Sunday, 1 August 2021

জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য। অম্বুজ বসু । একটি নক্ষত্র আসে। ০১.০৮.২০২১. Vol -451. The blogger in literature e-magazine

একটি নক্ষত্র আসে 




বীরেন্দ্র চট্টোপাধ্যায় "জীবনায়ন" সংকলন গ্রন্থ জীবনানন্দ সম্পর্কে বলেছিলেন -" যদি কোনদিন এই ভয়ঙ্কর অপ্রেম যুগের অবসান হয়ে নতুন জীবনের অনুভব মানুষের চেতনায় স্পষ্ট হয় সেদিন আমরা জীবনানন্দ কবি আসনটি অন্য কোন কবির জন্য এই দেশেও রচনা করবো ".

 বইটির ভূমিকায় তিনি লিখেছেন - " গ্রন্থখানি শ্রদ্ধাবান অনুরাগী ও সংবেদনশীল চিত্তের পরিচয়।  গ্রন্থখানিতে সাধ্য এবং সাধনার সুমিতি লক্ষ্য করার বিষয়। আমার মনে হয় এটাই সমীচীন যে প্রিয় কবি সম্বন্ধে রচিত প্রথম গ্রন্থটি অনার্দ্র মূল্যায়নে প্রবৃত্ত না হয় সেদিকে অগ্রসর হয়েছে যেদিকে শ্রেষ্ঠ কাব্যের গভীর ও বিরাট মেঘধবলিমা কবিতার শান্তি ও মাত্রা চেতনা।"
গ্রন্থের অন্তর্গত প্রবন্ধ গুলি ১৯৫৭ থেকে ১৯৬৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে পুনর্ণবা মানস জয়শ্রী ধ্রুপদী পূর্বপত্র সমীপেষু নতুন পরিবেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। গ্রন্থটির ভূমিকা রচনা করেছেন ডঃ অমলেন্দু বসু যিনি জীবনানন্দের অন্তরঙ্গ দের মধ্যে অন্যতম প্রবীণ মনীষী মানুষ ছিলেন এছাড়া কবি ভ্রাতা অশোকানন্দ দাস মূল্যবান উপদেশ ও দুষ্প্রাপ্য গ্রন্থ সরবরাহ করে লেখককে সহায়তা করেছেন।

 অম্বুজ বসুর জন্ম ১৯৩১-এর ১ অগস্ট। 24 পরগনার এক মফস্বল শহরে। টাকি শহরের মনোরম নিসর্গে বাল্য শৈশব কাটিয়ে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় পঠন-পাঠন করেন. কলকাতা সেন্ট পলস কলেজ ও  স্কটিশ চার্চ কলেজে পড়ে শেষে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ করেন। ছাত্রজীবনে বিশিষ্ট শিক্ষাবিদ দের সান্নিধ্য ও মন ভরে তোলে তারা পিপাসু চিত্তকে তৃপ্তি অতৃপ্তি থেকেই গবেষণামূলক রচনা শুরু করেন বাংলা সাহিত্য শিল্প সমাজ জীবন সম্পর্কে সমান উৎসুক বিশ্লেষণীয় সৃজনশীল প্রবন্ধ রচনা করার মধ্য দিয়ে। ১৯৫৮ থেকে অধ্যাপনা করেছেন আরামবাগ কলেজে। বিদ্যাসাগর ও রামমোহনকে নিয়ে লিখেছেন নানা প্রবন্ধ, ’৯১-এ লেখেন বিদ্যাসাগর বইটি। আরামবাগ সাহিত্য পরিষদের একদা প্রাণপুরুষ, অঞ্চলের ইতিহাস ছিল তাঁর নখদর্পণে। বাংলার মন্দির টেরাকোটা-র ইতিহাস রচয়িতা ডেভিড ম্যাককাচ্চন আরামবাগে কাজ করার সময় পেয়েছিলেন তাঁর প্রভূত সাহায্য। ব্যক্তিজীবনে লাজুক, সংস্কারহীন মানুষটি সম্প্রতি প্রয়াত হলেন ।

