Monday, 21 February 2022

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। খেজুরী সাহিত্য সম্মিলনী। ২১.০২.২০২২. Vol -652. The blogger in literature e-magazine

"মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা....."                                                          বা                                                           "মাতৃভাষা মাতৃদুগ্ধ সম   "                                

                            পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমাদের দেশের নানান মাতৃভাষার  মতো  বাংলা ভাষাভাষী মানুষের উদ্যোগে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হলো খেজুরী সাহিত্য সম্মিলনীর আয়োজনে ৮ম বর্ষ মাতৃভাষা দিবস  ও সাহিত্য বাসর অনুষ্ঠান। ২১শে ফেব্রুয়ারী ২০২২ বিকেল ৩.৩০ মিনিটে  হেঁড়িয়ার উদাখালী বাসস্ট্যান্ড এর বিশ্রামাগারে। ভাষা শহীদ স্মরণে মোমবাতি প্রজ্বলন ,মাল্যদান ,পুষ্পার্ঘ্য নিবেদন করেন, উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ ও সম্মিলনীর সদস্য-সদস্যাবৃন্দ। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও কবিতা পাঠ থাকে। ঐ অনুষ্ঠানে দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার বিশেষ সংখ্যা " হৃদয় রঙে অমর ২১" (৩য় বর্ষ, ৩ সংখ্যা) প্রকাশ করেন অধ্যাপক শ্রী রণজিত কুমার নায়েক ও ড. রামচন্দ্র মন্ডল।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন - বিশিষ্ট কৃষিবিজ্ঞানী প্রাক্তন অধ্যক্ষ ড. রামচন্দ্র মন্ডল মহোদয়৷ সম্মাননীয় অতিথি বর্গ উপস্থিত ছিলেন - অধ্যাপক রণজিৎ কুমার নায়েক, ড. প্রবালকান্তি হাজরা, শ্রী পার্থ সারথি দাশ, শ্রী স্বপনকুমার মন্ডল, শ্রী বিমান কুমার নায়ক, শ্রী রণজিৎ দাস, আবদুর রহমান সাহেব প্রমুখ। 

অমর একুশের শহীদদের স্মরণে স্বরচিত কবিতা পাঠ করে - শ্রী রজত দাস, শ্রী অশোক দাস, শ্রী কৃষ্ণানন্দ মাইতি, শ্রী অমলেন্দু পাল, শ্রী অনিল সাহু, শ্রী মধুসুদন জানা, শ্রী বৃন্দাবন দাস অধিকারী, শ্রী রবীন্দ্রনাথ দাস অধিকারী, শ্রী সুভাষ ঘোড়ই, শ্রী পার্থ প্রতিম নায়েক, শ্রী অসিত গিরি, শ্রী চন্দন খাঁড়া,  শ্রীমতী মহামায়া গোল,  শ্রী প্রদীপ শাসমল,  শ্রী নিশিকান্ত ভূঞ্যা, শ্রী জলধর নায়ক প্রমুখ।সঙ্গীত পরিবেশন করেন - শ্রী সুমন লস্কর, শ্রীমতি মধুমিতা গিরি, শ্রী সুনীল দাস প্রমুখ । শহীদ বেদীমঞ্চ, প্রদীপ-পুষ্পসজ্জায় ছিলেন - শ্রী উত্তম কুমার গুড়িয়া, শব্দে - সেক লেহাজুদ্দিন, চিত্রগ্রহণে - শ্রী জ্যোতির্ময় বারিক, চা ও জলযোগে অনু-তনু ভগিনীদ্বয়৷ যানবাহনের চলাচলে সুগম করে অনুষ্ঠানটির সাফল্য আনেন,আন্তরিক সহযোগিতায় - হেঁড়িয়া আইসি-র পক্ষ থেকে আধিকারিকগণ ও সিভিক পুলিশেরা। 
অনুষ্ঠানের সমাপ্তিতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন - খেজুরী সাহিত্য সম্মিলনী-র সভাপতি শ্রী সুমন নারায়ন বাকরা । আর অনুষ্ঠানের শুভ সূচনাসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এবং সংস্থার নানান বিষয় ঘোষণা করেন সম্পাদক ড. বিষ্ণু পদ জানা। আরো উপস্থিত ছিলেন  সহ-সম্পাদক - শ্রী জয়দেব মাইতি ও শ্রী সুদর্শন সেন , সদস্য শ্রী কানাইলাল জানা ও জালালউদ্দিন খান।  সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী সমরেশ সুবোধ পড়িয়া ।  বাংলা ভাষা কে যথোচিত মর্যাদায় স্মরণ ও সম্মান জানিয়ে সকলে একমত হন - এ লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। আঞ্চলিক ভাষা প্রতি গুরুত্ব দিতে হবে । সম্মিলনী আগামী কর্মসূচি ঘোষণা করেন সম্পাদক ড বিষ্ণুপদ জানা মহোদয়- ১) খেজুরী সাহিত্য সম্মিলনী আয়োজিত ব‌ইমেলা (১ম বর্ষ ) আগামী এপ্রিল মাসের  শেষে অনুষ্ঠিত হবে। তা নিয়ে খুব শীঘ্রই মিটিং ডাকা হবে। ২) ঐ ব‌ইমেলাতে প্রকাশিত হবে - সংকলন গ্রন্থ   " খেজুরীতে আগত মণীষী" । নির্বাচিত লেখকদের তাড়াতাড়ি লেখা জমা দিতে হবে।

                                 সভার  শেষে শহীদ স্মরণে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সমবেত সকলে - সমবেত সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।
====[=[============={==[✓[✓✓[[=====

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...