Thursday, 10 March 2022

জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি। কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। ১০.০৩.২০২২. Vol -670


সমরেশ মজুমদার 


মৌষলকাল - সমরেশ মজুমদার
১৯৭০-এর নকশাল রাজনীতিতে অনিমেষের জড়িয়ে পড়া এবং পুলিশি অত্যাচারে পঙ্গু হয়ে যাওয়ার কাহিনী তুমুল এক ইতিহাসের কথাই বলে। সমরেশ মজুমদার এই চরিত্রটিকে নিয়ে তিনটি বিখ্যাত উপন্যাস রচনা করেছেন, উত্তরাধিকার, কালবেলা ও কালপুরুষ, যা ধারণ করে আছে পশ্চিমবঙ্গের অনতি-অতীতকালে রাজনৈতিক-সামাজিক সময়প্রবাহ।
অনিমেষের বান্ধবী হিসেবে সময়ের সঙ্গে যুঝেছে মাধবীলতা। বাংলা কথাসাহিত্যে মাধবীলতা-অনিমেষ জুটি সমরেশ মজুমদারের অনবদ্য সৃষ্টি। সময়ের ফসল হিসেবে এসেছে তাদের সন্তান অর্ক। বড় হয়ে অর্কও দুঃখী মানুষদের নিয়ে সাধ্যমতো স্বপ্নপ্রয়াসে জড়িয়ে পড়েছে এবং ব্যর্থ হয়েছে যথারীতি। সর্বত্রই ক্ষমতালোভী রাজনৈতিক দল হিংস্র থাবা নিয়ে তৈরি।
প্রায় তিন দশক সময় অতিক্রম করে সমরেশ মজুমদার লিখেছেন অনিমেষ-মাধবীলতা-অর্কের নতুন কাহিনী ‘মৌষলকাল’।
এই উপন্যাসের আধার পশ্চিমবঙ্গের এক উত্তাল সময়। রাজনৈতিক পালাবদলের সেই ইতিহাসের নানান বাঁকে উপস্থিত মাঝবয়সি অর্ক। স্বভাব-প্রতিবাদে, আবেগে, অস্পষ্ট ভালবাসায় অর্ক যেন এক অবাধ্য স্বর। মৌষল পর্বের পারস্পরিক অবিশ্বাসের দিনকালেও প্রৌঢ় অনিমেষ-মাধবীলতা ঝলসে ওঠে আর একবার। কেউ বিপ্লব-বিশ্বাস, কেউ-বা জীবন-বিশ্বাসে অটুট।
কাহিনী নির্মাণের জাদুরক সমরেশ মজুমদারের অনবদ্য সৃষ্টি মৌষলকাল।

জন্ম  বাংলা ১৩৪৮ সনের ২৬শে ফাল্গুন, ১০ই মার্চ ১৯৪২ খ্রিষ্টাব্দ। তার শৈশব কেটেছে ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে। তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয় জলপাইগুড়ি জেলা স্কুল থেকে। তিনি কলকাতায় আসেন ১৯৬০ সালে। বাংলায় স্নাতক সম্পন্ন করেন কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে এবং মাস্টার্স সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনে তিনি আনন্দবাজার পাবলিশার্স প্রাইভেট লিমিটেডএর সাথে যুক্ত ছিলেন। গ্রুপ থিয়েটারএর প্রতি তার প্রচণ্ড আসক্তি ছিলো। তার প্রথম গল্প “অন্যমাত্রা” লেখাই হয়েছিলো মঞ্চনাটক হিসাবে, আর সেখান থেকেই তার লেখকজীবনের শুরু। তার লেখা অন্যমাত্রা ছাপা হয়েছিলো দেশ পত্রিকায় ১৯৬৭ সালে। সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস “দৌড়” ছাপা হয়েছিলো দেশেই ১৯৭৫ সালে। তিনি শুধু তাঁর লেখনী গল্প বা উপন্যাসের মধ্যে সীমাবদ্ধ রাখেননি; ছোটগল্প, ভ্রমণকাহিনি থেকে গোয়েন্দাকাহিনি, কিশোর উপন্যাস লেখনীতে তাঁর জুড়ি মেলা ভার। তাঁর প্রত্যেকটি উপন্যাসের বিষয় ভিন্ন, রচনার গতি এবং গল্প বলার ভঙ্গি পাঠকদের আন্দলিত করে। চা বাগানের মদেসিয়া সমাজ থেকে কলকাতার নিম্নবিত্ত মানুষেররা তাঁর কলমে উঠে আসেন রক্ত-মাংস নিয়ে। সমরেশ মজুমদারের উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান, গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ ইত্যাদি উল্লেখযোগ্য। তার ট্রিলজি 'উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ' বাংলা সাহিত্য জগতে তাকে বিশেষ খ্যাতির অধিকারী করেছে।

