Wednesday, 2 March 2022

বিশ্ব ব‌ই পড়া দিবসে। । বিশেষ প্রতিবেদন। ০৩.০৩.২০২২. Vol -663. The blogger in literature e-magazine

     
ব‌ই পড়ুন। ব‌ই পড়ুন। ব‌ই পড়ুন। ব‌ই পড়ুন

আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সব কিছু মূর্ত করে , তেমনি বই মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে সবকিছুকে উদ্ভাসিত করে দেখায়। আলো শুধু ভৌগোলিক ভাবে ছড়িয়ে যেতে পারে। আর বই অতীত থেকে ভবিষ্যৎ , নিকট থেকে দূরে , প্রান্ত থেকে অন্তে এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে । তাই দেশ কালের সীমানা অতিক্রম করে জ্ঞানের আলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে একমাত্র বই । শ্রেষ্ঠ শিক্ষা হল আত্মশিখন । আর বই সেই আত্মশিখনের শ্রেষ্ঠ সহায়ক । বিনোদন থেকে শিক্ষা , অবসর যাপন থেকে নিঃসঙ্গতা দূর — সবেতেই বই শ্রেষ্ঠ অবলম্বন হতে পারে ।
বই হলো মানুষের বন্ধু । যে কখনই কোন ক্ষতি করতে পারে না ।  মানুষ বই থেকে অনেক ভালো ভালো শিক্ষা গ্রহন করেন । যারা বেশী করে বই পড়ে তাদের বেশী মানুষের সঙ্গ দরকার হয় না । মানুষের ভিতরের অন্ধকার দূর করে কুসংস্কারমুক্ত, প্রগতিশীল,আলোকিত সমাজ, দেশ ও জাতি গঠনে বই হলো শ্রেষ্ঠ হাতিয়ার। পৃথিবীর ইতিহাস ঐতিহ্য ও আধুনিক বিশ্বকে উপলব্ধি করতে হলে বই পড়তে হবে । বইয়ের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ, জাতি , ভাষাগোষ্ঠীর মানুষ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায় । বই মানুষের হৃদয়ের দ্বার খুলে দিয়ে চিন্তার জগৎকে প্রসারিত করে এবং মানুষের আত্মার প্রসার ঘটায়। প্রতিটি সফল মানুষ নিয়মিত বই পড়তেন। ওয়ারেন বাফেট তার পেশা জীবনের শুরুতে প্রতিদিন 600 থেকে 1000 পৃষ্ঠা নিয়মিত পড়তেন। বিলগ্রেটস প্রতিবছর 50 টি বই পড়েন। বই পড়লে মানুষের চিত্ত প্রফুল্ল হয়। "ব‌ইয়ের লাইব্রেরী হলো মনের হাসপাতাল". . যুগে যুগে বই পড়ার গুরুত্ব নিয়ে যেসব উক্তি - 
---+++++
"অনেক বই আছে তাই সময় খুব কম ”
— ফ্র্যাঙ্ক জাপা

” ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা ।”
— দেকার্তে

"বই ছাড়া ঘর, একটি আত্মা ছাড়া শরীরের মতো ”
— মার্কাস টুলিয়াস সিসেরো.

"ভাল বন্ধু, ভাল বই এবং একটি শান্ত বিবেক: এটি আদর্শ জীবন ”
— মার্ক টোয়েন

” বই এর মত এমন বিশ্বস্ত বন্ধু আর নেই । ”
— আর্নেস্ট হেমিংওয়ের

” সর্বনিম্ন ৬০ হাজার বই কাছে না থাকলে জীবন অচল । ”
— নেপোলিয়ান

একটি ভালো বই এর শেষ বলে কিছু নেই । ”
— আর ডি কামিং

” বই হলো সভ্যতার রক্ষাকবচ । ”
— ভিক্টর হুগো

বই হচ্ছে সবচেয়ে ভালো প্রতিবেশী, যার সাথে কোনদিন ঝগড়া হয় না,কোনদিন মন-মালিন্য হয় না। ”
— প্রতিভা বসু

” বই হলো অতীত ও বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো । ”
— রবীন্দ্রনাথ ঠাকুর

