Saturday, 4 May 2024

মৃত্যু দিনের শ্রদ্ধাঞ্জলি। সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়। Dt -04.05.2024. Vol -868. The blogger post in literary e magazine

 আশুতোষ মুখোপাধ্যায়ের 



মৃত্যু -    4 মে 1989 (68 বছর বয়সী)
             কলকাতায়।‌



জন্ম 7 সেপ্টেম্বর 1920  বাংলাদেশের ঢাকা জেলার বজ্রযোগিনীতে। পিতা স্কুল পরিদর্শক পরেশচন্দ্র মুখোপাধ্যায় মাতা তরুবালা। তার প্রথম জীবনের অনেকখানি কেটেছে উত্তরবঙ্গের নানাস্থানে । স্কু-কলেজের শিক্ষা হুগলিতে। হুগলির মহসিন কলেজ থেকে বি.কম.পাশ করেন।
কিন্তু এ সময়ে চোখের সমস্যা দেখা দেওয়ায় পড়াশোনা প্রায় ছেড়ে দেন। অন্য ভাইয়েরা কৃতী হয়ে উঠলেও তিনি তা পারছিলেন না শারীরিক কারণে। ক্রমে এ নিয়ে বাড়িতে সমস্যা তৈরি হয়। কাজ খুঁজতে থাকেন তিনি। প্রথম জীবনে আশুতোষ একের পর এক মোট ন’জায়গায় চাকরি নেন এবং ছেড়েও দেন। একসময়ে ব্যক্তিগত উদ্যোগে এবং নিজের ব্যয়ে চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করেন। সেখানেও বিশেষ সফলতা পাননি তখন। এর পরে তিনি শুরু করেন গেঞ্জির ব্যবসা। তারও পরে গড়ে তোলেন প্রকাশন সংস্থা ‘ম্যানুস্ক্রিপ্ট’। নিজের মধ্যে জেদ তো ছিলই, সঙ্গে ছিল সৃজনশীল মনও। তাই শেষ অবধি চাকরি নিলেন ‘যুগান্তর’ পত্রিকায়। এই পত্রিকার রবিবাসরীয় বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন বহুদিন।

সাহিত্যিক হিসেবে আশুতোষ মুখোপাধ্যায়ের আত্মপ্রকাশ 'নার্স মিত্র' কাহিনি দিয়ে। প্রথম গল্প ‘নার্স মিত্র’ প্রকাশ পায় ১৯৫৩ সালে, 'মাসিক বসুমতী’ পত্রিকায়। এই কাহিনি নিয়েই অসিত সেন তৈরি করেন সুচিত্রা সেন অভিনীত 'দীপ জ্বেলে যাই' ছবি। যে ছবির চরিত্র নার্স রাধা আজও আইকনিক। এর পরে চলাচল (১৯৫১) উপন্যাসেই প্রথম নাম ও প্রতিষ্ঠা পান আশুতোষ মুখোপাধ্যায়। সার্থক হয় এত দিনের লড়াই।
এছাড়াও তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে হল পঞ্চতপা, সোনার হরিণ নেই, নগরপারে রূপনগর, দেখা, কাল তুমি আলেয়া, জীবনতৃষ্ণা, অলকাতিলক, অগ্নিমিতা, রোশনাই, নতুন তুলির টান প্রভৃতি। পরকপালে রাজারানি (১৯৮৯) লেখকের জীবনকালে প্রকাশিত শেষ উপন্যাস।
চলচ্চিত্রের রাজা আশুতোষ
স্বর্ণযুগে সিনেমাকে বই বলত লোকে। কারণ সাহিত্য নির্ভর ছবি হত সব। আশুতোষ মুখোপাধ্যায় আর তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের কাহিনি নিয়ে সবথেকে বড় বড় হিট কালজয়ী ছবি হয়েছে এ সময়ে। আশুতোষের কাহিনি নিয়ে অরুন্ধতী দেবী অভিনীত হিট ছবি 'পঞ্চতপা' কিংবা 'চলাচল'। তেমনই উত্তম সুচিত্রা জুটির 'জীবন তৃষ্ণা' কিংবা 'নতুন তুলির টান' অবলম্বনে 'নবরাগ'।

