Friday, 5 November 2021

জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য। আশুতোষ চৌধুরী। ০৫.১১.২১. Vol -547 . The blogger in literature e-magazine


আশুতোষ চৌধুরী


 জন্ম- ৫ ই নভেম্বর,১৮৮৮।  একজন বাঙালী কবি এবং লোকগীতি সংগ্রাহক। তিনি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামে ১৮৮৮ সালে জন্ম গ্রহণ করেন। তার রচিত ছেলেদের চট্টলাভূমি গ্রন্থটি পড়ে রায়াবাহাদুর দীনেশচন্দ্র সেন মুগ্ধ হয়ে তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৯২৫ সালে লোকগীতি সংগ্রাহক নিযুক্ত করেন।চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে তিনি বহু বিচিত্র ও মর্মস্পর্শী পালাগান সংগ্রহ করেন। তাঁর সংগৃহীত পালাগানগুলি: নিজাম ডাকাতের পালা, কাফন চোরা, ভেলুয়া, হাতী খেদার গান, কমল সদাগরের পালা, সুজা তনয়ার বিলাপ, নছর মালুম, নুরুন্নেহা ও কবরের কথা, পরীবানুর হাঁইলা, দেওয়ান মনুহর ও মজুনা ইত্যাদি। এসব পালাগান দীনেশচন্দ্র সেন সম্পাদিত পূর্ববঙ্গ-গীতিকায় সংকলিত হয়েছে।


স্বভাবকবি ও গীতিকার হিসেবেও আশুতোষের খ্যাতি ছিল। গীতিকা নামে তাঁর একটি গানের সংকলন আছে। আদম আশক (কাহিনীকাব্য), ব্যথার বাণী ও স্বপ্নের জয় (গাথাকাব্য) তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। তিনি চট্টগ্রামী ভাষা ও সংস্কৃতি নামে একটি অভিধানও প্রণয়ন করেন। ওহীদুল আলমের সঙ্গে যুগ্মভাবে তিনি কিছুদিন পূরবী (১৯৩৬) নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা করেন।


নিজাম ডাকাতের পালা, কাফন চোরা, ভেলুয়া, হাতি খেদার গান, কমল সদাগরের পালা, সুজা তনয়ার বিলাপ, নছর মালুম, নুরুন্নেছা ও কবরের কথা, পরীবানুর হঁলা, দেওয়ান মনোহর ও মজুনা ইত্যাদি। এসব পালাগান পূর্ববঙ্গ-গীতিকায় প্রকাশিত হয়েছে।

রচনা কর্ম।
  • গীতিকা (গানের সংকলন)
  • আদম আশক (কাহিনিকাব্য)
  • ব্যথার বাণী ও স্বপ্নের জয় (গাঁথাকাব্য)
  • চট্টগ্রামী ভাষা ও সংস্কৃতি (অভিধান)

মৃত্যু - ২৭ শে মার্চ,১৯৪৪
==============∆∆∆∆∆∆∆∆∆∆∆====

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...