রবার্ট ব্রাউনিং
জন্ম ৭ মে ১৮১২।ক্যাম্বারওয়েল, লন্ডন the only son of Sarah Anna (née Wiedemann) and Robert Browning.
মা ছিলেন একজন পিয়ানোবাদক। তার পিতা ছিলেন একজন ব্যাংক কর্মচারী। তিনি একাধারে একজন শিল্পী, পণ্ডিত ও প্রত্নতাত্ত্বিক হিসাবেও পরিচিত ছিলেন। তার প্রাচীন ও দুষ্প্রাপ্য চিত্র ও বই এর এক বিশাল সংগ্রহ ছিল। তিনি ল্যাটিন, ফ্রেঞ্চ, গ্রিক, হিব্রু ও ইতালীয় ভাষায় লেখা প্রায় ছয় হাজারেরও বেশি বই এর এক বিশাল সংগ্রহ গড়ে তুলেছিলেন। ব্রাউনিং এর শিক্ষার একটি বড় অংশই এসেছিল তার পিতার কাছ থেকে। স্কুলের বাঁধাধরা নিয়ম কানুন তিনি পছন্দ করতেন না। তবে ছোটবেলা থেকেই তিনি খুব মনোযোগী ছাত্র ছিলেন। ধারণা করা হয় যে, মাত্র পাঁচ বছর বয়সেই তিনি লিখতে ও পড়তে পারতেন।
ব্রাউনিং এর সাহিত্যজীবনের শুরুটা খুব সফল হলেও তিনি সেই সফলতা খুব বেশিদিন ধরে রাখতে পারেননি। তার লেখা প্রথম দীর্ঘ কবিতা পলিন (Pauline) দান্তে গ্রাবিয়েল রসেটির দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। এর পরের কবিতা প্যারাসেলসাস (Paracelsus) ওয়ারর্ডসওয়ার্থ ও ডিকেন্স কর্তৃক প্রশংসিত হয়। কিন্তু ১৮৪০ সালে তার লিখিত দুর্বোধ্য কাব্য সরডেলো (Sordello) কোন জনপ্রিয়তা পায়নি। ১৮৪৬ সালে ব্রাউনিং আর একজন ইংরেজ কবি এলিজাবেথ ব্যারেটকে বিয়ে করেন। সেই সময়ে এলিজাবেথ তার চেয়ে বেশি জনপ্রিয় ছিলেন। বিয়ের পর তারা ইতালি চলে যান। সেখানে ১৯৪৯ সালে রবার্ট পেন ব্রাউন নামে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। ১৮৬১ সালে এলিজাবেথা মারা যান। এরপর রবার্ট ব্রাউনিং তার ছেলেকে নিয়ে লন্ডনে ফিরে আসেন.
উল্লেখযোগ্য লেখাগুলো হল,
- Asolando: Fancies and Facts (1889)
- Christmas-Eve and Easter-Day (1850)
- Complete Poetic and Dramatic Works of Robert Browning (1895)
- Dramatic Idyls (1879)
- Dramatic Idyls: Second Series (1880)
- Ferishtah’s Fancies (1884)
- Jocoseria (1883)
- La Saisiaz, and The Two Poets of Croisicv (1878)
- Men and Women (1855)
- New Poems by Robert Browning and Elizabeth Barrett Browning (1914)
- Pacchiarotto and How He Worked in Distemper, with Other Poems (1876)
- Paracelsus (1835)
- Parleyings with Certain People of Importance in Their Day (1887)
- Pauline: A Fragment of a Confession (1833)
- Red Cotton Night-Cap Country; or, Turf and Towers (1873)
- Sordell (1840)
- The Brownings to the Tennysons (1971)
- The Inn Album (1875)
- The Ring and the Book (1868)
- Two Poems (1854)
- রবার্ট ব্রাউনিং লিখিত গদ্যসাহিত্যের মধ্যে অন্যতম,
No comments:
Post a Comment