বিষ্ণু পদ জানা'র
ছড়া -
অণুজীব ও একা
বেশতো হত বর্ষা এলে
গা ভিজিয়ে যেতাম চলে
এক্কা দোক্কা পায়ে পায়ে
জমতো মেঘ গায়ে গায়ে
বাতাস বহে মৃদু তানে
মাঠ-ঘাট শূন্য মানে।।
##
বেশতো হত ঝড় এলে
ধূলোবালি উড়ে চলে
গাছের পাতা পড়তো খসে
ছেলে মেয়ে আসত বশে
দিন কালের মতি গতি
থাকতে হবে ভালো অতি।।
##
বেশতো হত রোদ এলে
গা ঘামিয়ে যেতাম চলে
নেড়া গাছ দাঁড়িয়ে বাঁকে
একা একা দুপুর আঁকে
দুটি বক খালের ধারে
এক পায়েতে দাঁড়িয়ে মরে
মাছও নাই ভাতও নাই
আজ শুধু বাঁচতে চাই।।
##
বেশতো হতে তুমি এলে
দেখা করে যেতেম চলে
মনের কথা জমিয়ে রেখে
লাভ কি বল গায়ে মেখে
বলবো কথা যত খুশি
পরপারে ঘুরে আসি।
রইলে তুমি একা একা
পাবে তুমি তার দেখা
অনুজীবে ভীষণ বাজার
সব জীবন করছে কাবার।।
------------০০০০-------------------
কবিতা -
নারী ও স্পর্শিত জলের অন্তরা
পড়ন্ত বিকেল
গলিত লাল ফোটনকণা
তৃষিত নোনাজলে মাখামাখি -
স্পর্শিত জলের অন্তরা
তটে স্বচ্ছ নালিঘাস।
কাজের মহাসমুদ্রে ছলাৎ ছলাৎ ..
অপর মন।
জলের আগুন ফুল
ঝিনুক কুড়াবে বলে
দুই হাতে খুলে দেয় হৃদসৈকত
নোনা জল বুকে মুখে...
খুনোখুনি খেলা জমে ওঠে.
জলের মতো সহজ সম্পর্ক।
অপেক্ষায় নারী একা।
..............০০০০.................
No comments:
Post a Comment