Wednesday, 2 June 2021

জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য । টমাস হার্ডি (Thomas Hardy). ২রা জুন,২০২১. Vol -391. The blogger in literature e-magazine


                 

                 টমাস হার্ডি (Thomas Hardy)


" The ingenious machinary contrived by the gods for reducing human possibilities to a minimum "

১৮৪০ সালে ২ রা মে পূর্ব ডচেষ্টারশায়ারের হায়ার বকহ্যাম্পটন নামে একটি পল্লিতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা টমাস (১৮১১-১৮৯২) ছিলেন একজন রাজমিস্ত্রী। হার্ডির মা জেমিমা হার্ডি (১৮১৩-১৯০৪ যার বিবাহপূর্ব নাম ছিল জেমিমা হ্যান্ড) একজন বিদূষী মহিলা ছিলেন এবং হার্ডির বয়স আট বছর হওয়া পর্যন্ত তিনি তাকে বাড়িতে শিক্ষা দেন। এরপর হার্ডিকে বকহ্যাম্পটনের স্কুলে ভর্তি করা হয়। হার্ডির পরিবার খুব সচ্ছল ছিল না। বিশ্ববিদ্যালয়ের পড়ার আর্থিক সামর্থ্য না থাকায় মাত্র ষোল বছর বয়সে তাকে পড়ালেখা ছেড়ে দিতে হয়। এরপর তিনি ১৮৫৬ তে জেমস হিক্‌স নামে স্থানীয় এক স্থপতির কাছে শিক্ষানবীশি হিসাবে কাজ শুরু করেন। ওই সময় তিনি ডোরসেটের কবি  William Barnes এবং স্থানীয় ভিকারের বুদ্ধিজীবী পুত্র Horace Moule এর সঙ্গে তার বন্ধুত্ব সাহিত্য সৃষ্টির প্রতি সহায়ক হয়। ১৯৫৭ সালেই তিনি কবিতা ও প্রবন্ধ রচনায় নিজেকে নিয়োজিত করেন কিন্তু বন্ধু Moule তাকে স্থাপত্যবিদ্যার কর্ম পরিত্যাগ না করতে উপদেশ দিলেন। হিক্স এর অধীনে কাজের খাতিরে এ সময় তাকে গ্রামে-গঞ্জে ঘুরতে হয়। ১৮৬০ সালে তিনি এলেন  লন্ডনে। কিংস কলেজে ভর্তি হন। ইতমধ্যে তিনি একজন স্থপতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন। রয়্যাল ইন্সটিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস এবং আর্কিটেক্টারাল এ্যাসোসিয়েশন থেকে তিনি পুরস্কার লাভ করনে। ১৮৬৭-৬৮ সালে তিনি প্রথম গল্প লিখলেন the poor man and the lady. ১৮৭০ সালে কর্নওয়ালের একটি প্রাচীন গীর্জার স্থাপত্য নিয়ে কাজ করার সময় এমা লাভিনিয়া গিফোর্ড এর সাথে তার পরিচয় হয়। ১৮৭৪ সালে তারা বিয়ে করেন। ১৯৭৪ সালে প্রকাশিত হয় .far from the madding crowd. বিয়ের কিছুদিন পর সামান্য জামা-কাপড় বইপত্র নিয়ে স্ত্রীকে সঙ্গে বেরিয়ে পড়লেন ইউরোপ ভ্রমণে। কিছুদিন ভিয়েনার পল্লী প্রকৃতির মধ্যে বসবাস। সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করতে থাকেন। কিন্তু সন্তান লাভের চির কামনা শেষ হয়ে যায়। ফিরে আসেন আবার লন্ডনে।বিভিন্ন সাহিত্য কর্মের মধ্যে মনোনিবেশ করেন এবং এই সময় তিনি তাঁর উল্লেখযোগ্য উপন্যাস গুলি রচনা করেন।সন্তানহীনতাঃ স্ত্রীকে ক্রমেই উন্মাদ করে তোলে সাধারণ বিষয় নিয়ে তর্ক কলহ অশান্তি যা তার লেখার মধ্যে ফুটে উঠতে থাকে অবশেষে ১৯১২ সালে প্রথম প্রথম এর মৃত্যু হয়। ১৯১৪ সালে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন ফ্লোরেন্স এমিলিকে। পৃথিবীর নো আন্তরিক ব্যবহার ও হৃদয় গত ভালোবাসায় তিনি শান্তি লাভ করেন । আবাসভূমি হয়ে ওঠে নতুন লেখকের আলোচনার ক্ষেত্র।টমাস হার্ডির লেখা প্রথম উপন্যাসের নাম ’দ্যা পুওর ম্যান এন্ড দ্যা লেডি’। এটি লেখা‌ শেষ হয় ১৮৬৭ সালে। লেখাটি প্রকাশ করার জন্য কোন প্রকাশক আগ্রহী হননি। তার এক বন্ধু, কবি ও ঔপন্যাসিক জন মেরেডিথ এর পরামর্শে তিনি পরে আর এই লেখা প্রকাশের চেষ্টা করেননি। মেরডিথের মতে লেখাটির মধ্যে অনেক বিতর্কিত রাজনৈতিক বিষয় ছিল যা ছাপা হলে হার্ডিকে পরবর্তিতে সমস্যায় ফেলত। হার্ডি এই উপন্যাসের পান্ডুলিপিটি নষ্ট করে ফেলেছিলেন।

টমাস হার্ডির সাহিত্যকর্মের তালিকা :

The Poor Man and the Lady

Under the Greenwood Tree

Far from the Madding Crowd

The Return of the Native

The Mayor of Casterbridge

The Woodlanders

Wessex Tales

Tess of the d'Urbervilles

Life's Little Ironies

Jude the Obscure

A Pair of Blue Eyes

The Trumpet-Major

Two on a Tower

A Group of Noble Dames

The Well-Beloved

Desperate Remedies

The Hand of Ethelberta

A Laodicean




সিনেমা: 

Far From the Madding Crowd, Tess, জুড, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড.

ছোট গল্প: 

The Three Strangers, A Tragedy of Two Ambitions, Barbara of the House of Grebe,

তাঁর সামগ্রিক মূল্যায়ন Richard Blackmur বলেছেন -

"The effect of the great liverating ideas of the nineteenth century upon hardy's Ideas was apparently restrictive and even impeisoning "


এল প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধের ভয়াবহতায় কাতর হার্ডি আশ্রয় নিলেন Wessex এ।‌‌ টমাস হার্ডি ১৯২৮ সালে ১২ জানুয়ারি মারা যান। তাঁর মৃতদেহ দাহ করা হয়। তাঁর দেহাবশেষ ওয়েষ্ট মিনিস্টার এ্যাবের পোয়েটস কর্ণারে রাখা হয়েছে। দাহ করার আগে তাঁর মৃতদেহ থেকে হৃদপিন্ডটি স্টিনসফোর্ড গীর্জার সমাধিক্ষেত্রে তাঁর পূর্ব পুরুষদের কবরের পাশে সমাহিত করা হয় -Wessex এ।

   The Last of the great victorians.


সামগ্রিক জীবনের উপলব্ধি থেকে বলেছিলেন -

"The sea changed, the fields changed ,the rivers, the village s,and the people changed yet Egdon remained. "


∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆





No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...