২.
পূরবী কাব্যের অন্তর্গত শিলংয়ের চিঠিতে রবীন্দ্রনাথ বুলবুলিকে নিয়ে লিখেছেন—
৩.
শিশু কাব্যের অন্তর্গত পুরোনো বট কবিতায় তিনি বলেছেন—
খাপছাড়া-৮ এ চন্দনা পাখিকে নিয়ে দারুণ একটি কথোপকথনমূলক কাব্য রচনা করেছেন রবীন্দ্রনাথ। পাখিওয়ালা পাখি বিক্রির জন্য চন্দনা নিয়ে এলে এটাকে নিয়ে নানান কথা বলছেন জনৈক ক্রেতা।
৫.
বনফুল নাটকে পাপিয়া পাখিকে নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন—
৬.
শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের অন্তর্গত দুয়োরানী কবিতায় রবীন্দ্রনাথ পেঁচা সম্পর্কে লিখেছেন—
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
সংক্ষিপ্ত আলোচনা। ( সংগৃহীত)
No comments:
Post a Comment