সিমাস হীনি Seamus Heaney জন্ম - শেমাস্ জাস্টিন হীনি ১৩ এপ্রিল ১৯৩৯ কাসলডসন, উত্তর আয়ারল্যান্ড এর টেমনিয়ারনের কৃষিজীবী ক্যাথলিক পরিবারে। তার কৃষক পিতার খামার ছিল মসবন্ অঞ্চলে। অনেক ভাইবোনের কলকাকলিতে মুখর একান্নবর্তী পরিবারে তার শৈশব অতিবাহিত হয়েছে আনন্দঘন পরিবেশে। তার মাসী ম্যারি তাকে স্নেহের আঁচলে সযত্নে বড় করেছেন। ক্যাথলিক ধর্মের নানা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন।দাম্পত্যসঙ্গী অ্যান ডেভলিন (১৯৬৫–২০১৩)। সন্তান- মাইকেল ক্রিস্টোফার ও ক্যাথরিন অ্যান. কর্মজীবনে তিনি শিক্ষকতা করেছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বেলফাস্ট বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর মতো বিশ্ববিদ্যালয়ে। Heaney taught as a visiting professor in English at the University of California, Berkeley in the 1970–1971 academic year.[28] In 1972, he left his lectureship at Belfast, moved to Wicklow in the Republic of Ireland, and began writing on a full-time basis. That year, he published his third collection, Wintering Out. In 1975, Heaney's next volume, North, was published.[29] A pamphlet of prose poems entitled Stations was published the same year. In 1976 Heaney was appointed Head of English at Carysfort College in Dublin and moved with his family to the suburb of Sandymount. His next collection, Field Work, was published in 1979. Selected Poems 1965-1975 and Preoccupations: Selected Prose 1968–1978 were published in 1980. When Aosdána, the national Irish Arts Council, was established in 1981, Heaney was among those elected into its first group. (He was subsequently elected a Saoi, one of its five elders and its highest honour, in 1997). Also in 1981 Heaney traveled to the United States as a visiting professor at Harvard, where he was affiliated with Adams House. He was awarded two honorary doctorates, from Queen's University and from Fordham University in New York City (1982). At the Fordham commencement ceremony on 23 May 1982, Heaney delivered his address as a 46-stanza poem entitled "Verses for a Fordham Commencement." কবিতার প্রতি তার অনুরাগ কবি টেড হিউজ এর চোখে পড়ে। হিনির কবিতায় বিশেষভাবে প্রতিফলিত হয়েছে মাতৃভূমির প্রতি গভীর মমতা। সমকালীন সমাজ বাস্তবতা, সমাজ সংলগ্ন মানুষ, নিজস্ব সংস্কৃতি, রাজনীতি, জাতিবিদ্বেষের প্রতি তীব্র ঘৃণা, উপনিবেশ বিরোধিতা এইসব প্রসঙ্গও এসেছে মানবিক মূল্যবোধে এবং সমাজ ও রাজনীতি সচেতনতায়। তাই স্থানিক হলেও তিনি সার্বজনীন কবি হিসেবে পরিচিত পেয়েছেন। উদার বৈশ্বিকতার আলোকপ্রাপ্ত কবি হিসেবেও তিনি অনেকর কাছে সমাদৃত। Poetry: main collections 1966: Death of a Naturalist, Faber & Faber 1969: Door into the Dark, Faber & Faber 1972: Wintering Out, Faber & Faber 1975: North, Faber & Faber 1979: Field Work, Faber & Faber 1984: Station Island, Faber & Faber 1987: The Haw Lantern, Faber & Faber 1991: Seeing Things, Faber & Faber 1996: The Spirit Level, Faber & Faber 2001: Electric Light, Faber & Faber 2006: District and Circle, Faber & Faber 2010: Human Chain, Faber & Faber Poetry: selected editions Edit 1980: Selected Poems 1965–1975, Faber & Faber 1990: New Selected Poems 1966–1987, Faber & Faber 1998: Opened Ground: Poems 1966–1996, Faber & Faber 2014: New Selected Poems 1988–2013, Faber & Faber 2018: 100 Poems, Faber & Faber Prose: main collections Edit 1980: Preoccupations: Selected Prose 1968–1978, Faber & Faber 1988: The Government of the Tongue, Faber & Faber 1995: The Redress of Poetry: Oxford Lectures, Faber & Faber Prose: selected editions Edit 2002: Finders Keepers: Selected Prose 1971–2001, Faber & Faber Plays Edit 1990: The Cure at Troy: A version of Sophocles' Philoctetes, Field Day 2004: The Burial at Thebes: A version of Sophocles' Antigone, Faber & Faber Translations Edit 1983: Sweeney Astray: A version from the Irish, Field Day 1992: Sweeney's Flight (with Rachel Giese, photographer), Faber & Faber 1993: The Midnight Verdict: Translations from the Irish of Brian Merriman and from the Metamorphoses of Ovid, Gallery Press 1995: Laments, a cycle of Polish Renaissance