” জীবনে ৩ টি জিনিস এর প্রয়োজন – বই, বই এবং বই। ”
— ডঃ মুহম্মদ শহীদুল্লাহ

” যদি আপনি এমন একটি বই পড়েন যা অন্যরা সবাই পড়ছে, তাহলে আপনি বুঝতে পারবেন অন্য সবাই কি ভাবছে ”
— হারুকি মুরাকামি

যে তার সাথে কোন বই আনেনি তাকে সম্পূর্ণ বিশ্বাস করবেন না ”
— লেমনির স্কিনকেট

আপনি কখনই যথেষ্ট পরিমাণে এক কাপ চা পান করতে পারবেন না বা আমার পক্ষে উপযুক্ত বইয়ের মতো দীর্ঘতর বইও পাবেন না ”
— সিএস লুইস

যদি কেউ বারবার বই পড়তে উপভোগ করতে না পারে তবে তা পড়ার কোনও লাভ নেই ”
— অস্কার ওয়াইল্ড

” বইয়ের মত এত বিশ্বস্ত বন্ধু আর নেই ”
— আর্নেস্ট হেমিংওয়ের

” যদি এমন কোনও বই থাকে যা আপনি পড়তে চান তবে এটি এখনও লেখা হয়নি তবে আপনাকে অবশ্যই এটি লিখতে হবে ”
— টনি মরিসন

” বিশ্বে যে বইগুলি অনৈতিক বলা হয়, সেগুলি হ’ল এমন বই- যা বিশ্বকে নিজের লজ্জা প্রদর্শন করে ”
— অস্কার ওয়াইল্ড

” বই একটি অনন্য সহজে বহনীয় যাদু ”
— রাজা স্টিফেন

"ব‌ই কিনে কেউ দেউলিয়া হয় না ."
- সৈয়দ মুজতবা আলী

"বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে,তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়।“
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

"একটি ভালো বইয়ের কখনোই শেষ বলতে কিছু থাকে না।“
- আর ডি কামিং।

"একটি বই পড়া মানে হলো একটি সবুজ বাগানকে পকেটে নিয়ে ঘোরা”
— চীনা প্রবাদ।

একটি বই পড়ার দুটি উদ্দেশ্য থাকা উচিত একটি হল- বইটিকে উপভোগ করা অন্যটি হল- বইটি নিয়ে গর্ব করতে পারা।“
- বার্ট্রান্ড রাসেল।

"প্রচুর বই নিয়ে গরীব হয়ে চিলোকোঠায় বসবাস করব তবু এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালবাসে না”
— জন মেকলে

 “আমি চাই যে বই পাঠরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়”
— নর্মান মেলর

”সেদেশ কখনো নিজেকে সভ্য বলে প্রতীয়মান করতে পারবে না যতক্ষণ না তার বেশিরভাগ অর্থ চুইংগামের পরিবর্তে বই কেনার জন্য ব্যয় হবে।” -ভলতেয়ার

 “বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে” 
- জেমস রাসেল।

"আমরা যখন বই সংগ্রহ করি, তখন আমরা আনন্দকেই সংগ্রহ করি।“
- ভিনসেন্ট স্টারেট

" বই পড়ার অভ্যাস নেই আর পড়তে জানে না এমন লোকের মধ্যে কোন পার্থক্য নেই।"
– মার্ক টোয়েইন

.”আমাদের আত্মার মাঝে যে জমাট বাধা সমুদ্র সেই সমুদ্রের বরফ ভাঙার কুঠার হলো বই।“- ফ্রান্ৎস কাফকা

”কতকগুলো বই সৃষ্টি হয় আমাদের শিক্ষা দেবার জন্য নয়, বরং তাদের উদ্দেশ্য হলো আমাদের এই কথা জানানো যে, বইগুলোর স্রষ্টারা কিছু জানতেন।“
 _ গ্যেঁটে

. "সন্তানের জীবনে বইয়ের বিকল্প নেই। 
-ম্য এলেন চেজ।

 . "গৃহের কোনো আসবাবপত্র বইয়ের মতো সুন্দর নয়।"
 সিডনি স্মিথ

.’রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু একখানা বই অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়।’
– ওমর খৈয়াম।

