∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
শিশু-কিশোর পাতা
পুজো সংখ্যা
===========®®®®®®®===========
Doinik sabder methopath
Vol -168. Dt -22.10.20
৫ কার্তিক,১৪২৭. বৃহস্পতিবার
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷✓✓✓✓✓÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
সুকন্যা মাইতি
শ্রেণী -দ্বিতীয়
দক্ষিণ জাহানাবাদ শিশু শিক্ষা কেন্দ্র।
শ্রীজা মাইতি।
শ্রেণি - পঞ্চম
নারায়নী স্কুল। হলদিয়া।
একতার ধর্ম
ময়ূখ প্রামাণিক
বিবেকানন্দ মিশন স্কুল
ক্লাস- ৬ বয়স- ১১
আমরা সবাই আলাদা জাতের আলাদা পরিবার ।
তবুও আমরা সবাই হলাম বন্ধুসবার ।
হিন্দু ধর্ম ,মুসলিম ধর্ম, শিখ আর বৌদ্ধ ,
আছে সকলেরই ,সম্মান ।
কারন আমরা সবাই একই মায়ের সন্তান ।
একই মাটিতে জন্ম সবার একই মায়ের কোলে। তাইতো আমরা ডাকি অন্যকে ভাই বলে।
এমন সময় এলো এক করোনা মহামারী,
এই সময়ে বাড়ির মধ্যে থাকা খুব দরকারী
বাড়িতে থাকি, যেখানে থাকি,রাখবো না ভয় মনে।
সাহস করে এগিয়ে যাব করোনা দমনে।
কিছু ডাক্তার হিন্দু, কিছু মুসলমান,
কোথাও আবার বৌদ্ধ, কিছু জায়গায় খ্রিস্টান ।
ধর্ম জাতের এই বিভেদে হবেনা করুনার উৎখাত। একসাথে মিলে এগিয়ে যেতে হবে ভুলে সব জাত পাত ।
শরৎকাল
দেবাংশু শেখর পড়িয়া
লকডাউনে সবটাই যেন এলোমেলো
পরে শরৎ এলো
লকডাউনের দুঃখটা যেন চলে গেল
শরতে আসবেন মা দুর্গা
বসবে চাঁদের হাট
যেখানে খাব আমি দারুণ পাপড়ি চাট
শরতে যেমন থাকে মেঘের ভেলা
তেমনি যেন হয় এই মেলা
ভেলা মেলা যদি হয় সব মিলে
তবেই আমি খাব দই চিড়ে
চাইবো না শুধু একটা জিনিস মাত্র
আমি অসুখবিহীন ছাত্র
যখন পুকুরে ফেলব ছিপ
তখন বৃষ্টি যেন না পড়ে টিপ টিপ
তাহলেই লাগবে ঠান্ডা
এটাইতো হলো অসুখের ফান্ডা।
------------
সাগ্নিকা সৎপতি
রামনগর।
শুভমিতা চৌধুরী
দি ফিউচার ফাউন্ডেশন স্কুল
১/১/১১৯ কৈলাস ঘোষ রোড
কলকাতা – ০৮
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
No comments:
Post a Comment