Thursday, 13 May 2021



"আমরা করব জয় একদিন নিশ্চয়"
কলমে - শ্রীলিম।
রচনা - ২৯ বৈশাখ ১৪২৮, ১৩ মে ২০২১।
স্থান - বালিয়াপুর, আসানসোল।
***************************************
মন ভালো নাই। শরীর, বলব তাও ভালো নাই। কেননা একা একা নিজেকে নিয়ে বাঁচা খুবই দুষ্কর। যদি এর কারণ দর্শাতে হয়, তাহলে প্রথমেই মনে আসে বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ শক্তিশালী নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুণাকরের সেই বিখ্যাত প্রবাদ "নগর পুড়িলে কি দেবালয় এড়ায়"। 

না, এখানে আমি মন্দির মসজিদের বাহ্যিক কাঠামোর কথা বলছি না। বলছি নিজের মনের কথা। মন ভালো নাই, কারণ আমার চারপাশের পরিবেশ বর্তমানে ভালো নাই। সারাদিন ঘরবন্দী থেকে থেকে এখন আর কিছুই ভালো লাগছে না। ঘরে থেকে আমি পড়াশুনা করি, করতে চাই‌ও সারাজীবন। তবু মন ভালো নেই, কারণ আমার বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, গ্রাম, শহর, দেশ ভালো নেই। এমনকি পৃথিবীও ভালো নেই। 

যদি ভেবে দেখি, পৃথিবীর সৃষ্টির প্রথম ধাপ থেকে এখনও পর্যন্ত আমরা এগিয়েই এসেছি প্রতিটি পদক্ষেপে। ধীরে ধীরে আমরা নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে প্রতিপন্ন করেছি, করছিও। যতদিন আমরা সংখ্যায় কম ছিলুম ততদিন পর্যন্ত আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় নাই। সংখ্যাধিক্যের কারণেই সমস্যার উদ্ভব হয়েছে। আমাদের ভালো না থাকার আরেক কারণ আমাদের চাহিদার শেষ নাই। তা যেকোনো চাহিদা হতে পারে। উত্তরাধিকার সূত্রে যে বিষয়সম্পত্তির মালিক আমরা, তাতে সন্তুষ্ট নয়। এই অসন্তুষ্টিই যত নষ্টের গোড়া। কারণের প্রথমটি শারীরিক আর দ্বিতীয়টি মানসিক। 

আমার মন ভালো নাই। আমার চারপাশের পরিবেশ ভালো নাই। আর এই ভালো না থাকার জন্য আমরাই দায়ী। কেননা বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা করেছি আমরাই। এই যে মৃত্যু মিছিল, অক্সিজেনের অভাব, অর্থনৈতিক সংকট, সামাজিক অসাম্যতা, বর্ণবৈষম্যেতা, জাতপাতের ভেদাভেদ সব‌ই করেছি আমরা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে। এর প্রতিকার‌ও অবশ্যই আমাদের‌ই করতে হবে। এবং তা আমরা করব‌ই। একটা জীব ও জড়ের মধ্য পর্যায়ের অতি সাধারণ ভাইরাস আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এবং সে প্রমাণ করে ছেড়েছে মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। আর অন্য দিক ভেবে বললে বলা হয় মনুষ্যত্ব ধর্ম‌ই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। 

আর ভগবানের কথা বললে আমি বলব, সর্বশ্রেষ্ঠ জাগতিক শক্তির কথা, পরমপুরুষের কথা, পরমাপ্রকৃতির কথা। সেই শক্তিধর ব্যক্তি মনুষ্য সৃষ্ট যে কোনো ভক্তির পাত্র বা পাত্রীই হোক না কেন। অনেকেই জানে আমি ঈশ্বর বিশ্বাসী নই। কিন্তু আমার এক বিশ্বাস অবশ্যই আছে যে, কোনো না কোনো পরম পুরুষ বা প্রকৃতি তো আছেন অবশ্যই। কোনো না কোনো সর্বশ্রেষ্ঠ জাগতিক শক্তি অবশ্যই আছে নিশ্চয়। না থাকলে এই যে সৃষ্টি তা কবে লয় হয়ে যেত। এই বিশ্বাস আমার এখনও পর্যন্ত বর্তমান। আর এই বিশ্বাসের জোরেই আমি বলতে পারি এই করোনা কালের সংকট আমরা অবশ্যই কাটিয়ে উঠব একদিন। আর আমরাই করে দেখাব। ভগবৎ বিশ্বাস তো অবলম্বন মাত্র। কারণ তিনি সবাইকে মনের রাজা করেই বানিয়েছেন। আর নিজে রয়েছেন অবলম্বন হিসেবে দর্শকাসনে। তিনি হলেন কোচ আর খেলোয়াড় হলুম আমরাই।
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
দৈনিক শব্দের মেঠোপথ
Doinik Sabder Methopath
Vol -271/1. Dt -13.05.2021
২৯ বৈশাখ,১৪২৮. বৃহস্পতিবার
=================================

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...