভাত নাই 
       অতি সুন্দরীর ভাতার নাই।


৭)      অন্ন দেখে দেবে ঘি
           পাত্র দেখে দেবে ঝি।


৮)    অল্প শোকে কাতর
         বেশি শোকে পাথর।


৯)        আষাঢ়ে দলকে 
           শ্রাবণে ফল কে 
           ভাদ্রে শিষকে
           আশ্বিনে কিসকে।


১০ )    আড় চোখে বাঁকা ভুরু 
          সে হয় নাটের গুরু।



১১) ইন্দুরের কাছে কোরাণ পুরাণ সমান।



১২)  ইঙ্গিতে পন্ডিত বুঝে 
        মূর্খ বুঝে কিলে 
       পাড়ার ম্যায়ানে বুঝে 
       চোখে আঙুল দিলে।



১৩)  এক লাউর বিচি
      কেউবা করে কচর মচর কেউবা আছে কচি।



১৪) কইতে কইতে মুখ বাড়ে
       খাইতে খাইতে পেট বাড়ে




১৫) কলিকাল হলো ভোর
        বামন, বোস্টম হলো চোর।



১৬) কানা খোড়া একগুণে বাড়া।



১৭) কাপড় বিকায়  পাটে 
         গরু বিকায় হাটে।



১৮) খাই মাখি বাড়ে ধন 
         তাকে বলে উপার্জন।



১৯) গরম অম্বল ঠান্ডা দুধ 
        যে খায় সে দুনিয়ার ভূত



২০) গ্রাম নষ্ট কানায় 
      পুকুর নষ্ট পানায়



২১) ঘরে নেই ভাত 
       কোঁচা তিন হাত



২২) জগতে চার অভিশাপ
      সাগর আগুন নারী ও সাপ।



২৩) জলে জল বাড়ে কথায় বাড়ে কথা 
পুন্না চাল ভাতে বাড়ে ব্যথায় বারে ব্যথা।



২৪) তোমার যেমন চাল কলা 
       আমার তেমন মন্ত্র বলা




২৫) তেল যায় মাখনা
         নুন খায় চাখনা




২৬) তেলুয়া মাথায় তেল দেওয়া
         মনুষ্যজাতির রোগ




২৭) পরের পিঠা বড্ড মিঠা




২৮) বর্ষার ছাতা শীতের কাঁথা



২৯) বাঁশ মরে ফুলে 
       মানুষ মরে বুলে।



৩০) বিয়ে করতে কড়ি
         ঘর বাঁধতে দড়ি।

          (ক্রমশ: )
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
       দৈনিক শব্দের মেঠোপথ
       Doinik Sabder Methopath
       Vol -313. Dt -17.03.2021
        ৩ চৈত্র, ১৪২৭. বুধবার
___________০0০0০০_____________________"_



No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...