Wednesday, 21 April 2021

                           চেতন ভগত 


                তিনি ভারতের রাজধানী দিল্লীতে জন্মগ্রহণ করেন১৯৭৪ ২২ এপ্রিল। তাঁর পরিবার ছিলো পাঞ্জাবি মধ্যবিত্ত পরিবার। তাঁর বাবা একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা (লেফট্যানেন্ট কর্নেল) এবং মা কৃষি বিভাগের একজন সরকারি কর্মকর্তা। তিনি নিউ দিল্লির আর্মি পাবলিক স্কুলে ভর্তি হন। পরবর্তীতে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলাজি দিল্লী (আইআইটি দিল্লী) থেকে স্নাতক এবং ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট আহমেদাবাদ (আইআইএম আহমেদাবাদ) থেকে এমবিএ ডিগ্রি নেন। পড়াশোনা শেষ করে তিনি ১১ বছর ব্যাংকে চাকুরি করেন এবং পরবর্তীতে লেখালেখির সঙ্গে যুক্ত হয়ে মুম্বাই চলে আসেন। 
দাম্পত্যসঙ্গী আনুশে ভগত। দুই সন্তান সন্ততি । ইতিমধ্যে তিনি ৭টি বই লিখেছেন আর এর সবগুলোই সর্বোচ্চ বিক্রিত বই। প্রথম দুটি বই তিনি চাকুরীরত অবস্থায় লিখেছিলেন।


তাঁর লেখা বেস্টসেলার বইয়ের মধ্যে রয়েছে -

১) "ফাইভ পয়েন্ট সামওয়ান" (২০০৪),
২) ""ওয়ান নাইট @ এ কল সেন্টার"" (২০০৫),
৩) ""দ্য থ্রি মিস্টেকস্ অব মাই লাইফ"" (২০০৮), 
৪)""টু স্টেটস্ঃদ্য স্টোরি অব মাই ম্যারেজ"" (২০০৯), 
৫)""রিভুল্যুশন ২০২০"
৬)" (২০১১), এবং 
৭)""হাফ গার্লফ্রেন্ড"" (২০১৪)। 
               সারাবিশ্বের পাঠকদের কাছে তুমুল জনপ্রিয়তা পান তিনি। 

সিনেমাগুলো হচ্ছে :
১) "থ্রি ইডিয়টস, 
২)কাই পো চে
৩) টু স্টেটস
৪)  হাফ গার্লফ্রেন্ড, 
৫) থ্রি ইডিয়টস,
৬), হ্যালো,
৭) কিক,
৮)  নানবান, 
৯) Half Girlfriend প্রভৃতি।

       ২০০৮ সালে দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ভারতের ইতিহাসে চেতন ভগত ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের লেখক।টাইম ম্যাগাজিনের বিশ্বের শ্রেষ্ঠ ১০০ ক্ষমতাধর লোকেদের তালিকায় যুক্ত হয়েছে চেতন ভগতের নাম।

             বিশ্ব সহানুভূতি দিবস ২০১২
আত্মসম্মানবোধ :
তাঁর লেখা Five Point Someone বই এর গল্প অনুসারে লেখা হয়েছিল আমির খান অভিনীত 3 Idiots-এর কাহিনি। কিন্তু তাঁকে যোগ্য সম্মান দেওয়া হয়নি বলে অভিযোগ চেতন ভগতের। এমনকী প্রযোজক বিধু বিনোদ চোপড়া তাঁর সঙ্গে এত খারাপ ব্যবহার করেন যে তিনি আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন বলে টুইটারে জানিয়েছেন এই বেস্ট সেলিং লেখক।
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
দৈনিক শব্দের মেঠোপথ
Doinik sabder methopath
Vol -350. Dt -22.4.2021
৮ বৈশাখ,২০২১. বৃহস্পতিবার
=================================

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...