 “সেদেশ কখনো নিজেকে সভ্য বলে প্রতীয়মান করতে পারবে না যতক্ষণ না তার বেশিরভাগ অর্থ চুযা অন্যরা সবাই পড়ছে, তাহলে আপনি বুঝতে পারবেন অন্য সবাই কি ভাবছে ।” 
— হারুকি মুরাকামি

.”কতকগুলো বই সৃষ্টি হয় আমাদের শিক্ষা দেবার জন্য নয়, বরং তাদের উদ্দেশ্য হলো আমাদের এই কথা জানানো যে, বইগুলোর স্রষ্টারা কিছু জানতেন।“
- গ্যেঁটে

"আপনি যখন পড়া শিখবেন তখন আপনার আবার জন্ম হবে … এবং আপনি আর কখনও একা থাকবেন না। "
— রুমার গডডেন

"কেবল শিশুদের পড়তে শেখানোই যথেষ্ট নয়; আমাদের তাদের পড়ার উপযুক্ত কিছু দিতে হবে। এমন কিছু যা তাদের ধারণাগুলি প্রসারিত করবে এমন একটি জিনিস যা তাদের নিজের জীবনের অনুভূতি তৈরি করতে এবং তাদের জীবন থেকে তাদের থেকে পৃথক হওয়া মানুষের দিকে এগিয়ে যেতে উত্সাহিত করবে। "
-ক্যাথারিন প্যাটারসন.

"বই উপহার দেওয়ার মাধ্যমে আমরা আসলে প্রিয়জনকে মানসিক উন্নয়নের রাস্তা দেখিয়ে দেই।“
-ফেরদৌসি মঞ্জিরা


যুগ-যুগান্তরে মানুষ তার জ্ঞান ও অনুভূতি বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছেন। তাই বই পড়ার মাধ্যমে মানুষ তার আপন সত্তার পরিচয় পায়। স্বশিক্ষা অর্জন বা নিজেকে নিজে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে বই পড়ার কোন বিকল্প নেই । বই পড়া মানুষকে শোকে – সান্তনা, দুঃখে -দুঃখ জয়ের ব্রত , ব্যর্থতায় – ধৈর্য ধরার শক্তি জোগায়। ভালো ব‌ই , জীবনের ভালো বন্ধু। 

ব‌ই নিয়ে কিছু অজানা তথ্য :

০১. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা চারটি আইনের বই আছে।

০২. যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট প্রতিদিন একটি করে বই পড়তেন।

০৩. ভিক্টর ভুগোর লা মিজারেবল বইয়ে একটি দীর্ঘ বাক্য আছে। বেশি না, মাত্র ৮২৩ শব্দের!

০৪. সর্বাধিক দামে বিক্রিত বই হলো লিওনার্দো দ্য ভিঞ্চির কোডেক্স লেইচেষ্টার।


০৫. যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশিবার ব্যান খাওয়া বইটি হলো- হ্যারি পটার!!

০৬ মার্ক টোয়েনের 'অ্যাডভেঞ্চার অব টম সয়ার' বইটি টাইপরাইটারে লেখা পৃথিবীর প্রথম বই।

০৭ 'বই' শব্দটি প্রথম ব্যবহার হয় আলফ্রেড দ্য গ্রেটের বইয়ে।

০৮. লর্ড অব দ্য রিং ট্রিলজির নাম শুনে থাকবেন। এটা নিয়ে একই নামে বিখ্যাত সিনেমা আছে। লেখক মহাশয় এই পুরো ট্রিলজিটি লিখেছেন শুধু দুই আঙ্গুল ব্যবহার করে (তার হাতে পাঁচ আঙ্গুলই ছিল, সম্ভবত টাইপরাইটারের কারণে...)।

০৯. আপনি যদি নরওয়েতে কোন বই প্রকাশ করেন তাহলে সরকার ১০০০ কপি কিনে নিবে। শিশুতোষ বই হলে ১৫০০ কপি। তারপর তারা বইগুলো দেশের লাইব্রেরিতে ছড়িয়ে দেয়।

১০. আইসল্যান্ডের একটি নিজস্ব ঐতিহ্য আছে। ক্রিসমাসে সেখানের মানুষ নিজেদের মধ্যে বই অদলবদল করে এবং বাকি রাত সেসব বই পড়ে এবং চকলেট খেয়ে কাটায়!
==========∆∆∆∆∆∆∆∆∆===========

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...