Wednesday, 20 November 2024

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা অভিনেতা।পরিচিতিকলকাতার কালীঘাট অঞ্চলের অধিবাসী ছিলেন তিনি। পিতা মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন আইনজীবী। প্রথমে কালী বন্দ্যোপাধ্যায় ভারতীয় গণনাট্য সংঘর সক্রিয় সদস্য ছিলেন। সিনেমা জগতে তিনি কালী ব্যানার্জী নামে সমধিক পরিচিত। dt -২০.১১.২০২৪. Vol -১০৫৬. Wednesday। The blogger post in literary e magazine.



কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়

 (২০ নভেম্বর, ১৯২০ — ৫ জুলাই, ১৯৯৩

বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা অভিনেতা।


কলকাতার কালীঘাট অঞ্চলের অধিবাসী ছিলেন তিনি। পিতা মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন আইনজীবী। প্রথমে কালী বন্দ্যোপাধ্যায় ভারতীয় গণনাট্য সংঘর সক্রিয় সদস্য ছিলেন। সিনেমা জগতে তিনি কালী ব্যানার্জী নামে সমধিক পরিচিত.

বর্মার পথে (১৯৪৭) সিনেমায় তাঁর প্রথম আত্মপ্রকাশ হলেও খ্যাতিলাভ করেন বরযাত্রী সিনেমায় 'গণশা'র চরিত্রে অভিনয় করে। এরপরে নীল আকাশের নিচে, অযান্ত্রিক, হাঁসুলি বাঁকের উপকথা, বাদশা, ডাক হরকরা, পরশপাথর, বাড়ী থেকে পালিয়ে, পুতুল নাচের ইতিকথা, নাগরিক ইত্যাদি ছবিতে প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। পরবর্তী কালে দাদার কীর্তি, গুরু দক্ষিণা ইত্যাদি প্রচুর বাণিজ্যিক ছবিতে দরদী মানুষের চরিত্রে অভিনয় করে বাঙালি চলচ্চিত্রপ্রেমীদের প্রিয় অভিনেতা হয়ে ওঠেন। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক প্রমুখ খ্যাতনামা পরিচালকদের ছবিতে যেমন অভিনয় করেছেন তেমনি বাণিজ্যিক ছবি পরিচালকদের সাথেও ছিলেন সাবলীল। হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় হিন্দি চলচ্চিত্র বাবুর্চি (১৯৭২) তে অভিনয় করেছেন। চিত্র প্রযোজনাও করেছেন। পাশাপাশি যাত্রাপালা, মঞ্চাভিনয়ে তাঁর অভিনয় কুশলতার ছাপ আছে। তিনি দীর্ঘদিন চলচ্চিত্র ও মঞ্চ শিল্পীদের বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলেন।

৫ জুলাই, ১৯৯৩ খৃষ্টাব্দে তিনি উত্তরপ্রদেশের লখনউতে মারা যান।

অভিনয় চলচ্চিত্র 

নাগিন কন্যা কাহিনী (১৯৫৮)

সূর্যতোরণ (১৯৫৮)

রাজধানী থেকে (১৯৫৮)

জন্মান্তর (১৯৫৯)

নীল আকাশের নিচে (১৯৫৯)

সোনার হরিণ (১৯৫৯)

অগ্নিসম্ভব (১৯৫৯)

দুই বেচারা (১৯৬০)

প্রবেশ নিষেধ (১৯৬০)

নতুন ফসল (১৯৬০)

শেষ পর্যন্ত (১৯৬০)

ক্ষুধা (১৯৬০)

তিন কন্যা (১৯৬১)

পঙ্কতিলক (১৯৬১)

পুনশ্চ (১৯৬১)

কেরি সাহেবের মুন্সী (১৯৬১)

আমার দেশ (১৯৬২)

হাঁসুলী বাঁকের উপকথা (১৯৬২)

শুভ দৃষ্টি (১৯৬২)

একটুকরো আগুন (১৯৬৩)

আকাশ প্রদীপ (১৯৬৩)

ত্রিধারা (১৯৬৩)

বাদশা (১৯৬৩)

সপ্তর্ষি (১৯৬৪)

কিনু গোয়ালার গলি (১৯৬৪)

মুক্তপ্রান (১৯৮৬)

উর্বশী (১৯৮৬)

পরিণতি (১৯৮৬)

শুভ কেমন আছো? (১৯৮৬)

বৌমা (১৯৮৬)

প্রেম বন্ধন (১৯৭৬)

লালন ফকির (১৯৮৭)

দেবিকা (১৯৮৭)

গুরুদক্ষিণা (১৯৮৭)

ছোট বউ (১৯৮৮)

দেবী বরণ (১৯৮৮)

অঞ্জলী (১৯৮৮)

পরশমনি (১৯৮৮)

নয়নমণি (১৯৮৯)

মঙ্গলদীপ (১৯৮৯)

সতী (১৯৮৯)

শতরূপা (১৯৮৯)

কড়ি দিয়ে কিনলাম (১৯৮৯)

যা দেবী সর্বভূতেষু (১৯৮৯)

ব্যবধান (১৯৯০)

দেবতা (১৯৯০)

মহাজন (১৯৯০)

জীবনসঙ্গী (১৯৯০)

হীরক জয়ন্তী (১৯৯০)

অহঙ্কার (১৯৯১)

অভাগিনী (১৯৯১)

সাধারণ মেয়ে (১৯৯১)

বিধিলিপী (১৯৯১)

ন্যায়চক্র (১৯৯১)

পুরুষোত্তম (১৯৯২)

আনন্দ (১৯৯২)

শয়তান (১৯৯২)

শ্রদ্ধাঞ্জলি (১৯৯৩)

অর্জুন (১৯৮৩)

ফিরে পাওয়া (১৯৯৩)

আমি ও মা (১৯৯৪)

সালমা সুন্দরী (১৯৯৪)

মেজো বউ (১৯৯৫)

আবির্ভাব (১৯৯৫)

বৌমনি (১৯৯৫)

পতিব্রতা (১৯৯৫)

হিংসা (১৯৯৭)

ছোট সাহেব (২০০০)

তান্ত্রিক (২০০২)



No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...