Limited editions and booklets (poetry, prose, and translations)
ডাবলিনের ট্রিনিটি কলেজ এর অনারারি ফেলো ছিলেন তিনি। ২০১২ সালে এই বিশ্ববিদ্যালয়ে আইরিশ লেখকদের জন্য সিমাস হিনি প্রফেসরশিপ প্রবর্তন করা হয়। হিনির মতে এটি তার জীবনের অন্যাতম সম্মান। উল্লেখযোগ্য পুরস্কার জিওফ্রে ফেবার স্মারক পুরস্কার Memorial Prize, ১৯৬৮ ই এম ফর্স্টার পুরস্কার, ১৯৭৫ সাহিত্যে নোবেল পুরস্কার, ১৯৯৫ Commandeur de l'Ordre des Arts et Lettres, 1996 Saoi of Aosdána, 1997 Golden Wreath of Poetry, 2001 টি এস এলিয়ট পুরস্কার, ২০০৬ The Griffin Trust for Excellence in Poetry Lifetime Recognition Award, 2012 ২০১৩ সালের ৩০ আগস্ট চুয়াত্তর বছর বয়সে প্রয়াত হন সিমাস হিনি। বিংশ শতাব্দীর সর্বাগ্রগণ্য ইংরেজিভাষী কবিদের একজন যিনি ১৯৯৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। ইয়েট্স্, জর্জ বার্নার্ড শ ও বেকেটের পর তিনি চতুর্থ আইরিশ সাহিত্যিক যিনি এই পুরস্কার অর্জন করেন। এই প্রথিতযশা আইরিশ কবি ও অনুবাদক ১৯৬৬ সালে ডেথ অফ এ ন্যাচারালিস্ট্ কাব্যগ্রন্থটি লিখে প্রথম লোকখ্যাতি অর্জন করেন। তিনি প্রাচীন ইংরেজি মহাকাব্য বেউলফ আধুনিক ইংরেজিতে রূপান্তর করেছেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং অক্সফোর্ড প্রফেসর অব পোয়েট্রি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জলাভূমি (Bogland) সন্ধ্যার বিশাল সূর্য টুকরো করার প্রেইরী প্রান্তর কোনো নেই আমাদের নিরীক্ষণ মেনে নেয় সর্বত্র এখানে যথেচ্ছ-সীমানা-ভাঙা দিগন্তবিস্তার চোখ বশ হয় একচক্ষু সাইক্লোপস্ দৈত্যের মতো গিরি পরিবৃত হ্রদে। পাঁচিলহীন এই দেশ মূলত জলাভূমি। দিনে দিনে শিলাস্তর রৌদ্রাভ দৃশ্যের ফাঁকে ফাঁকে জমা হয়। ভূগর্ভ জ্বালানি খুঁড়ে ওরা তুলে আনে অতীত আইরিশ ইল্ক্ জাতির কঙ্কাল তুলে এনে রাখে, যেন এই প্রত্নজীব হাওয়ায় ভরাট এক অত্যাশ্চর্য ঝুড়ি খুঁড়ে তুলে আনা হলো যে প্রত্নমাখন ভূতলে প্রচ্ছন্ন ছিল শতবর্ষ আগে পূর্ববৎ আছে তার নুন ও শুভ্রতা এ মাটি কেমন দেখ দয়াপরবশ গ’লে উন্মোচিত হচ্ছে পদতলে প্রাচীন মাখন কালো লক্ষ বছরের প্রাচীনতা মুছে দেয় শেষ তার নাম। কয়লা কখনো ওরা খুঁড়বে না এখানে। খুঁড়বে নরম যার শাঁস, ফারগাছ জলবন্দী সুবিশাল, তাদেরই নিমগ্ন আধোভাগ ভেঙ্গে চলে আমাদের পূর্বপুরুষ ভিতরে, ভূতলে, নিরন্তর যত স্তর করে ওরা অবারিত আগেই বসতি ছিল তাঁবুবাসীদের আটলান্টিক ক্ষরণে সিঞ্চিত জলাভূমিময় কূপগুলো সজল কেন্দ্রের মূলে অতল গহ্বর্। ================================= |
Tuesday, 12 April 2022
জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য। সিমাস হীনি Seamus Heaney- ( আইরিশ নোবেল জয়ী কবি ও নাট্যকার). ১৩.০৪.২০২২. Vol -704. The blogger in literature e-magazine
Subscribe to:
Post Comments (Atom)
শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা অভিনেতা।পরিচিতিকলকাতার কালীঘাট অঞ্চলের অধিবাসী ছিলেন তিনি। পিতা মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন আইনজীবী। প্রথমে কালী বন্দ্যোপাধ্যায় ভারতীয় গণনাট্য সংঘর সক্রিয় সদস্য ছিলেন। সিনেমা জগতে তিনি কালী ব্যানার্জী নামে সমধিক পরিচিত। dt -২০.১১.২০২৪. Vol -১০৫৬. Wednesday। The blogger post in literary e magazine.
কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ( ২০ নভেম্বর, ১৯২০ — ৫ জুলাই, ১৯৯৩ ) বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা অভিনেতা। কলকাতার কালীঘাট অঞ্...
-
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তীতে দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার উদ্যোগে পরিবারের সঙ্গে ৮ম মাসিক সাহিত্য বিকেলের আড্ডা ও বর্ণ...
-
মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৩৮ সালে বাংলাদেশের সিলেটে। তুলনামূলক সাহিত্য, ভারতীয় নন্দনতত্ত্ব, ললিতকলার ইতিহাস নিয়ে তিনি পড়াশোন...
-
‘ কী গাব আমি কী শোনাব" গানটির সুর এখনো কানে ভেসে আসে , শিল্পী বেঁচে নেই কিন্তু তার সৃষ্টি সভ্যতা ও সংস্কৃতির অলিতে গলিতে এখনো সুরেলা ...
No comments:
Post a Comment