অনেক অসাধারণ লেখনীর শব্দের এই রূপকার জাতীয় এবং আন্তর্জাতিক অনেক পুরস্কার অর্জন করেছেন। ১৯৮২ সালে আনন্দ পুরস্কার, ১৯৮৪ সালে সাহিত্য আকাদেমী পুরস্কার, বঙ্কিম পুরস্কার এবং আইয়াইএমএস পুরস্কার জয় করেছেন। চিত্রনাট্য লেখক হিসাবে জয় করেছেন বিএফজেএ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির এওয়ার্ড।

গ্রন্থ তালিকা 

সত্যমেব জয়তে
আকাশ না পাতাল
তেরো পার্বন
সওয়ার
টাকাপয়সা
তীর্থযাত্রী
ভালবাসা থেকে যায়
নিকট কথা
ডানায় রোদের গন্ধ
জলছবির সিংহ
মেয়েরা যেমন হয়
একশো পঞ্চাশ (গল্প সংকলন)
উত্তরাধিকার
কালবেলা
কালপুরুষ
গর্ভধারিনী
হৃদয় আছে যার
সর্বনাশের নেশায়
ছায়া পূর্বগামিনী
এখনও সময় আছে
স্বনামধন্য
কলিকাল
স্বপ্নের বাজার
কলকাতা
অনুরাগ
তিনসঙ্গী
ভিক্টোরিয়ার বাগান
সহজপুর কতদূর
অনি
সিনেমাওয়ালা
সূর্য ঢলে গেলে
আশ্চর্যকথা হয়ে গেছে
অগ্নিরথ
অনেকই একা
আট কুঠুরি নয় দরজা
আত্মীয়স্বজন
আবাস
আমাকে চাই
উজান গঙ্গা
কষ্ট কষ্ট সুখ
কুলকুন্ডলিনী
কেউ কেউ একা
জনযাজক
জলের নিচে প্রথম প্রেম
জ্যোৎস্নায় বর্ষার মেঘ
দায়বন্ধন
দিন যায় রাত যায়
দৌড়
বড় পাপ হে (গল্প)
বিনিসুতোয়
মনের মতো মন
মেঘ ছিল বৃষ্টিও
শরণাগত
শ্রদ্ধাঞ্জলি
সাতকাহন
সুধারানী ও নবীন সন্ন্যাসী
হরিনবাড়ি
কইতে কথা বাধে
মধ্যরাতের রাখাল
আকাশে হেলান দিয়ে
কালোচিতার ফটোগ্রাফ
আকাশকুসুম
স্বরভঙ্গ
ঐশ্বর্য
আকাশের আড়ালে আকাশ
কালাপাহাড়
অহংকার
শয়তানের চোখ
হৃদয়বতী
সন্ধেবেলার মানুষ
বুনোহাঁসের পালক
জালবন্দী
মোহিনী
সিংহবাহিনী
বন্দীনিবাস
শেষের খুব কাছে
জীবন যৌবন
আহরণ
বাসভূমি
এত রক্ত কেন
এই আমি রেণু
উনিশ বিশ
মৌষলকাল
মানুষের মা
গঙ্গা
বাসভূমি
লক্ষ্মীর পাঁচালি

পুরস্কার 
আনন্দ পুরস্কার, ১৯৮২
সাহিত্য অকাদেমি পুরস্কার, ১৯৮৪
===={{{{{{{{{{{{∆∆∆∆∆∆∆}}}}})}}}}}})}}====

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। অশোকবিজয় রাহা । একজন ভারতীয় বাঙালি কবি, প্রাবন্ধিক এবং সমালোচক। তিনি রবীন্দ্র অধ্যাপক হিসেবে দীর্ঘদিন বিশ্বভারতীতে দায়িত্ব পালন করেন। Dt -14.11.2024. Vol -1052. Thrusday. The blogger post in literary e magazine.

অশোকবিজয় রাহা  (১৪ নভেম্বর ১৯১০ – ১৯ অক্টোবর ১৯৯০)  সময়টা ছিল আঠারোশো উননব্বইয়ের অক্টোবর। গঁগ্যার সাথে বন্ধুত্বে তখন কেবল চাপ চাপ শূন্যতা আ...