তরুণ বয়সে ব্যক্তিগত উদ্যোগে এবং নিজ ব্যয়ে চলচ্চিত্র তৈরির কাজে ব্রতী হন। অসফল হয়ে গেঞ্জির ব্যবসায়ে নামেন। এরপর স্থায়ীভাবে 'ম্যানুস্ক্রিপ্ট' নামে এক প্রকাশনা সংস্থা গড়ে তোলেন। 'বসুমতী' ও 'যুগান্তর' পত্রিকায় বিচিত্র জীবিকায় মানুষদের নিয়ে লিখতে আরম্ভ করেন। 'বসুমতী'তে তার প্রথম গল্প 'নার্স মিত্র', পরে যা'দীপ জ্বেলে যাই' নামে চলচ্চিত্রায়ণ হয়েছিল।[৩] এই পত্রিকায় প্রথম উপন্যাস 'স্বাহা' - পরিবর্তিত নাম 'রূপের হাটে বিকিকিনি'। ১৯৫৩ খ্রিস্টাব্দে মমতা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৫৫ খ্রিস্টাব্দে 'যুগান্তর' পত্রিকায় যোগ দেন ও ক্রমে রবিবাসরীয় বিভাগের প্রধান হন। তিনি প্রায় দু-শোর মতো বই লিখেছেন। তার মধ্যে এক-শো কুড়ি-পঁচিশটি উপন্যাস। বিভিন্ন ভারতীয় ভাষায় তার অনেক বই অনূদিত হয়েছে। শিশু সাহিত্য জগতেও তিনি আদৃত এক লেখক। 
সুচিত্রা সেনকে সে সময়ে ‘উত্তম’ বলয়ের থেকে বার করে আনতে পেরেছিল একমাত্র আশুতোষের কাহিনি। প্রথম 'দীপ জ্বেলে যাই' একক সুচিত্রা সেন অভিনীত সুপারহিট ছবি করেই সুচিত্রা নিজের জোর খুঁজে পেলেন। এর পরে 'সাত পাকে বাঁধা', সেটিও আশুতোষ কাহিনি, যে ছবি সুচিত্রাকে এনে দিল ‘মস্কো ফিল্ম ফেস্টিভাল’ থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার।


কিন্তু আশুতোষ মুখোপাধ্যায় এই নিয়ে আফশোস করে বলেছিলেন একটি গুরুত্বপূর্ণ কথা। “শ্রীমতী সেনের 'সাত পাকে বাঁধা' বিশ্বখ্যাতি অর্জন করল কিন্তু অর্চনাই কি তাঁর জীবনে শ্রেষ্ঠতম অভিনয় যা বিশ্বের লোকরা দেখল? 'দীপ জ্বেলে যাই' তে শ্রীমতী সেনের সুষমাদীপ্ত অভিনয়ে সেই জীবনবেদনা আত্মার উপর কি গভীর ছাপ রেখে যেতে পারে তা বিশ্ব বিচারকরা দেখতে পেলেন না। অর্চনা আর নার্স রাধা মিত্র কে পাশাপাশি দাঁড় করাতেই হবে যদি সুচিত্রা সেনের শ্রেষ্ঠ অভিনয় বলতে হয়। যা আর কোনও অভিনেত্রী পারতেন না।”


নগরপারে রূপনগর নিয়ে ধারাবাহিক হয়েছিল কলকাতা দূরদর্শনে যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দেবশ্রী রায়। সে সিরিয়াল আজও অনেকের মনের মণিকোঠায় উজ্জ্বল।
মায়া-মমতার সংসার
আশুতোষ মুখোপাধ্যায়ের জীবনযুদ্ধ অমানুষিক। শুরুর জীবন থেকেই এত আঘাত, বিশেষত রোগভোগ খুবই সমস্যা তৈরি করে। প্রথমে নিজের চোখের সমস্যা থেকে পড়াশোনায় বাধা। তার পরেও তিনি যৌথ পরিবারে সকলের গঞ্জনা অতিক্রম করে লেখক হিসেবে প্রতিষ্ঠা পান। কিন্তু পাকা চাকরি তাঁর জীবনে ছিল না। তাই বিয়ে করার জন্য আদর্শ পাত্র তিনি হয়তো ছিলেন না সমাজের চোখে। কিন্তু তাঁকেই ভরসা করেছিলেন লখনউয়ের মেয়ে মমতা মুখোপাধ্যায়। বাড়ির আপত্তি অগ্রাহ্য করে কলকাতায় এসেছিলেন কোনও এক স্কুলে হিন্দি পড়াতে। কলকাতায় এসে তাঁর বিয়ের যোগাযোগ হল স্বল্প রোজগেরে আশুতোষের সঙ্গে। বিয়ের আগে মমতা বলেছিলেন 'পড়তে আর চাকরি করতে দিতে হবে।' আশুতোষ বলেছিলেন 'আমার তো পাকা চাকরি নয়, অবশ্যই তুমি চাকরি করবে।' বিয়ে হল। শ্বশুরবাড়িতে তাঁর নাম দেওয়া হল রেণু। বিয়ের পরে প্রথম কন্যাসন্তান জন্মাল, সর্বাণী। ওদিকে আশুতোষের লেখার ব্যস্ততা। সংসার একার কাঁধে তুলে নিলেন মমতা। মেয়েকে সামলে চাকরি আর করা হল না। যৌথ পরিবারে কতই বা সবাই মেনে নিত তখন বউয়ের চাকরি করতে বেরোনো?
জীবনভর কষ্ট
পরে আরও একটি পুত্র হল ওঁদের। সে তো খুশির খবর, মেয়ে সর্বাণী আর পুত্র জয়। ছোট থেকেই জয় ছিল গানপাগল। কিছুদিনের মধ্যেই তার ধরা পড়ল দুরারোগ্য বিরল অসুখ, ‘মাসকুলার ডিসট্রফি’। যার পরিণাম অবধারিত মৃত্যু। মমতা দেবী মনের জোর হারাননি। স্বামীকে বললেন, “তুমি লেখো সংসার আমি দেখব।” রেণু কখনও স্বামীর সঙ্গে চলচ্চিত্র প্রিমিয়ারে যাননি। মমতা দেবী ভাবতেন অসুস্থ সন্তানদের তাহলে কে দেখবে। পুত্রের অকালমৃত্যু হয় একসময়। মমতা মনের জোরে ও আগামীর দিকে তাকিয়ে সে চরম শোক সামলে নিতে পারলেও আশুতোষ ভেঙে পড়েছিলেন বিধস্তভাবে। তাই মমতা ভাবতেন, তিনি যদি আগে চলে যান স্বামীকে কে দেখবে? স্বামীর মৃত্যু যাত্রায় যেন নিজের কর্তব্য শেষ করে বৈধব্যকে নিশ্চিন্ত পথ মেনেছিলেন মমতা দেবী। রেণু যে সেবা আর মনের জোর দিয়েছিলেন আশুতোষ মুখোপাধ্যায়কে, তাই যেন তাঁকে বাঁচিয়ে রেখেছিল। মমতা-আশুতোষের কন্যা সর্বাণী মুখোপাধ্যায়ও পরে বিখ্যাত লেখিকা হন। বাবা-কেন্দ্রিক লেখাই বেশী সর্বাণীর। বাবা আশুতোষকে নিয়ে আজও গবেষনায় ব্রতী তিনি।

