| মার্গারেট মানেরলিন মিচেল জন্ম - ৮ নভেম্বর ১৯০০ অ্যাটল্যান্টা, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র একজন আমেরিকান লেখিকা ও সাংবাদিক। ওনার জীবদ্দশায় মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের উপর লেখা ওনার একমাত্র উপন্যাস প্রকাশিত হয় যার নাম গন উইথ দ্যা উইন্ড। এই উপন্যাসের জন্য ১৯৩৬ সালে উনি সর্বাধিক বিশিষ্ট নভেল বিভাগে যুক্তরাষ্ট্রের জাতীয় পুস্তক পুরস্কার। ছদ্মনাম - মার্গারেট মিচেল। উল্লেখযোগ্য রচনাবলি : গন উইথ দ্যা উইন্ড লস্ট লেইসেন সম্প্রতি ওনার ছোটবেলার লেখার একটি সংকলন ও কিশোরী বয়সে রচিত 'লস্ট লেইসেন' নামক একটি উপন্যাসিকা প্রকাশিত হয়েছে। 'দ্যা অ্যাটল্যান্টা জারনালে' প্রকাশিত ওনার কিছু নিবন্ধও পুস্তকাকারে পুনঃপ্রকাশিত হয়। দাম্পত্যসঙ্গী বেরিয়েন কিনারড আপশর (১৯২২–১৯২৪; বিবাহ-বিচ্ছেদ) জন রবার্ট মার্স (১৯২৫–১৯৪৯) মার্গারেট মিচেল একজন দক্ষিণী ছিলেন ও সারাজীবন জর্জিয়ার অ্যাটল্যান্টায় কাটিয়েছেন। একটি ধনী ও রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারে ওনার জন্ম হয়। ওনার বাবা ইউজিন মুস মিচেল, একজন আইনজীবী ছিলেন এবং মা ম্যারি ইসাবেল স্টিফেন্স, ছিলেন একজন ভোটাধিকারী। ওনার দুই দাদা ছিলেন। বড় রাসেল স্টিফেন্স মিচেল শিশুবয়সে ১৮৯৪ সালে মারা যান ও ছোট আলেক্সজান্ডার স্টিফেন্স মিচেল ১৮৯৬ সালে জন্মগ্রহণ করেন। ১৯৩৭ সালে কথাসাহিত্যের জন্য পুলিৎজার পুরস্কার লাভ করেন। যুক্তরাষ্ট্রের জাতীয় পুস্তক পুরস্কার (১৯৩৬) মৃত্যু - ১৬ আগস্ট ১৯৪৯ (বয়স ৪৮) গ্রাডি মেমরিয়াল হসপিটাল, অ্যাটল্যান্টা, জর্জিয়া ==========∆∆∆¶¶¶¶¶¶¶¶∆∆∆∆∆∆=== |
---|
Monday, 8 November 2021
জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য। মার্গারেট মিচেল। ০৮.১১.২০২১. Vol -550 The blogger in literature e-magazine
Subscribe to:
Post Comments (Atom)
শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় । একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.
সুনীতিকুমার চট্টোপাধ্যায় (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭) একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ. মধ্যবিত্ত পরিবারের সন্...
-
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তীতে দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার উদ্যোগে পরিবারের সঙ্গে ৮ম মাসিক সাহিত্য বিকেলের আড্ডা ও বর্ণ...
-
মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৩৮ সালে বাংলাদেশের সিলেটে। তুলনামূলক সাহিত্য, ভারতীয় নন্দনতত্ত্ব, ললিতকলার ইতিহাস নিয়ে তিনি পড়াশোন...
-
১৯৫৫ সালে মৃণাল সেনের প্রথম পরিচালিত ছবি রাত-ভোর মুক্তি পায়। এই ছবিটি বেশি সাফল্য পায় নি। তাঁর দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে তাকে স্থানীয...
No comments:
Post a Comment