প্রথম বইতেই স্বনামধন্য। ১৯৬৫-তে
প্রকাশিত হয় "একটি নক্ষত্র আসে". জীবনানন্দ চর্চার আদি পর্বের এই সুপরিচিত বইটি লেখেন অম্বুজ বসু। ’৮৩-তে বইটির দ্বিতীয় সংস্করণ ও ’৯৯-এ তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়। 
গ্রন্থটির বিষয়সূচি গবেষণাধর্মী। প্রকৃত অর্থে একজন কবি কে যথার্থ মূল্যায়নের পরিকল্পিত অধ্যায় বিন্যাস , অভিনব এবং অন্যান্য বটে।

ডঃ অমলেন্দু বসু লিখিত ভূমিকা
প্রাগ্ ভাষ
বিকাশের ধারা :
- উন্মেষ বিকাশ উত্তরণ নব নিরীক্ষা মাত্রা চেতনা
ইতিহাস চেতনা :
- নির্জনতা ব্যপ্ত ইতিহাস চেতনা গতিধারা আলোকের পাখি

সমাজ চেতনা :
- স্বপ্নপ্রয়াণ সন্ধিকাল গ্রন্থিমোচন পথনির্দেশ
প্রেম :
- প্রেম ও মৃত্যু প্রেমিক প্রেম নায়িকা নারী শেষ পর্ব

প্রকৃতি :
- প্রকৃতি দেশ বিচিত্র ঋতু প্রসঙ্গ আলো ইন্দ্রিয় চেতনা
প্রতীক ও বাকপ্রতিমা :
বোধি কবিতা প্রতীক সুরিয়ালিজম বাকপ্রতিমা চিত্রকল্প মায়া দর্পণ রূপকল্প উপমা উত্তরণ
মরমিয়া :
- মরমিয়া আলো কণা আলো অন্ধকার তিমির পিপাসা সূর্যতামসী মহা জিজ্ঞাসা
কাব্য স্মৃতি
- ঐতিহ্য লোক নিরুক্তি প্রভাব পর্ব ভাব সারূপ্য রবীন্দ্র স্মৃতি
কাব্য স্মৃতি ২:
- বিদেশি প্রকরণ ভিনদেশী প্রসঙ্গ অন্য উৎস সংখ্যা দ্যোতনা।
হাস্যরস :
- কৌতুক লক্ষণ পরিসীমা
বর্ণবৈভব :
- বর্ণপরিচয় ধূসরতা বর্ণ চেতনা বর্ণমালা সাদাকালো
বাক শিল্প :
- ভাষা শব্দ বিশেষণ
ছন্দোভাবনা :
ছন্দ বৈচিত্র গদ্য কবিতা
বিক্ষিপ্ত চিন্তা :
- অতিপ্রাকৃত মনোকনিকা সুদর্শনা ও অন্যান্য রস পরিনাম। 
এছাড়া রয়েছে
কথাশিল্পী
 কথাশিল্পী 
প্রবন্ধ সাহিত্য 
কবি কথা 
পরিশিষ্ট। 
জীবনানন্দীয় আবেশ ও ঘরানাকে গুরুত্ব দিয়ে জ্ঞানগর্ভ মননশীল প্রবন্ধ রচনার মধ্য দিয়ে তিনি নির্মাণ - বিনির্মাণ করেছেন " একটি নক্ষত্র আসে" গ্রন্থটি। বাংলা সাহিত্যে জীবনানন্দীয় বিষয়ক আকরগ্রন্থ রূপে আজও স্বীকৃত. বিশেষ করে ছাত্র-ছাত্রীও গবেষক মহলে এর সমান কদর আমরা অনুভব করি ।জীবনানন্দকে সূক্ষাতিসূক্ষ অবস্থায় বিশ্লেষণ করতে গেলে এই গ্রন্থটির বিকল্প আর খুঁজে পাওয়া যায় না তাই একটিমাত্র গ্রন্থ একজন সৃজনশীল মানুষকে সম্মান স্বীকৃতি দিয়েছে, তিনি অম্বুজ বসু। বাংলা সাহিত্য সংস্কৃতিতে  তাঁর অবদান চিরভাস্বর।।
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...