গ্রন্থ তালিকা : 

পঞ্চতপা
চলাচল
কাল তুমি আলেয়া
অন্য নাম জীবন
অপরিচিতের মুখ
আনন্দরূপ
আবার আমি আসবো
আরো একজন
আশ্রয়
একটি বিশ্বাসের জন্ম
একাল ওকাল
খনির নুতন মনি
দিনকাল
দুটি প্রতিক্ষার কারণে
নগর পারে রূপনগর
নিষিদ্ধ বই
পিন্ডিদার গোপ্পো
পিন্ডিদার পঞ্চবান
পিন্ডিদার রিটায়ারমেন্ট
পুরুশোত্তম
বলাকার মন
বাসকশয়ন
মেঘের মিনার
রূপেরহাটে বিকিকিনি
লিডার বটে পিন্ডিদা
শত রূপে দেখা
সজনীর রাত পোহালো
সবুজতরণ ছাড়িয়ে
সিকেপিকেতিকে
সোনার হরিণ নেই
পরকপালে রাজা রানী


আশুতোষের লেখার একটা বিশেষত্ব ছিল, তিনি বাড়িতে জলচৌকিতে বসে লিখতেন। তাঁর কন্যা সর্বাণী মুখোপাধ্যায় লেখা উদ্ধৃত করে বলা যায়, “লেখার জন্য নিজের খাটের ওপর একটা জলচৌকি, এ-ফোর সাইজের রাইটিং প্যাড আর নিজস্ব কয়েকটা কলম। ব্যস, আর কিচ্ছু না। তাতেই যা হওয়ার হয়েছে। সরস্বতী পুজোর দিন দেখতাম, প্রতি বছর একটা না একটা গল্প বা উপন্যাসের লাইন লিখত ওই জলচৌকি টেনে নিয়ে। ওটাই ছিল বাবার অর্ঘ্য। অঞ্জলি দিতেন পেট পুরে খেয়েদেয়ে।”

আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র জয় ছিল খুব গান পাগল। আশুতোষ বাবুর কাহিনি নিয়ে যখন ছবি হয় 'দীপ জ্বেলে যাই', সেই ছবির সুরকার ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সেই থেকে আশুতোষ পুত্র জয়ের হেমন্ত কাকা হয়ে গেলেন হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত কত কাজ ফেলেও অসুস্থ গানপাগল ছেলেকে গান শোনাতে এসেছেন। এমনকি জয়ের মন ভালো রাখতে হেমন্ত কাকা লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, মান্না দে-কে আশুতোষের বাড়িতে নিয়ে এসেছেন শুধুমাত্র জয়কে গান শোনাতে। যা শুনলে গল্পকথা মনে হয়।সেই জয় যেদিন অকালে চলে গেল সেই শোক কেউ মেনে নিতে পারেনি। 











###############################










No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। অশোকবিজয় রাহা । একজন ভারতীয় বাঙালি কবি, প্রাবন্ধিক এবং সমালোচক। তিনি রবীন্দ্র অধ্যাপক হিসেবে দীর্ঘদিন বিশ্বভারতীতে দায়িত্ব পালন করেন। Dt -14.11.2024. Vol -1052. Thrusday. The blogger post in literary e magazine.

অশোকবিজয় রাহা  (১৪ নভেম্বর ১৯১০ – ১৯ অক্টোবর ১৯৯০)  সময়টা ছিল আঠারোশো উননব্বইয়ের অক্টোবর। গঁগ্যার সাথে বন্ধুত্বে তখন কেবল চাপ চাপ শূন্যতা আ...